![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি আজব আকাম!কাদের মোল্লার কি হইবো না হইবো আমার কি হইছে?এতোজন মানুষ আন্দোলন করলে আমার সমস্যা কি?
আমার মিউজিকের কাজ বাকী,প্রাইভেট পড়াতে যাইতে হইবো।যার মন চায় যাক!
.....
.....
.....
.....
.....
হুম এরকমই সারাদিন ভেবে গেলাম।রাতে হঠাৎ যেন কি হলো,
মাথা ব্যাথায় অস্থির হয়ে গেলাম।
আমার কি করা উচিত?পারলাম না শহীদ হতে,পারলাম না ফেলানীর হত্যার বিচার পেতে।পারলাম না পরিমলদের ধারাবাহিক অন্যায় থামাতে।আমি কি কিচ্ছু পারিনা?
আমরা কয়েক বন্ধু সে রাতেই ডিসিশন নিলাম।
ব্রাহ্মণবাড়ীয়াকেও শাহবাগের মতো জ্বালিয়ে দিবো আন্দোলনের আগুনে।যারা এতবছরের আগুন বুকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে একটুও দাড়াবোনা?
যেই ভাবা সেই কাজ।
যার যত টাকা আছে নিয়ে নেমে পড়া,যেনো ঠিক যুদ্ধের কথাই মনে করিয়ে দেয়।যার যা আছে,সেটাই অস্ত্র।
গতকাল ৭ ফেব্রুয়ারী করেই ফেললাম আন্দোলনের প্রিমিয়ার শো।এবার প্রতিদিন বুকের আগুন রাস্তায় পুড়িয়ে প্রকাশ করবো।আমরা জনতা আইনগতভাবে শাস্তি দিতে পারিনা ঠিক,কিন্তু শাস্তি দিতে সরকারকে বাধ্য করতে আমাদের জুড়ি নেই-এটা প্রমাণের সময় আজ এসে গেছে।আমরা সবাই ছাত্র।কোন দলের পা চাটা কুত্তা নই।
কয়েকজন অন্যদলের তোষামোদকারী আঙ্কেল এসেছিলো।
"ধুর শালা মর,নাইলে জুতামু।"
দল নেই,কোন তর্ক নেই।সবাই এক উদ্দেশ্যে এক পথে নেমে প্রতিবাদ শুরু করলাম ১ম পর্বে।এবার আজকে হবে আরও একধাপ বড় আন্দোলন।
আজ সকাল ৯ টায় পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে আবার আমাদের সমাবেশ হবে।
ব্রাহ্মণবাড়ীয়ার কেউ থাকলে আসতে ভুলবেন না কিন্তু।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৪
ত্রিভুবন বলেছেন: এই ব্যাপারে দ্বিমত বলতে কোন শব্দ নাই নাই।একমত।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৭
সব কৈয়া দিমু ! বলেছেন: কাদেইরার ফাসি চাই।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৪
ত্রিভুবন বলেছেন: আওয়াজ ছাড়া একমত।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৮
দায়িত্ববান নাগরিক বলেছেন: সাবাশ !
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৫
ত্রিভুবন বলেছেন:
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৫
অকাজের লোক বলেছেন: হা আবার একটি ৭১।হা আবার একটি ৭১ গণজাগরণ ।এই বার রাজাকার তুর ফাঁসি হবেই হবে। সাথে নব্য রাজাকারের।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৯
ত্রিভুবন বলেছেন: মধ্যে দিয়ে দেখবেন কিছু দলীয় নেতারা পা চাটতে আসবে।এগুলা থেকেও সাবধান।ঐগুলা সুবিধা বানাইতে চায়।গতকাল একটা "আঙ্কেল"এরও পিক তুলিনাই,লজ্জায় নিজের দলের মিটিং এ চলে গেছে।
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৯
মুন্তাসীর আর রাহী বলেছেন: ক- কাঁদের মোল্লা, তুই রাজাকার
কাঁদের মোল্লার ফাঁসি
বাংলাদেশের হাসি
.
. অসাধারণ ...
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০২
ত্রিভুবন বলেছেন: একসাথে একমত।
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০২
ত্রিভুবন বলেছেন:
৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সালাম আপনাদের, ফাঁসি না নিয়ে ঘরে ফিরা আর নয়!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৬
ত্রিভুবন বলেছেন: এমন সময়ে ধন্যবাদ দিচ্ছিনা।প্রেরণা দেবার জন্য ধন্যবাদ।
৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৫
পিচ্চি পোলা বলেছেন: আমিও তো না গিয়া পারলাম না
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩
ত্রিভুবন বলেছেন: শেষে ঠিকই গেলেন...
১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭
রাসেল ভাই বলেছেন: সকল রাজাকারের দ্রুত ফাঁসির রায় এবং রায় কার্যকর করার জন্য আন্দোলন চালিয়ে যান ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬
ত্রিভুবন বলেছেন: এবং যাচ্ছিও,আজ সকাল বিকাল কর্মসূচী।
১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০
রিফাত হাসান০২২৮ বলেছেন: kader molla ( wiki)
যুদ্ধাপরাধী রাজাকার জামাত নেতা কাদের মোল্লার উপরে উইকিপিডিয়ার পেইজ খোলা হয়েছে। দয়া করে তার কুকর্মের ইতিহাস এখানে তুলে ধরুন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১
ত্রিভুবন বলেছেন: ইনশাল্লাহ।
১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০
রিফাত হাসান০২২৮ বলেছেন: সিনিয়র ব্লগারদের কাছে বিনিত নিবেদন আমারাই পারি বিশ্বের কছে ওদের কূকর্ম তুলে ধরতে....
ওরা ওদের মিডিলইস্টের দিনার-দিহরাম দিয়ে লবিস্ট নিয়োগ করে মিথ্যা সংবাদ পরিবেশন করছে আন্তজাতিক পরিমন্ডলে
আসুন আমরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ওদের আসল চরিএ তুলে ধরি..
দেশকে রাজাকারের কলঙ্ক মুক্ত করি
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২
ত্রিভুবন বলেছেন: সবার অল্প একটু স্বেচ্ছাশ্রমে আমাদের লক্ষ্য সফল হবারই-হবে।ধন্যবাদ।
১৩| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৯
লুছিফার বলেছেন: ভাল্লাগছে ।
অনেক ভালো লিখছেন । +
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৬
পুরান ঢাকাইয়া বলেছেন: