![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথার উপর যদি রাখতে না পারো তাহলে মস্তিস্কের চিন্তা্য় রেখো । তারপর আমরা ভিন্ন পথের পথিক হবো।
এতোগুলো মানুষ দিন নেই রাত নেই শাহবাগ চত্বরে বসে আছে,,,গলা ফাটিয়ে স্লোগান দিচ্ছে কেউ কেউ,,,,,কেউ নাকি আবার গানও করছে অন্যদের স্বতস্ফূর্ত রাখার জন্য,,,,ওরে অকর্মণ্যের দল তোদের কি কোন কাজ নেই??
মিছেমিছি ক্লাস বাদ দিয়ে অফিসের কাজ বাদ দিয়ে ঘরে বসে হিন্দী সিরিয়াল না দেখে ভীড় জমিয়ে রাস্তায় জানজট বাধিয়ে উল্লাস করছিস !!! তোদের না হয় করার মত কাজের মত কাজ নেই,,, তাই বলে কি ঐ চার চাকার যান এ চড়া বিশিষ্ট ভদ্র লোকদেরও কাজে ব্যঘাত ঘটাবি ??? রাস্তা সরে দাড়া.. জানিস তো দেশের অর্থনীতির এরাই বাপ মা,,, দিনরাত মাথার ঘাম পায়ে ফেলে এরাই তো দেশকে সচল রেখেছে !!!!!!
আর কি করবি তোরা ওভাবে গলা ফাটিয়ে চেচিয়ে ?? শুধু গলার স্বর একটু ভাঙবে,,,, আর বেশি হলে হয়তো দুই একটা রগ ছিড়ে যেতে পারে। তোদের গলার স্বর কেবলই চত্বরের এ মাথা থেকে ওমাথা ঘুরতে থাকবে,,,, কিন্তু এতগুলো মানুষকে বোকা দর্শক বানিয়ে যারা বিচারের নামে নাট্যশালা খুলে বসেছে তাদের কান পর্যন্ত এ স্বর কখনই পৌছাবে না। কারণ এসব কথা শোনার জন্য যে বিবেকের দরকার সেটা তারা অনেক আগেই ঝালফ্রাই করে গিলে ফেলেছে। কেন তোরা বিবেকবান হয়ে শুধু শুধু নিজের কষ্ট বাড়াচ্ছিস !!!!
আর এসব কি করছিস ?? দুধের শিশুর হাতে ধরিয়ে দিয়েছিস "ফাসির দাবী" সম্বলিত প্ল্যাকার্ড !!! এতো অল্প বয়সে সে কোথায় দাবী করবে "বাবা আমায় বল এনে দাও", খুকি বলবে"মা আমার পুতুল চাই" ,,, সে জায়গায় তারা কিনা বলছে "রাজাকারের ফাসি চাই",,, কি ভয়ঙ্কর কথা !!!! তোরা দেখছি শিশুর মস্তিস্ক বিকৃতি ঘটিয়ে তারপর শান্ত হবি।
আর বলছিস এতো গুলো মানুষ নাকি নিজের বিবেকের তাড়নায় স্বতস্ফুর্ত ভাবে সমাবেশে যোগ দিচ্ছে। বলি এতোগুলো মানুষের একসাথে এমন ভীমরতি হল কিভাবে ?? নিশ্চয় টেবিলের নীচ থেকে চলছে গোপন লেনদেনের খেলা। নাহলে কিসের লোভে এতগুলো মানুষ রাস্তার ধুলোবালি গায়ে মেখে বসে থাকবে !! গুণীজনেরা যারা অত্যন্ত বুদ্ধি খাটিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে সোফায় পা ঝুলিয়ে বসে টিভি দেখে দেখে পরিস্থিতি পর্যালোচনার গুরু দায়িত্ব স্ব ইচ্ছায় নিজের কাধে তুলে নিয়েছেন তাদের কেউ কেউ বেরও করে ফেলেছেন এতোগুলো মানুষের সমাগম হওয়ার কারণ। কর্তৃপক্ষ নাকি গোপনে এমন এক সার্টিফিকেট বিলি করছেন জণ সাধারণের মাঝে যা পরবর্তীতে বিভিন্ন সুবিধা প্রাপ্তির মাধ্যম হতে যাচ্ছে!!!! তাই রাজপথে আজ এতো মানুষ।!!!!
