![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোমেশ্বরীর শান্ত জলে
হাত বুলিয়ে আসি
দুর্গাপুরের সকল কিছু
কি যে ভালো বাসি!
চিনা মাটির ঐ পাহাড়ে
কি যে মায়া জাড়ানো
নীল পানির ঐ লেক গুলোতে
মনি মুক্তা ছড়ানো!
হাজং মাতার এই দেশেতে
মায়ার ছড়া ছড়ি
চলো তবে দেখতে সেথা
এখন-ই বেড়িয়ে পরি!!!
২৯/১২/২০১৯
বিরিশিরি-সুসং-দুর্গাপুর
নেত্রকোনা
২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩১
ট্রাভেলার মাসুদ বলেছেন: ট্রুলি, অনেক মায়াবী নদী
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১২
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ--------
২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩১
ট্রাভেলার মাসুদ বলেছেন: শুভকামনা
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৫
রাজীব নুর বলেছেন: চমৎকার।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩০
ট্রাভেলার মাসুদ বলেছেন: ধন্যবাদ
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন। এবং মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৪
ট্রাভেলার মাসুদ বলেছেন: নিরন্তন শুভ কামনা
৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৭
পদ্মপুকুর বলেছেন: এই যায়গাটাই এখনও যেতে পারিনি। খুব ইচ্ছে যাওয়ার।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:১৯
ট্রাভেলার মাসুদ বলেছেন: তবে দেরি না করে দেখে আসুন প্রকৃতির অপার সৌন্দর্য্য সোমেশ্বীর নীল ও স্বচ্ছ জলের নাচন আপনার হৃদয়কে পুলকিত করে তােলবে মুহূর্ত্যেই!
যেভাবে যাবেনঃ ঢাকা থেকে সড়ক ও রেল পথ দু ভাবেই যাওয়া যায়। তবে দূর্গাপুর পর্যন্ত রাস্তা চমৎকার। তাই সড়ক পথেই আরামদায়ক হবে।
ঢাকার মহাখালী ও সায়দাবাদ হতে বিরিশিরি-সুসং-দূর্গাপুরের বাস পাওয়া যায়। জনপ্রতি ৩০০-৩৫০ টাকা নেবে। ঢাকা থেকে জয়দেবপুর চৌরাস্তা-ময়মনসিংহ বাইপাস, শম্ভূগঞ্জ ব্রিজ পার হয়ে নেত্রকোনা রোড ধরে শ্যামগঞ্জের কমুদগঞ্জ বাজার থেকে বামে মোর নিলেই সোজা পূর্বধলা চৌরাস্তা হয়ে জাজিরা-ঝাঞ্জাইল হয়ে প্রথমে রিরিশিরি। নদীর ওপারে কয়েক কিলো গেলেই হাজংমাতার স্মৃতি সৌধ। এরপর ওখান থেকে বামে গেলেই চিনা মাটির পাহাড় ও নীল পানির লেক।
ট্রেনে:
বলাকা ট্রেনে কমলাপুর হতে জাজিরা-ঝাঞ্জাইল, এরপর সিএনজি তে দূর্গাপুর।
বি.দ্রঃ নেত্রকোনা ও ময়মনসিংহ ছাড়া তেমন ভালো কোন আবাসিক হোটেল নাই। তবে দূর্গাপুরে কিছু গেষ্ট হাউস আছে।
৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩২
নার্গিস জামান বলেছেন: সুন্দর
৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:১৯
ট্রাভেলার মাসুদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৫১
সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর লিখেছেন ভাই, সোমেশ্বরীর গায়ে হাত বুলিয়ে এসেছিলাম অনেক দিন আগে।