নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ত্রিভুবন

সাধারণ একজন মানুষ এই আমি।ভালো থাকি,থাকতে চাই এবং সবাইকে রাখতে চাই।

ত্রিভুবন › বিস্তারিত পোস্টঃ

আসুন একটি হাদীস পড়ি -"মশাকে অভিশাপ দেবেন না"

২৮ শে মে, ২০১৩ রাত ৯:১৮

হযরত আনাস ইবন মালিক(রা) বলেন, একব্যাক্তি নবী করিম(সা) এর সম্মুখে মশাকে অভিশাপ দিলো।

তিনি ফরমালেনঃ একে অভিশাপ দিওনা,কেননা উহা আল্লাহর নবীগণের মধ্যে একজন নবীকে নামাযের জন্য ঘুম থেকে উঠিয়েছিলো।

আল আদাবুল মুফরাদ(শিষ্টাচার)/৫৪৬ )



আল্লাহ সুবহানা তা'আলা আমাদেরকে নবী করিম(সা) এর সুন্নাহের উপর আমল করবার তৌফিক দিন,

আমীন।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৩ রাত ১০:২০

বিশ্বাস করি 1971-এ বলেছেন: এই সব মাদারচোদদের জন্য ধর্মটার বারোটা বাজতেছে । আর হারামজাদা ভূয়া হাদিস কেন দেস? মশা তোর বাপ লাগেতো। X( X( X( X(

২৯ শে মে, ২০১৩ রাত ৯:১৩

ত্রিভুবন বলেছেন: মহানবী (সঃ) মুসলমানদের একে অপরকে গালাগালি করতে কঠোর ভাবে নিষেধ করেছেন। তিনি বলেছেনঃ
সিবাবুলমুসলিমী ফুসুওকুন ওয়াকিতালুহু কুফরূন-- অর্থাৎ মুসলমানদের গালি দেওয়া পাপ এবং তাকে হত্যা করা কুফরী । (বুখারি ও মুসলিম) |||

গালির জওয়াবে গালাগালি করে উত্তর দেওয়াও ইসলাম বিরোধী। মহানবী (সঃ) এর কাছে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন,, হে আল্লাহর রাসূল ! আমাদের সম্প্রদায়ের ভিতর আমাকে এক ব্যক্তি গালি দেয় ; অতচ সে আমার থেকে নিচ। এর প্রতিশোধ নিতে আমার কী কোনো বাধা আছে ?? রাসূল (সঃ) তখন বললেন, পরস্পর গালমন্দকারী উভয়েই শয়তান, তারা পরস্পরকে মিত্যাবাদী বলে এবং একে অপরের প্রতি দোষারোপ করে।

নবী করিম (সঃ) আরও বলেছেন,,,
পিথামাতাকে গালি দেওয়া মহাপাপ। সাহাবিগণ তখন বললেন,, হে আল্লাহর রাসূল এমন কোনো নরাধম আছে যে আপন পিথামাতাকে গালি দেয় ?? তিনি বললেন,, যে অপরের পিতামাতাকে গালি দেয় এবং এভাবে তা অপরও তার পিতামাতাকে গালি দেয়।
( বুখারি ও মুসলিম)
এ হাদিস দ্বারা বোঝা যায় যে, অন্যীর পিতামাকে বা কাউকে গালি দেওয়ার অর্থ হচ্ছে নিজের পিতামাতাকে গালি দেওয়া।

২| ২৮ শে মে, ২০১৩ রাত ১১:৪৩

চুপ থাকতে ইচ্ছে করে বলেছেন: হারামজাদা ভূয়া হাদিস কেন দেস? মশা তোর বাপ লাগেতো।

২৯ শে মে, ২০১৩ রাত ৯:১৫

ত্রিভুবন বলেছেন: যা দিলেন সেগুলো আমি রাখতে পারবোনা,ফেরত দিয়ে দিলাম।উপরের কমেন্ট আর নিচের কমেন্ট পড়ে নিন।ধন্যবাদ। :)

৩| ২৯ শে মে, ২০১৩ রাত ১:৪৭

মিত্রাক্ষর বলেছেন: আপনারা গালি দিয়েই বা কিভাবে ধর্ম উদ্ধার করছেন, বলতে পারেন??? @বিশ্বাস করি 1971-এ এবং চুপ থাকতে ইচ্ছে করে

২৯ শে মে, ২০১৩ রাত ৯:১৬

ত্রিভুবন বলেছেন: সবার ধৈর্য্যধারণ ক্ষমতা এক নয়,কেউ জেনে চিৎকার করেন,কেউ না জেনে।আপনাকেও অনেক ধন্যবাদ। :)

৪| ২৯ শে মে, ২০১৩ রাত ৯:২০

ত্রিভুবন বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.