বন্ধুগণ ,, উপরের কথা গুলো হয়তো অনেকের হজম করতে কঠিন হবে। স্বীকার করছি,, বাংলাদেশের গুটি কয়েক সচেতন(!!!!) নাগরিক যখন এমন আলোচনায় ব্যস্ত অনাকাঙ্খিত অতিথি হয়ে সেখানে আমারও বদ হজম হয়ে গিয়েছিল।
শাহবাগের আন্দোলনে উপস্থিত থেকে ঐ বিশাল জনসমুদ্রে মিশে যেতে পেরে আমি ধন্য। যত মুখ তত মত হবে এটাই স্বাভাবিক। তবে কিছু স্ব ঘোষিত বিদ্বান ব্যক্তির মূর্খতা পূর্ণ মন্তব্যে আমি বিব্রত এবং কিছুটা ব্যথিত। তবুও শাহবাগ আমাকে টানে। বিবেকের তাড়নায় আমি শাহবাগে চলে আসি। আমার বিবেক আমাকে ছুটিয়ে এনে ঐ বিশাল জনসমুদ্রে ভাসিয়ে দেয়। আমার কন্ঠ আবার স্লোগান মুখর হয়ে ওঠে।
"ক তে কাদের মোল্লা, তুই রাজাকার তুই রাজাকার
রাজাকারের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও
তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা
মুক্তিযুদ্ধের বাংলায়, রাজাকারের ঠাই নাই"
সালাম জানাই সর্বস্তরের সেই মানুষদের যারা ক্লান্তিহীনভাবে শাহবাগে আসছেন এবং অন্যায়ের বিরুদ্ধে স্বেচ্ছায় রুখে দাড়িয়েছেন।
সালাম জানাই সেই শিশুদের যারা ছোট হলেও আন্দোলনে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করছে।
আর ধিক্কার জানাই তাদের যারা অলস ভাবে ঘরের কোণায় বসে কেবল পরের সমালোচনা করে মজা লুটে
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫
s r jony বলেছেন: তবুও শাহবাগ আমাকে টানে। বিবেকের তাড়নায় আমি শাহবাগে চলে আসি। আমার বিবেক আমাকে ছুটিয়ে এনে ঐ বিশাল জনসমুদ্রে ভাসিয়ে দেয়। আমার কন্ঠ আবার স্লোগান মুখর হয়ে ওঠে।
"ক তে কাদের মোল্লা, তুই রাজাকার তুই রাজাকার
রাজাকারের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও
তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা
মুক্তিযুদ্ধের বাংলায়, রাজাকারের ঠাই নাই"
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩
স্পাইসিস্পাই001 বলেছেন: তবুও শাহবাগ আমাকে টানে। বিবেকের তাড়নায় আমি শাহবাগে চলে আসি। আমার বিবেক আমাকে ছুটিয়ে এনে ঐ বিশাল জনসমুদ্রে ভাসিয়ে দেয়। আমার কন্ঠ আবার স্লোগান মুখর হয়ে ওঠে।
"ক তে কাদের মোল্লা, তুই রাজাকার তুই রাজাকার
রাজাকারের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও
তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা
মুক্তিযুদ্ধের বাংলায়, রাজাকারের ঠাই নাই"
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬
শিপন মোল্লা বলেছেন: জঞ্জাল শেষ হোক দেশে থেকে এই ইসুতেই কলঙ্ক মুক্ত হোক প্রিয় জন্মভূমি আমার। শেষ হোক রাজনীতির নোংরা খেলা। অতীতের সব ভুলের অবসান হক। এক আওয়াজে সবাই বলতে পারি আমারা সবাই বাংলাদেশী।
আমরা সবাই ভাই ভাই রাজাকারের ফাঁসি চাই।
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০
মাহবুব জামান আশরাফী বলেছেন: তুই রাজাকার...
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: তবুও শাহবাগ আমাকে টানে। বিবেকের তাড়নায় আমি শাহবাগে চলে আসি। আমার বিবেক আমাকে ছুটিয়ে এনে ঐ বিশাল জনসমুদ্রে ভাসিয়ে দেয়। আমার কন্ঠ আবার স্লোগান মুখর হয়ে ওঠে।
"ক তে কাদের মোল্লা, তুই রাজাকার তুই রাজাকার
রাজাকারের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও
তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা
মুক্তিযুদ্ধের বাংলায়, রাজাকারের ঠাই নাই"
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২
পুংটা বলেছেন: রাজাকার কাদের..?? তোর নাকি ওদের..??? পোদের নাকি পাদের...???? চুে চুে চুে দেব... রাজাকার চুে দেব
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬
মুহাম্মদ আসাদুল্লাহ্ বলেছেন: নায়করাজ বলেছেন: জামাত শিবিরের অর্থনৈতিক শক্তি ভেঙ্গে দেন। ওদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করুন। ওদের প্রতিটি অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে জানুন। ওদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন না। বরং বিনিয়োগ বা অংশীদারিত্ব থাকলে প্রত্যাহার করুন। ইসলামী ব্যাংক থেকে সকল টাকা তুলে নিন। আপনার টাকা দিয়ে ওদের দেশবিরোধী কার্যকলাপ চালাতে দেবেন না।
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
সংকেত মাহমুদ বলেছেন: সালাম জানাই সর্বস্তরের সেই মানুষদের যারা ক্লান্তিহীনভাবে শাহবাগে আসছেন এবং অন্যায়ের বিরুদ্ধে স্বেচ্ছায় রুখে দাড়িয়েছেন।
সালাম জানাই সেই শিশুদের যারা ছোট হলেও আন্দোলনে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করছে।
আর ধিক্কার জানাই তাদের যারা অলস ভাবে ঘরের কোণায় বসে কেবল পরের সমালোচনা করে মজা লুটে
সহমত ।পোষ্টের প্রথম অংশ পইড়া তো মেজাজ খারাপ হইয়া গেছিল ।পোষ্টে ++++++++
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২
নায়করাজ বলেছেন: জামাত শিবিরের অর্থনৈতিক শক্তি ভেঙ্গে দেন। ওদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করুন। ওদের প্রতিটি অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে জানুন। ওদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন না। বরং বিনিয়োগ বা অংশীদারিত্ব থাকলে প্রত্যাহার করুন। ইসলামী ব্যাংক থেকে সকল টাকা তুলে নিন। আপনার টাকা দিয়ে ওদের দেশবিরোধী কার্যকলাপ চালাতে দেবেন না।
জামাত শিবির পরিচালিত প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য পাবেন এখানে : Click This Link