নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাল পাতার কাব্য!

ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো

বাঙ্গাল

আমি একজন গবেষক..চিন্তা করাই আমার কাজ...চিন্তিত ভাই ব্রাদারদের আমার পেজে স্বাগতম। [email protected] https://www.facebook.com/bangal.miya

বাঙ্গাল › বিস্তারিত পোস্টঃ

সোনা মিয়ার মগজ 'ব্যবহার'

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

একদা উ' সেন ও সোনা মিয়া একখানি ট্রাক লইয়া পুলিশের নজর এড়াইয়া পাহাড়ি পথ ধরিয়া ইয়ার দোস্তদের নিকট মাল খালাসি করিতে দূর দেশ হইতে আসিতেছিল। উভয়েই ক্লান্ত। কিন্তু বিপত্তি ঘটিল যখন ঢাল বাহিয়া পাহাড়ে উঠিতে উঠিতে এক সময় আর ট্রাকখানা সামনে না আগাইয়া ক্রমে পিছাইতে লাগিলো। চালকের আসন হইতে উ সেন হাক দিয়া ঘুমন্ত সোনা মিয়ারে ডাকিয়া তড়িত ব্যবস্থা নিতে কহিল। সোনা মিয়া ট্রাকের পিছনে গিয়া সমস্ত শক্তি দিয়া ইহার পশ্চাদগমন রুখিয়া দিবার কোশেশ করিলো। কিন্তু বিধিবাম। চালকের আসনে বসিয়া উ সেন ঘামিতে লাগিল। কিছুতেই ট্রাকের গতিরোধ হইতেছে না। হাত নাড়াইয়া পিছনে সোনা মিয়াকে মস্তক দেখাইয়া বুঝাইলো যে, 'মগজ খাটাও'। পাথর, গাছ কিছু একটা চাকার তলায় গুজিয়া দিতে হইবে। সোনা মিয়া বুঝিল যে মাথা খাটাইতে কহিতেছে। কাল বিলম্ব না করিয়া সোনা মিয়া তাহার মাথা খানি ট্রাকের পিছনের চাকার নিচে স্থাপন করিল। মড়াত শব্দ করিয়া ট্রাক থামিয়া গেল। উ সেন ব্যাপারখানা কি হইলো বুঝিতে নামিয়া আসিয়া দেখিলো সোনা মিয়া ধরাধাম ত্যাগ করিয়াছে। তখনি ফোন আসিলো। অপর প্রান্তে কর্তা বিলম্ব দেখিয়া ফোন করিয়া শুধাইলেন "কিরে কদ্দুর? মাল সব ঠিকাছে"

উলফা সেন ফোপাইতে ফোপাইতে বলিল "মাল ঠিকই আছে, শুধু সোনা লাল হইয়া গিয়াছে "





সংবাদঃ কাদের মোল্লার ফাঁসীর রায়ের পর বাঁশেরকেল্লা পেইজ হইতে মগজ 'ব্যবহার' করিতে বলা হইয়াছে। অব্যবহৃত মগজ ব্যবহারে সাবধানতা আবশ্যক



(ইন্সপায়ার্ড ফ্রম আ নাইজেরিয়ান জোক)

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০২

মুহামমদ মিনহাজ বলেছেন: জামায়েতের বলদগুলার আবার 'মগজ' ও আছে নাকি......! :D

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৩

আমি ব্লগার হইছি! বলেছেন: হেব্বি , হেব্বি। কোন কথা হবে না!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

বাঙ্গাল বলেছেন: কথা না বললে আপনার যে বাকস্বাধীনতা আছে বুঝবে কেমন?

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৩

অরিন্দম বোস বলেছেন:

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

বাঙ্গাল বলেছেন: অখে

৪| ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৬

বাঙ্গাল বলেছেন: আজকে কোন জোক হবে না।

৫| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩০

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: জোক্স ভালো হলেও প্রাসঙ্গিক মনে হলো না, বোধ হয় আমার মগজের জোর কম।

বাংলাদেশ আর্জেন্টিনার সাথে একটা ফুটবল ম্যাচের আয়োজন করল। বাংলাদেশ আর্জেন্টিনার সাথে ফুটবল খেলছে, অনেক কষ্টে ৮৫ মি. পর্যন্ত ঠ্যাকাইয়া রাখছে। এমন সময় মেসি ডি বক্সের বাঁ দিক থেকে ডান পায়ের শটে একটা গোল দিয়া দিল। গোলের পর দর্শকরা প্রচন্ড চেচাইতে লাগিল মানিনা মানবো না বাংলাদেশের হার মানি না বাতিল করো। আয়োজক কমিটি সিদ্ধান্ত নিলো ডি বক্সের যে দিকে খেলোয়াড় থাকবে সে পায়েই শট নিতে হবে, অন্যথায় গোল হবে না কাজেই বাঁ দিক থেকে ডান পায়ে নেয়া শটের গোল বাতিল।

তাতে কি আর্জেন্টিনা জিতলো না কি বাংলাদেশ ????

বিচারের রায় যেভাবে খোলা বাজারে পাওয়া যাচ্ছে তাতে বোঝাই যাই সব পুর্ব নির্ধারিত। তো নির্ধারন যখন করলিই কাদের মোল্লার জন্য ফাঁসি বরাদ্দ রাখলি না কেন? আর যাবজ্জীবনই বা কম কি ছিল? বিচারটাকে প্রহসন না বানালেই কি হতো না।

০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১১

বাঙ্গাল বলেছেন: রায় ও রায়ের খসড়ার পার্থক্য বুঝতে মগজের জোর কিছুটা বাড়াইতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.