নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যপ্রীতি

এনলাভ৩৬৫

এনলাভ৩৬৫ › বিস্তারিত পোস্টঃ

আসুন নিজেকে পরিবর্তন করি

০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৫৭

ছোটকাল থেকে পারিবারিক/সামাজিক ভাবে একটা জিনিস শেখানো হতো...আর সেটা হলো শ্রদ্ধা...বর্তমানের ছেলে-মেয়েদের দেখলে মনে হয় পরিবার/সমাজ থেকে শ্রদ্ধা শেখানো একেবারে বন্ধ করে দিয়েছে...অশ্রদ্ধা করা, গালি দেওয়া একটা ফ্যাশন ট্র্যাডিশন হয়ে গেছে...কে কাকে কতবড় গালি দিতে পারে যেন তার প্রতিযোগীতা চলছে..আগে ব্যক্তি পর্যায়ে এর ব্যবহার থাকলেও বর্তমানে এটা রাষ্ট্রীয় ভাবে ব্যপক হারে ব্যবহার পরিলক্ষিত হচ্ছে...যে শিশুটি এমন পরিবেশে বেড়ে উঠছে...তার মনমানসিকতা যে বড় হলে কি হবে তা বড় অনুমেয়...আর তাই সমাজ বিজ্ঞানীরা সামাজিক স্থিতিশীলতার আশংকা করছেন...যার ব্যবহার রাষ্ট্রের রাজনৈতিক নেতাদের থেকে শুরু হয়ে এখন কর্মীদের মধ্যে অধিকহারে র্চচা শুরু হয়ে গেছে...প্রায় সব ধর্মেই অশ্রদ্ধা করা,গালাগালি দেওয়া নিষিদ্ধ করা হয়েছে..আর ধর্মের অনুশীলন থেকে মানুষ সরে আসার কারনে এ সমস্যা দিনে দিনে আরও প্রকট হচ্ছে...ছোট ছোট নৈতিক অধ:পতন থেকে সামাজিক অবক্ষয়ের সৃষ্টি...যার ফলে পারস্পারিক শ্রদ্ধাবোধ, অনাস্থা এবং কাউকে না মানার যে সংস্কৃতি চালু হবে তাতে দেশের কৃষ্টির কষ্টিত্ব নষ্ট হয়ে যাবে... তাই দেশের আগত আগামীর সোনামনিদের জন্য একটি সুন্দর পৃথিবী দেবার অঙ্গিকার করে...নিজেকে সংশোধন করি, অন্যকে শ্রদ্ধা করি এবং পুণ্য অর্জন করি............

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.