![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বাড়িতে নিজের হাতে লাগানো আমগাছের আম।
কোন কৃত্তিম রঙ,কীটনাশক,বা ঔষধ দেয়া নাই।
পাঠাইতে তো পারুম না,সবাই অন্তত দেখে দেখে চেখে নেন।
কারণ চোখও অনুভুতি ইনপুট করার একটা পার্টস..
খালি রাজনীতি নিয়া ব্লগাব্লগি,গালাগালি,আমি নিজেও ফেবুতে ছাগু উপাধি পেয়েছি,আবার দেশপ্রেমিকেরও অঘোষিত সার্টিফিকেট পেয়েছি। আর ভাল্লাগেনা রে ভাই,আসেন মানুষ হই,আসেন একজন সত্যিকারের ধর্মপরায়ণ হই,আসেন দেশকেও অল্প একটু হলেও ভালোবাসি,দেশকে ভালোবাসতে আর ধর্মকে শ্রদ্ধা করতে টাকা লাগেনা।এদেশে আমাদের সন্তানরাই থাকবে।
আসেন একটু আনন্দের কিছু দেখি,আনন্দিত হই,মনটাকে কলুষিত মুক্ত করি।
আসেন একজন সাচ্চা মন নিয়ে বুক ফুলিয়ে বলি,আমরা সবাই ভালো আছি।
১৫ ই মে, ২০১৩ রাত ৩:১৫
ত্রিভুবন বলেছেন: হ ভাই,মাশাল্লাহ বলেন।নাইলে চোখ লাগবে...
২| ১৫ ই মে, ২০১৩ রাত ৩:৪০
সুলাইমান হাসান বলেছেন: আমার কাছে ল্যাংড়া আম সবচেয়ে ভালো লাগে।
১৬ ই মে, ২০১৩ রাত ৩:০৯
ত্রিভুবন বলেছেন: আমারও।তবে ঔষধ ছাড়াগুলান।
৩| ১৫ ই মে, ২০১৩ রাত ৩:৪৩
বাংলাদেশী দালাল বলেছেন:
এত রাইতে আম খাইলে পেটে গ্যাস হইব। খামুনা।
তয় কি আম?
১৬ ই মে, ২০১৩ রাত ৩:১০
ত্রিভুবন বলেছেন: কি আম জানি!ভুইলা গেছি,কালকে আব্বুকে জিজ্ঞাসা করলে জানতে পারবো।বোঝেনই তো,ব্যাস্ত মানুষ..
৪| ১৫ ই মে, ২০১৩ ভোর ৫:৫৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
আম খাইতে মুন চাই।
এখন কি হপে???
কীটনাশকমুক্ত আম পামু কই???
১৬ ই মে, ২০১৩ রাত ৩:১২
ত্রিভুবন বলেছেন: তিনটা উপায় আছে,
১) আমার বাসায় এসে পড়েন,
২)কীটনাশক দেয়না এমন কারো বাসার আমগাছে উঠে পড়েন,
৩)নিজেই আমগাছ লাগিয়ে ফেলেন।
৫| ১৫ ই মে, ২০১৩ সকাল ৭:৪৩
জাহাঙ্গীর জান বলেছেন: হাঁ ভাই আপনার গাছের আম অনেক ভালো ফলেছে এবং আপনি ভাগ্যমান পরমালিন মুক্ত আম খেতে পাচ্ছেন । +++
১৬ ই মে, ২০১৩ রাত ৩:১৩
ত্রিভুবন বলেছেন: আরও আছে বেলুম্বু,আতাফল গাছ,চালতা ইত্যাদি।
৬| ১৫ ই মে, ২০১৩ সকাল ৭:৫৩
জাহাঙ্গীর জান বলেছেন: হাঁ ভাই আপনার গাছের আম অনেক ভালো ফলেছে এবং আপনি ভাগ্যমান পরমালিন মুক্ত আম খেতে পাচ্ছেন । আজকাল সত্য কথা বললে ছাগুরামের ট্যাগ একেবারেই সহজে পাওয়া যায় ওরা ভাবে ব্লগে শুধু আঃলীগ বি,এন পির স্হান দেশটা ওদের ।
১৬ ই মে, ২০১৩ রাত ৩:১৫
ত্রিভুবন বলেছেন: এই ব্লগে মজা করার মধ্যে দিয়ে একটা সমঝোতার আহবান করেছিলাম,আপনি তার নিকটবর্তী,ধন্যবাদ।
৭| ১৫ ই মে, ২০১৩ সকাল ১০:২৪
শুঁটকি মাছ বলেছেন: আম খামু!আম দেন!
১৬ ই মে, ২০১৩ রাত ৩:১৬
ত্রিভুবন বলেছেন: স্ক্রীনে যা আছে সেভ করে নিতে থাকেন,এক্কেবারে মাগনা দিলাম। এক্সদ..
৮| ১৫ ই মে, ২০১৩ সকাল ১০:৩৮
ভুল্কিস বলেছেন: য়াম খাইতে মঞ্চায়
১৬ ই মে, ২০১৩ রাত ৩:১৮
ত্রিভুবন বলেছেন: ইন্নামা আল আমালু বিন নিয়্যাত-আমলের উপর ফল নির্ভর করে।বইসা বইসা চাইয়া না থাইকা আমার বাসায় আইসা পড়েন।
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৩ রাত ৩:১০
বর্ণান্ধ বলেছেন: সুন্দর আম ফলাইছেন।