![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন গবেষক..চিন্তা করাই আমার কাজ...চিন্তিত ভাই ব্রাদারদের আমার পেজে স্বাগতম। [email protected] https://www.facebook.com/bangal.miya
শেখ জয়ের যখন ৯বছর বয়স তখন লন্ডনে একটা দাওয়াতে ড.কামাল হোসেন, ডাঃ মোদাসসের আলী এবং সৈয়দ আশরাফুল ইসলাম এক টেবিলে বসেছেন জয়ের সাথে। ছোট্ট জয়কে নিয়ে তিনজনে আলাপ করছিলেন আর জয় মিটিমিটি হেসে ডিনার করছিল।
ড. কামালঃ ওকে দেখেই বোঝা যাচ্ছে, বড় হয়ে সে মস্ত ল'ইয়ার হবে। চুলে কেমন ভাজ দিয়েছে দেখেছেন?
ডাঃ মোদাসসের আলীঃ আরে নাহ। জয় বড় হয়ে ডাক্তার হবে। ওর কাটা চামচ ধরার হাত দেখেছেন? খাটি সার্জনের হাত। আশরাফ সাহেব, আপনার কি মনে হয়?
সৈয়দ আশরাফ এক কোনায় বসে ওয়াইন দিয়ে স্যান্ডুইচ খাচ্ছিলেন। তিনি বললেন "আমি গন্ধ পাচ্ছি, জয় বড় হয়ে পলিটিশিয়ান হবে।এন্ড আই এম কনফিডেন্ট এবাউইট ইট"
ড. কামাল ক্ষেপে গিয়ে বললেন "আপনি কিসের গন্ধ পাচ্ছেন? আপনিতো ড্রাঙ্ক।"
তখন সৈয়দ আশরাফ টেবিলে গ্লাসটা জোরে ঢুকে বললেন "মাই লার্নেড ফ্রেন্ড, রাজনীতিবিদদের বৈশিষ্ট্য হলো, তাদের ভিতর যাই চলুক, মুখে থাকবে হাসি আর চোখে কনফিডেন্স। যেন বাইরের কেউ টের না পায় ভিতরের অবস্থা। এই ৯ বছরের পুচকে ছোড়া পেচ্ছাব করে প্যান্ট ভাসিয়ে দিয়ে আপনাদের সাথে হাসি মুখে ডিনার করছে। আপনি কি ইউরিনের গন্ধ পাচ্ছেন না ডক্টর?"
(ইন্সপায়ার্ড ফ্রম আ রাশান জোক)
২| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ৮:২১
ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল।
৩| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৪
জেনারেল আলাদিন বলেছেন: হা হা হা
৪| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৮
জেনারেল আলাদিন বলেছেন: হা হা হা
৫| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৬
চটপট ক বলেছেন: খিকজ
৬| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:২৫
স্পেলবাইন্ডার বলেছেন:
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২০
অরিন্দম বোস বলেছেন:
৮| ২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:০৮
বলেছেন:
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৩
শান্তির দেবদূত বলেছেন: সেরাম হইছে
হা হা প গে।