![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখের সামনে যা পরে তাই নিয়ে লেখি। খুব বেশি মাথা খাটায়ে বা অনেক গবেষনা করে লেখালিখি করিনা। তবে...........
১৯৭০ সালের বিশ্বকাপে শীর্ষ গোলদাতা জার্মানীর গার্ড মুলার এবং ১৯৭৪ সালে জার্মানীকে দ্বিতীয়বারের মত বিশ্বকাপ জেতাতে অসামান্য অবদান রাখেন এই গার্ড মুলার।
২০১০ সালের বিশ্বকাপে শীর্ষ গোলদাতা থমাস মুলার ২০১৪ তে তাহলে কি হতে পারে একটু ভাবুন। পর্তুগালের সাথে হেটট্রিক করার পরও কি বুঝতে পারছেন না?
CR7, পেপে, নানির মত বিশ্বমানের প্লেয়াররা থাকতে জার্মানি যেভাবে পর্তুগালকে নিয়ে ছেলেখেলা করল তাতে তো এবারের বিশ্বকাপে জার্মানি ফাইনালিস্ট ভাবাই যায়।
আর একটা কথা নেদারল্যান্ড স্পেনকে ৫ গোল দেয়ার পর ব্রাজিল আর্জেন্টিনা সহ সব দলকেই যে সাবধান হতে বলছিলাম তারও কিন্তু একটা কারন আছে।
১৯৭৪ সালের বিশ্বকাপ ফাইনাল খেলা হয়েছিল কিন্তু নেদারল্যান্ড আর জার্মানীর মধ্যে। চ্যাম্পিয়ন তো জার্মানী।
চিন্তার কোন কারন নাই।
এবারের ফাইনালিস্ট কিন্তু জার্মানী আর নেদারল্যান্ড,
আর এই সব প্যারাডক্স ভবিষ্যৎ বানী করতে অক্টোপাস, জলহস্তি বা তান্তিক হওয়ার দরকার নাই।
পরিসংখ্যানই যথেষ্ট।
১৮ ই জুন, ২০১৪ রাত ১:৪৯
ভবঘুরে তৌহিদ বলেছেন: ধন্যবাদ।
২| ১৭ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
জার্মানি চ্যাম্পিয়ান হবে আশাকরি !!!!
জয়তু জার্মানি!!!!
১৮ ই জুন, ২০১৪ রাত ১:৫০
ভবঘুরে তৌহিদ বলেছেন: জয়তু জার্মানি!!!! সহমত।
৩| ১৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ফুটবল খেলা বলা যায় না কে চ্যাম্পিয়ন হয়? কিন্তু আমার মনে হচ্ছে এবার জার্মানির বেশি সুযোগ আছে ট্রফিটা জেতার।
১৯ শে জুন, ২০১৪ রাত ৩:৩১
ভবঘুরে তৌহিদ বলেছেন: পরিসখ্যান তো তাই বলে।
৪| ১৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪৯
নীদ্রাহীন বলেছেন:
জার্মানী সবসময় অলিখিত ফেবারিট ৷ কিন্তু বারবারই ইতিহাসের স্বপ্নভঙ্গ হয় ৷
যেহেতু বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে সাউথ আমেরিকায় তাই ইউরোপের দিকে পাল্লা ভারী ৷ যার অগ্রগামী দল মূলারের জার্মানী ৷
১৯ শে জুন, ২০১৪ রাত ৩:৩৩
ভবঘুরে তৌহিদ বলেছেন: সহমত।
৫| ১৭ ই জুন, ২০১৪ বিকাল ৫:০৬
আমি দিহান বলেছেন: নেদারল্যান্ড আর জার্মানীর মধ্যে ফাইনাল!
একমত হতে পারলাম না ভাই।
১৯ শে জুন, ২০১৪ রাত ৩:৩৪
ভবঘুরে তৌহিদ বলেছেন: সময় বলে দেবে।
৬| ১৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
কেএসরথি বলেছেন: কাপ ইরান জিতুক, হন্ডুরাস জিতুক, ঘানা জিতুক।
কিন্তু ব্রাজিল আর জার্মানী যাতে না জেতে।
১৯ শে জুন, ২০১৪ রাত ৩:৩৫
ভবঘুরে তৌহিদ বলেছেন: আপনি তো ঘোর বিরোধি।
৭| ১৭ ই জুন, ২০১৪ রাত ১১:০৬
পাজল্ড ডক বলেছেন: ''CR7, পেপে, নানির মত বিশ্বমানের প্লেয়াররা থাকতে জার্মানি যেভাবে পর্তুগালকে নিয়ে ছেলেখেলা করল তাতে তো এবারের বিশ্বকাপে জার্মানি ফাইনালিস্ট ভাবাই যায়।''-------------------ভাবতে দোষ কি!!!!
১৯ শে জুন, ২০১৪ রাত ৩:৩৬
ভবঘুরে তৌহিদ বলেছেন: ভাবতে দোষ কি!!!!
৮| ১৮ ই জুন, ২০১৪ রাত ২:১৮
সীমানা ছাড়িয়ে বলেছেন: ভাল খেলোয়াড়সমৃদ্ধ টীম আর ভাল টীমের মধ্যে অনেক ফারাক - সেটা জার্মানী-পর্তুগালের খেলা থেকে পরিষ্কার। পর্তুগাল ভাল খেলোয়াড়ে ভর্তি হলেও ভাল এবং ব্যালান্সড টীম হল জার্মানী। কাপ জিতবে কিনা জানি না। তবে অনেক দূর যাবে।
১৯ শে জুন, ২০১৪ রাত ৩:৩৬
ভবঘুরে তৌহিদ বলেছেন: সহমত।
৯| ১৮ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৪
সুমন কর বলেছেন: জয়তু জার্মানি!
১৯ শে জুন, ২০১৪ রাত ৩:৩৭
ভবঘুরে তৌহিদ বলেছেন: জয়তু জার্মান।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩০
রিফাত হোসেন বলেছেন: মন্তব্য না করে পারলাম না