![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I who i am...is always me and mythoughts
রানা প্লাজা যে ভাবে ধসে পড়েছে তা সময় টিভির এক সাংবাদিক এর ভাষায় অনেকটা প্যান কেক এর মতো বলে অভিহিত করেন । এক একটি ফ্লোর যেভাবে আরেকটি ফ্লোরের সাথে মিশে এমনভাবে চেপে ছিল সত্যিই দেখতে প্যান কেক না হোক ডাবল বার্গার টাইপ দেখতে ছিল রানা প্লাজা । তো এই প্যান কেকের পরতে পরতে ছিল দেশের খেটে খাওয়া শ্রমজীবি মানুষের মরদেহ যা হয়তো সেই সংবাদ কর্মীর ভাষায় পেস্ট্রী । তো প্যান কেক সরানো হলেও পেস্ট্রী সব গেলো কৈ !!!!!!!!!!!!!!সালাম মুর্শেদী হতে শমসের এর হিসাব কি পেস্ট্রীর সংখ্যা মিলছে !!!! হায়রে এই মরদেহ নিয়েও খেলা খেলতে ছাড়লো না !!!!!!!!!!!!!!!!!!!!!
২| ০১ লা মে, ২০১৩ রাত ১:২৫
শিশির সিন্ধু বলেছেন: আমিগো বলেছেন: প্যান কেকে পেষ্ট্রি আসল কোথা থেকে? একটু বুঝায় বলেন। আমার জীবনে প্যানকেকে পেষ্ট্রি দেখি নাই।
৩| ০৩ রা মে, ২০১৩ সকাল ৮:০৫
িট্রপ্ত বলেছেন: হ ভাই ঠিক কথা, হক কথা !!! সময় কি কইলো !!! তয় আমি যা দেখি তাতে রাজনীতির প্যানকেকে শুধূ পেস্ট্রী না হয়তো সসেসও প্যান কেকের মধ্যে দেইখ্যা যামু! ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৩ রাত ১:০৬
আমিগো বলেছেন: প্যান কেকে পেষ্ট্রি আসল কোথা থেকে? একটু বুঝায় বলেন। আমার জীবনে প্যানকেকে পেষ্ট্রি দেখি নাই।