নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাল পাতার কাব্য!

ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো

বাঙ্গাল

আমি একজন গবেষক..চিন্তা করাই আমার কাজ...চিন্তিত ভাই ব্রাদারদের আমার পেজে স্বাগতম। [email protected] https://www.facebook.com/bangal.miya

বাঙ্গাল › বিস্তারিত পোস্টঃ

জনাবা শেখ হাসিনা কোথায় কোথায় আছেন, আর কোথায় নেই

১৪ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৯

গণজাগরণ মঞ্চকে মাইনাস, সাথে সাথেই শফি হুজুরকে প্লাস। মাইরি সেক্যুলার রাজনীতির মদিনা সনদ। জনাবা শেখ হাসিনার ফ্যান হয়ে গেলাম। রাজনীতির সকল অলিগলিতে তার অবাধ যাতায়াত আর মুন্সিয়ানা। ইসলামি রাজনীতিতে আছেন, বামেও আছেন। আস্তিকের বন্ধু, নাস্তিকের ভরসা। তিনি পান্তায় আছেন, ইলিশে আছেন, মাজার পূজারিদের সাথে আছেন, আশেকে রাসূলের সাথেও আছেন। তিনি জলে আছেন চীনের কাছে কেনা সাবমেরিনে, ডাঙ্গায় আছেন ভারতের জন্য দেয়া উদাম করিডরে, আকাশে আছেন ফ্লাইয়িং ড্রোনে-- তিনি রাশিয়াতে আছে পুতিনের সাথে, আমেরিকাতে আছেন লবিং ফার্মের ইস্তেহারে, ব্রিটেনের টিউলিপে আছেন, কুচকাওয়াজ বাহিনীর সাথে আছে ঠিকাদারি ব্যবসায় হাতিরঝিলে, ব্যবসায়ীর সাথে লক্ষ্মী হয়ে আছেন, কৃষকের মাঠে আছেন সস্তায় আলু পেয়াজের বস্তায়, পত্রিকাওয়ালার সাথে আছেন দুর্গা হয়ে, টিভির টকশোতে আছেন, ক্রিকেটের চারছক্কা হৈ হৈ তে আছেন। আপনি পছন্দ না করলেও তার পক্ষেই গাইছেন।



কথা ছিল প্রশাসন তার কথা শুনবে না ৫ জানুয়ারির আগে পরে- শুনছে এখনো



কথা ছিল আর্মি বসে থাকবে না- বসেই আছে, হয়তো শুয়েও আছে শান্তি মিশনে



কথা ছিল তাসের ঘর ভেঙে পড়বে দুর্নীতির অভিযোগে- পড়ে নি



কথা ছিল দেশপ্রেমিক আবুল ধরা পড়বে কানাডার আদালতে- পড়ে নি



কথা ছিল তারেক আসবে বখতিয়ার খিলজি হয়ে- আসেনি সে বিলেত থেকে



কথা ছিল শফি হুজুরের ভয়ে সরকার পালানোর পথ পাবে না- পালিয়েছেন উনিই



কথা ছিল মাহমুদুরকে মুক্ত করে আনবেন মাত্র ৩০ দিনে- পেরিয়ে গেছে তিন মাস



কথা ছিল মূসা লিখে যাবেন তুই চোর তুই চোর- ওপারে যাবার আগে দেখে গেলেন মদিনা সনদ



কথা ছিল দূর্বার গনআন্দোলন- হয়েছে লন্ডনের সমাবেশ



কথা ছিল মাছে ভাতে বাঙালি- হয়েছে ম্যাজম্যাজে পূর্ববাংলা

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০২

কুকরা বলেছেন: +++

২| ১৪ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

প্রথম বাংলা বলেছেন: পলিমরফিজমে ওনার চাইতে আগাইয়া আর কেও নাই। সঠিক চরিত্র ধরেছেন । তবে ভাাই, বেঠিক রানিতির পেচে আবার যেন না পড়েন-- সেই কামনা করি।

১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৭

বাঙ্গাল বলেছেন: থ্যাঙ্কস

৩| ১৪ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

ঢাকাবাসী বলেছেন: আপনার লেখার সাথে ১০০% সহমত। আরিব্বাপ এমন দুরদৃস্টিসম্পন্ন বুদ্ধিমতি ভাগ্যবতী মহিলা রাজনীতিবিদ সমকালীন বিশ্বে নেই মনে হয়!

১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৭

বাঙ্গাল বলেছেন: শুকরিয়া। ক্ষমতায় থাকলে সবাই চালাক।

৪| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৯

বোধহীন স্বপ্ন বলেছেন: রাইজ অভ দ্য আইরন লেডি.....

৫| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪২

হারানো পথ বলেছেন: অসাধারন সত্যকথন।

২১ শে জুন, ২০১৪ রাত ৯:০৮

বাঙ্গাল বলেছেন: ধন্যবাদ

৬| ২১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

উম্মু আবদুল্লাহ বলেছেন: উনি মাশাল্লাহ আজীবন ক্ষমতায় থাকবেন। আওয়ামী নেতারা জেনেশুনেই এসব বলছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.