![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথার উপর যদি রাখতে না পারো তাহলে মস্তিস্কের চিন্তা্য় রেখো । তারপর আমরা ভিন্ন পথের পথিক হবো।
শাহবাগের আন্দোলন নতুন প্রজন্মের আন্দোলন,, দেশের সর্বস্তরের সাধারণ মানুষের আন্দোলন.... রাজনীতির নোংরা কালো হাত বাড়িয়ে যারা ফায়দা লুটার কথা চিন্তাও করছেন সময় থাকতে হাত গুটিয়ে নেয়ায় আপনাদের জন্য লাভের,,,, তরুণ প্রজন্ম কাউকে ছেড়েই কথা বলবে না । এই আন্দোলন বিবেকবিদ্ধ কোটি মানুষের আন্দোলন।একে নিয়ে কোন রাজনৈতিক নাটক মঞ্চায়িত হতে দিবো না। আর যে এই নোংরা প্রচেষ্টা করবে রাজাকারদের সাথে তাদেরও শূলে ঝুলানো হবে।
শাহবাগের আন্দোলন কোন রাজনৈতিক ইস্যু নয়। এখানে কেউ কাউকে ডেকে আনে না। সবাই যার যার মত করে স্বতস্ফুর্ত ভাবে এখানে আসে।এই আন্দোলন কোন স্বার্থের আন্দোলন নয়। এখানে অংশগ্রহণকারী সবাই এক কণ্ঠে সোচ্চার- রাজাকারের সর্বোচ্চ শাস্তি চাই। এমন জনসমুদ্রে মিশে যাওয়ার সুযোগ আর কয়জন পায়?? আমি গর্বিত আমিও ঐ জনসমুদ্রের একটি বিন্দু হতে পেরেছি।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১২
নুর ইসলাম রফিক বলেছেন: vai notun kichu likun. http://www.somewhereinblog.net/blog/rariq08#