![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I who i am...is always me and mythoughts
১. ইউনুস সাহেবে গ্রামীন টেলিকম এবং গ্রামীন ব্যাংক দুই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন, বর্তমানে সরকার কর্তৃক নির্বাচিত চেয়ারম্যান সাহেব মিডিয়ার সামনে নালিশ করলেন বোর্ড মেম্বার গন (৯জনই) উনাকে কোন সাহায্য করছেন না , আর টেলিকম হতে বিশ হাজার কোটি টাকা আয় এর কোন হিসাব তিনি পান নি । তো প্রশ্ন থেকে যায় এত টাকা গেল কোথায় ?
ইউনুস সাহেব কি এত টাকা নিয়ে হাওয়া ? হয়তো হয়তো নয় !
টাকাগুলোর হিসাব নিশ্চয় আছে গ্রামীন ব্যা্ংক এর কাছে , যা ঐ ৯জন সদস্য অবশ্যই জানেন এবং তারা বর্তমান চেয়ারম্যানকে কোন তথ্য দিছ্ছেণ না বলেই শুন্যে তীর ছুড়ে দেওয়া পদ্ধতির আশ্রয় কারন দুর্নীতির গন্ধ পেলে মিডিয়া অবশ্যই রঙ লাগাতে ব্যস্ত হবে্, তাতে যদি সত্য বের হয়ে আসে ।
মাননীয় অর্থমন্ত্রী এ বিষয়ে বলেছেন মানুষটি এই ব্যাংকটির মেরুদন্ড ভে্ঙে দেয়ার সমস্ত চেষ্টা করে গেছেন !!! সত্যি কি তাই তাহলে এতদিন ভালভাবে ব্যাংকটি কিভাবে চলল আর কিভাবে এত টাকা রিজার্ভ হলো ? সেটা একটা প্রশ্ন থেকে যায় ! আবার এমন একটা সংশয় থেকে যায় যে, এই টাকাগুলোর জন্য হয়তো গ্রামীন ব্যাংক কে রাজনীতিকরন করা হলো !!! সব কিছুতেই রাজনীতিকরন চলছে , চলবে এ ভ্রষ্ট রাজনীতির ।
২. বাংলাদেশের শত্রূ কে ? আর কে আমাদের মিত্র ? এটা কি কোন রাজনৈতিক দল বা সরকারী দল নির্ধারন করেছেন ? তাহলে এধরনের অসম্পূর্ন রাজিনৈতিক বক্তব্য আর কত জাতিকে বিভক্ত করবে !!? যাদের থেকে অশ্ত্র কেনা হল তারা অবশ্যই মিত্র, মুক্তিযুদ্ধের মিত্র, দেশের মিত্র, নইলে অশ্ত্র বিক্রি করতো না আমাদের কাছে । তবে শত্র কে ? মার্কিন তো বিগত সামরিক সরকারের সময় প্রধান মন্ত্রীকে তার দেশ বসে নির্বাচনী প্রচার, মনোয়ন থেকে সব কাজে সহায়তা করেছেন । তাহলে কে শত্রূ ? যুক্তরাজ্য ? পাকিস্তান ? চীন ? না ভারত ?? প্রশ্ন থেকে যায় নয় কি ! পরিপূর্ণ বাক্য আমরা জনগন সহজেই বুঝি রাজনীতির ভাষায় সঠিক কিছুই বুঝি না !
চলবে..........
-
©somewhere in net ltd.