![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I who i am...is always me and mythoughts
লোকটা পাগল ! যদিও তার পা দুটো আর দশটা সাধারন মানুষের মত বাটা সাইজ সাত । তারপরও পাগোল । এইতো বছর তিনেক আগের কথা, সকাল-বিকাল অফিস করত, সন্ধায় বন্ধুদের সাথে পাড়ার চা দোকানে আড্ডা, রাতে বাবা মার সাথে খাবার টেবিলে কত কথা কত আনন্দ !!
পাড়ার নেড়ি কুকুর টাকে রুটি বিন্কুট খাওয়ানো, গরীব দুস্থ উপবাস থাকা মানুষগুলোকে ভাত এর বিশ-তিরিশ টাকা দান দেখে অনেকেই পাগলামী মনে করত, অনেকে অনেক কিছুই ভাবত তবে এটা নিশ্চিত মানুষটা পাগল নয়, নইলে তাকে যতদুর দেখেছি ভাল চাকুরি করে , একটা ধরে একটা ছাড়ে, মোট কথা মানুষটা নিজের খেয়াল খুশি মত জীবন যাপন করে । তাই কিছুটা পাগলামি করে হয়ত: ইচ্ছে করেই ....
এই তো একদিন চায়ের দোকানে কথা বলতে বলতে বলল, ভাই বলেন তো মানুষের জীবন কতদিন !!অথচ অতিমাত্রায় কম্পুটার আর মোবাইল ব্যবহার করে নস্ট হবার পর সবাই কম্পুটার মোবাইল নিয়ে কথা বলে !! খোচা মারা সব কথা বলে !! এইযে বন্ধু রিয়েল এস্টটে ব্যবসায়ী বন্ধু গাড়ী মোবাইল, ল্যাপটপ সবই ছিল তার, আজ দুর্ঘটনার পর বুড়ো বাবা-মা ওগুলো দেখে স্মৃতি মনে করে কাঁদবে ...............? দু'দিনের রাজা সবাই তাও যদি জীবন যুদ্ধে তুমি জিততে পারো !!!!!!
©somewhere in net ltd.