![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২৯ শে মে, ২০১৩ রাত ৮:৩৮
ত্রিভুবন বলেছেন: অমুসলিমরা নামাজ পড়েনা।গন্ধ পেলে কিছু করার নেই।
২| ২৯ শে মে, ২০১৩ রাত ৯:০৮
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: কেও যাবে না। শুক্কুরবাড়ে এদের কেও কেও যাবে এক সপ্তাহের পাপ ধুতে।
ভণ্ড ভণ্ড ভণ্ড
Click This Link
২৯ শে মে, ২০১৩ রাত ৯:২৯
ত্রিভুবন বলেছেন: নামাজের সাথে লিঙ্কের কোণ যোগসূত্র পেলাম না।আমি নিজেও নামাজ পড়ি,অনেকেই নামাজ পড়া বাদ দিয়ে ব্লগে ধর্মকথা নিয়ে ডুবে থাকেন,তাদের জন্য এই পোস্ট।ভালো না লাগলে পড়বেন না।নিজের স্বভাবের সাথে সবাইকে মিলাচ্ছেন কেন?
৩| ২৯ শে মে, ২০১৩ রাত ৯:১৯
বাংলার হাসান বলেছেন: নামাজ পড়ার আহবান নিঃসন্দেহে খুবই উত্তম কাজ।
কিন্তু প্রশ্নবোদক চিহৃ দিয়ে কি বুঝাতে চেয়েছেন?
২৯ শে মে, ২০১৩ রাত ৯:৩১
ত্রিভুবন বলেছেন: এখানে বিস্ময়কর চিহ্ন দিলেই কি ভালো লাগত?আপনার কাছে প্রশ্ন রইলো।
৪| ২৯ শে মে, ২০১৩ রাত ১০:০৭
দয়াল সাহেব বলেছেন: পড়ে আসলাম ।
০১ লা জুন, ২০১৩ রাত ২:৫৭
ত্রিভুবন বলেছেন: মা শা আল্লাহ ভাই।
৫| ২৯ শে মে, ২০১৩ রাত ১০:০৭
বাংলার হাসান বলেছেন: নামাজের আহবানে প্রশ্ন বোধক বা বিস্ময়কর চিহৃ কেন আসবে?
আপনার যদি সত্যিই নামাজের আহবান করার ইচ্ছে হতো তাহলে কোন চিহৃ দেয়ার প্রয়োজন আছে বলে মনে করি না।
এবং আপনার প্রশ্ন বোধক চিহৃ ও ইমো দেয়া দেখেই বুঝা যায় আপনি নামাজ নিয়ে ঠাট্টা করার উদ্দেশ্য নিয়ে পোষ্টটি করেছেন।
০১ লা জুন, ২০১৩ রাত ৩:০৩
ত্রিভুবন বলেছেন: আজব!আমি দাওয়াত দিলাম যে "হে মুসলিম ব্লগার ভাইয়েরা,চলুন এশার নামাজখানা পড়ে আসি?" এখানে এতো গভীর বিশ্লেষণ করবেন?সালাতের দাওয়াতকে কি রাজনৈতিক গন্ধের বাইরে নেয়া উচিত না?আমাকে যদি এমন মনে হয় যে আমি ঠাট্টা করছি তবে আমার পূর্বের পোস্টগুলো দেখে আসতে পারেন।
এবং আল্লাহই সবচেয়ে ভালো জানেন,আপনি নন।
৬| ২৯ শে মে, ২০১৩ রাত ১০:১৯
০৫০৮০২৯ বলেছেন: পরাজিত মধ্যবিত্তের একজন@ এটা আস্ত একটা কুকুর।
০১ লা জুন, ২০১৩ রাত ৩:০০
ত্রিভুবন বলেছেন: ভাই বাদ দেন গালি দিয়েন না,গালি দেয়া দরকার নেই।
৭| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:২৭
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: দ্বিতীয় পর্বে আপনাদের ভণ্ডামির কথা রয়েছে। পোস্টটা ভালো করে পড়লে যোগসূত্র পেতেন।
০১ লা জুন, ২০১৩ রাত ২:৫৯
ত্রিভুবন বলেছেন: আগ্রহী হচ্ছিনা,আমি নামাজে দাড়ালে ভন্ডামী নিয়ে টেনশিত হইনা।অতএব আমি যে আপনার ব্লগটির অন্তর্গত কেউ হবোনা এটা নিশ্চিত।
৮| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:৩১
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: @ ০৫০৮০২৯,,
আপনি কি সেটা আপনার বচন শুনেই বোঝা গেছে। পারলে গঠনমূলক সমালোচনা করেন। যান আমার পোস্টে। যদিও গঠনমূলক সমালোচনা করার মতো মস্তক আল্লাহ আপনাকে দেন নাই।
মাদি ছাগল জানি কুহানকার!
০১ লা জুন, ২০১৩ রাত ২:৫৮
ত্রিভুবন বলেছেন: নিজের পরিচয় নিজেই দিলেন ধন্যবাদ।কেউ গালি দিলে সওয়াবপ্রাপ্তি আরেকটু বেড়ে যায়।তাই আবারও ধন্যবাদ।
৯| ০১ লা জুন, ২০১৩ রাত ৩:৪৫
নীল জানালা বলেছেন: নামাজ পড়সেন? মাগরিবের ওজুতেই কাজ চালায় দিসেন নাকি ওজু করসিলেন? মন শুদ্ধ আছেতো? নামাজ পড়তে দাঁড়ায়া ব্লগের কথা কয়বার ভাবসেন? অন্য আর কি কি ভাবনা মনের মধ্যে উঁকি ঝুঁকি দিতাসিল?
০১ লা জুন, ২০১৩ রাত ৯:৪৭
ত্রিভুবন বলেছেন: কোনটাইনা,খেয়াল করে দেখুন আমার উত্তরগুলো কতো দেরীতে দেয়া।একদিন-দুইদিন পর উত্তর দেয়া।এর মাঝে আর ব্লগে ঢুকিনি।আর শুদ্ধাশুদ্ধ হবার ব্যাপারটা আল্লাহই ভালো জানেন।
ত আপনার কি হাল?পড়েছেন তো?
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৩ রাত ৮:২৭
শুটকাভাই বলেছেন: সাম্প্রদায়িকতার গন্ধ পাচ্ছি।