নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর আনাচে-কানাচে আমি ঘুরতে চাই! আমি ট্রাভেলার মাসুদ।

ট্রাভেলার মাসুদ

ভ্রমন পাগল মানুষ

ট্রাভেলার মাসুদ › বিস্তারিত পোস্টঃ

ভ্রমন পোস্টঃ অভিজ্ঞদের পরামর্শ চাই (নিজ বাইকে মক্কা-মদীনায়)

২০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৯



সম্মানীত ব্লগারবৃন্দ,

মক্কা-মদীনা, প্রত্যেক মুসলমানদের হৃদেয়ে বিশাল জায়গা জুড়ে আছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। সেখানে যাওয়ার সুযোগ হয়েছিল প্রায়। যেতে পারি নাই। এখন যেতে চাই। বাংলাদেশ থেকে। নিজ বাইকে। নিজ দেশের নম্বর প্লেট সাথে নিয়ে। ঢাকা থেকে বেনাপোল-কোলকাতা-বেনারশ-অমৃতসর-ওয়াগাহ বর্ডার(পাক-ভারত), বেলুচিস্থান-তাফতান বর্ডার(পাক-ইরান)-বন্দর আব্বাস(ফেরিতে)-শারজাহ(সংযুক্ত আরব আমিরাত)-দুবাই-আবুধাবি-গুয়াইফাত(সংযুক্ত আরব আমিরাত-সৌদি আরব বর্ডার)-রিয়াদ হয়ে মক্কা-মদীনা। ওমরাহ করার লক্ষে এভাবে যেতে চাই।



আমার এ পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করবো, করা ঠিক হবে কি না? সেটা আপনাদের মতামত কামনা করছি।

ধন্যবাদ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: নবিজির (সঃ) দেশে যাওয়ার তীব্র ইচ্ছা আছে।
নিজ চোখে সব দেখবো।
জানি না আল্লাহ কবে নিবেন আমাকে।

২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৪

ট্রাভেলার মাসুদ বলেছেন: আপনার আগ্রহ’র কথা জেনে ভালো লাগলো।
দোয়া রইলো আপনার ইচ্ছা যেন বাস্তবায়িত হয়!
.
.
.
ধন্যবাদ।

২| ২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২০

নতুন বলেছেন: অসম্ভব কিছুই না।

এই দম্পতি ৭২টা দেশ ঘুরেছেন ১৭০ হাজার কিমি: ভ্রমন করেছেন।
Last updated 7 December, 2019
On our current around the world tour we have been riding nearly 170 000 km and visited 72 countries.
https://twobikersoneworld.com/

https://youtu.be/xDSK4HAdj-k

পরিকল্পনা করলে সবই সম্ভব।

তথ্য দিয়ে সাহাজ্য করতে পারবো। অনলাইনে খোজ করে তথ্য জোগাড় করে দিতে পারবো আপনার জন্য। যদি দরকার হয় জানাবেন।

২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫০

ট্রাভেলার মাসুদ বলেছেন: যথাযতই বলেছেন।
মনের ইচ্ছাটাই আসল জিনিস।

আমার যা যা জানা দরকারঃ-
১। কারনেট ডি প্যাসেজ(ভারত,পাকিস্থান,ইরান,আরব আমিরাত,সৌদি আরব) কেন দেশের কোন নিয়ম?
২। ভিসা সংক্রান্ত সহযোগিতা।
৩। বন্দর আব্বাস থেকে ফেরিতে বাইক সহ কিভাবে যাওয়া যায়?
৪। বেনাপোল বর্ডার(ইন্দো-বাংলা), ওয়াগাহ বর্ডার(পাক-ভারত), তাফতান বর্ডার(পাক-ইরান), ফেরিতে দুবাই তারপর সৌদি বর্ডার বাইক ও যাত্রীসহ কি কি নিয়মাবলী?

উক্ত বিষয় সহ আরও যাবতীয় যদি আপনার সময় হয় তবে আমাকে জানাবেন।
ইমেলে জানাতে পারেন, [email protected]

৩| ২১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৩

নতুন বলেছেন: ১ নং এর জন্য :- Click This Link

নিচের অটোমোবাইল এসোসিয়েসনের সাথে যোগাযোগ করে দেখুন তারা মনে হয় এটার ব্যাপারে সাহাজ্য করবে।
Bangladesh CPD Issuing Authority Information
Automobile Association of Bangladesh 3/B Outer Circular Road Maghbazar 1217 Dhaka 17, Bangladesh
Phone:+880 2 831 14 92 | Email: [email protected] | Fax:(880 2) 934 43 56

২ নং এর জন্য ভিসা এজেন্টের সাথে কথা বলুন, ওরা বেশি ভালো বলতে পারবে।


৩ নং এর জন্য বন্দর আব্বাস থেকে সারজা তে যেতে হবে, তারপরে আরব আমিরাতে পৌছালে সেখান থেকে সৌদি চালিয়েই যেতে পারবেন।
https://www.irantravelingcenter.com/bandar-abbas-dubai-ferry-transport/

২২ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৩

ট্রাভেলার মাসুদ বলেছেন: মন্তব্যের শুরুতেই আপনাকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনার এমন তাৎক্ষনিক সাড়া দেওয়াতে আমি যারপরনাই আনন্দিত। আপনার সবগুলো লিংকে প্রবেশ করলাম। কারনেট ডি প্যাসেজ এপ্লাই করলাম।

ভিসা সংক্রান্ত ব্যপারে এজেন্টদের সাথে কথা বলে নেব।

ধন্যবাদ। নতুন। পাশে থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.