![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I who i am...is always me and mythoughts
রাজনীতিতে শেষ বলে কোন কথা নেই এমন একটি প্রবাদ দেশের সব দলনেতাই কম বেশী উক্তিটি ব্যবহার করেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য প্রদানের সময় । তো রাজনীতি তে শেষ কিভাবে হবে যদি সবগুলোই হয় যেই লাউ সেই কদু !! লাউ আর কদুতে কি তফাৎ ?
আর রাজনীতি তে শেষ কি হবে যদি রাস্ট্র/ দেশের অবস্হান গত কোন পরিবর্তন না হয়। আসলে বর্তমান আধুনিক রাস্ট্র বিজ্ঞবনের ভাষায় কোন দেশ অন্য দেশকে অধিগ্রহন করার ঝামেলায় যেতে চায় না, এতে যেমন রাস্ট্রের যুদ্ধকালীন খরচ ও বিভিন্ন ক্ষয় ক্ষতি হতে বেচে যায় । অনেক বেশী কার্যকর হলো আরেক রাস্ট্রকে অর্থনৈতিক ও সামাজিকভাবে শোষন করা । যেমন : ভারত বাংলাদেশ কে ব্যবসায়িক ভাবে যে শোষন করে যাচ্ছে । এতে ছালাও লাগেনা আর আম তো পচবেই না । আর এ কারনেই বোধকরি আমাদের নেতারা রাজনীতির শেষ নেই বলে যাছ্ছেন । তবে যেদিন রাজনীতির শেষ হবে সেদিন নিশ্চয়ই রাস্ট্র অধ্যায়ের শেষ হবে, তবে কি উনারা এটা্ও চাচ্ছেন ?? উনারা ভালো বলতে পারবেন।
স্বাধীন বাংলাদেশ নিয়ে আমরা যা জানি এখনকার যুগের ছেলে-মেয়েরা তার কিছুই জানেন না । তার প্রমান দিয়েছে শাহবাগী প্রজন্ম চত্তর । এরা তো কিছুই জানে না, কোন প্রামান্য দলিল, পত্রাদি আর ইতিহাস সম্পর্কিত কোন মূল তথ্য থেকে এরা বঞ্চিত হয়েছে বলেই এত সহজে মুক্তিযোদ্ধা বলে নিজেদের দাবী করেছে, অথচ আমাদের প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনই সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধা হন নি তাই বেশীর ভাগ যোদ্ধারাই সার্টিফিকেট নেননি, আর যারা নিয়েছিলেন তারাও ছিড়ে ফেলেছে । সনদধারী মুক্তিযোদ্ধারা সঠিক নয়, সরকারের বিভিন্ন মহলের সুবিধা হালাল এর স্বার্থে এদেরকে ব্যবহার করা হয়েছে আর লুট করেছে চেতনার নামধারী মহলরা ।
রাজনীতির নামে আজ যা দেখছি তা অনেকটা বাড়ীর পাশে বস্তিতে প্রতিদিন সকালের কাচা ঘুমের ছেদ পড়ে উচ্চ চিৎকারে আর এই ঝগড়া শুনে মনের মধ্যে একটা অনুভুতি এসে যায় । আর তখন থেকে ঠিক ১২ ঘন্টা বাদে সন্ধায় টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে দেশের শীষ পদমর্যাদার মানুষদের একই ভাবে বলতে শুনি চোরের মায়ের বড় গলা (তবে ভাষার শব্দগুলো মার্জিত) তখন বুঝতে বাকি থাকে না, আসলে আমরা কোথাকার বাসিন্দা আর কি আমাদের রুচি ।
একজন চোরের মা তো বড় গলা তো যে বলেন বেশী !!!! তো কি দাড়াল !!
লোভে পাপ আর পাপে মৃত্যু । উনার অনেক লোভ তাই মানুষ কে পিটিয়ে মেরে হলেও আসনে বসতে হবে!!! অতীতে দেখেছি সুটিং ক্লাব থেকে ভাড়া করে স্বৈরাচার পতনের লাশ যোগার করতে আর এখন তো অনেক বড় মাপের মা-আফিয়া !! জয় বাবা জিন্দাবাদ, বাবা আবার জাতির পিতা জিন্দাবাদ !! গোল্ডেন ট্রায়েঙ্গাল থেকে কিভাবে এলো !! ভারত তার সংস্করন দিয়ে ঘুমিয়ে রেখেছিল সবুজ তরুন দের তা দিয়ে অন্তত মরে নি সেরকম । আর আপনি যা দিয়ে গেলেন তা জাতিকে পঙ্গু করে দিবে । রাত দিন না ঘুমিয়ে খুব বেশী হলে ৪৫-৫০ বছর ?? সত্যি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এরপর আর ক্ষমতা নাও পেতে পারেন তাই তো প্রতিশোধ নিতে কোটি যুবক অক্ষম !!
©somewhere in net ltd.