নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ত্রিভুবন

সাধারণ একজন মানুষ এই আমি।ভালো থাকি,থাকতে চাই এবং সবাইকে রাখতে চাই।

ত্রিভুবন › বিস্তারিত পোস্টঃ

প্রসংগ লুল

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪০

এইমাত্র মুক্তমনার প্রতিষ্ঠাতা সম্পাদক ড. অভিজিৎ রায়ের এক পিস লেখা পড়ে পুরা টাস্কি খাইলাম,ইনি প্রমাণ করতে চেষ্টা করলেন





১)যে মানুষের মানুষের দেহের অঙ্গ যেমন চোখকে আল্লাহ ত্রুটিপূর্ণভাবে সৃষ্টি করেছেন।(ok)

২)মানুষের দেহের গঠন নিয়েও আল্লাহ ঘাপলা করেছেন।যে ডিজাইনটা আমেরিকার এক পত্রিকার বরাত দিয়ে দেখানো হয়েছে,সেখানে এক নারীর লম্বা কান দেয়া হয়েছে,পেশীবহুল দানবাকৃতির পা দেয়া হয়েছে,জরায়ূর স্থানে পেশী যোগ করে বাঘের মতো বুক পর্যন্ত বিস্তৃত করে দেখানো হয়েছে যে একমাত্র এভাবে থাকলেই মানুষ শত শত বছর বেচে থাকা সম্ভব।(ok :o)

৩) মাতৃজঠরের স্থানকেও প্রমাণ করা হয়েছে যে তার মধ্যেই কিঞ্চিত কিঞ্চিত ভুল নকশা বানানো হয়েছে।(okk :o



শেষমেশ চিন্তিত হয়ে ভাবছিলাম,নাস্তিক হয়া যামুনি।

ভাবছিলাম তার যুক্তির পিছনে সুক্ষ একটা কোন কারুকাজ আছে,যেটা ধরতে পারছি,কিন্তু ভাবতে পারছিনা।তাই এগুলো খন্ডোন করবার প্ল্যান নিচ্ছিলাম।যদিও আধ্যত্মিক কথা এদের পেটে সইবেনা।সইবে তাদের নিজস্ব বচন।(বিস্তারিত জানতে আসিফ মহিউদ্দিনকে নক করুন।আর হাশরের ময়দানে থাবা বাবাকেও পাবেন,তার কাছে আরও ইনফো পাবেন।)

শেষে অভিজিৎ রায়ের একটা সিরিয়াস জোকস পইড়া আমার দম বন্ধ হয়া গেল...হাসতে হাসতে,

১)ঘড়ির গঠন জটিল,ঘড়ির একজন সৃষ্টিকর্তা দরকার।

২)অতএব মহাবিশ্ব একটা জটিল প্রসেস,তাই মহাবিশ্বের একটা সৃষ্টিকর্তা আছে।

৩)টাকার(Money bill)হিসাব জটিল,অর্থাৎ টাকার অর্থাৎ টাকাও গাছে জন্মায়! :D :D :D

আবার ব্র্যাকেটে লিখসে যে এটা প্রবাদ হতে পারে,তবে বাস্তবে নয়।

অতএব প্রমাণিত হইসে যে ২ নং অর্থাৎ আল্লাহ তা'আলা প্রবাদে আছে,বাস্তবে নয়।

এখন আমি যদি বলি যে ২ আর ৩ নং যদি একসুত্রে মিলানো হয়,তাইলে ১ নং এর দোষ কি? অতঃপর ঘড়ির মেকারও প্রবাদে আছে(!) বাস্তবে নাই...কেমুন অইলো??



অতঃপর খাইলা আমারে খাইলা...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৫৩

বহুরুপি জীবন বলেছেন: ভাই রে ভাই। এই পোস্টের কিছুই মাথার কাছে ও আসে নি , সব উপ্রে দিয়ে গেছে গা।

৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৫

ত্রিভুবন বলেছেন: বড় একটা টুল নিয়ে এর উপ্রে দাড়ান,চাইলেই পারবেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.