নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যপ্রীতি

এনলাভ৩৬৫

এনলাভ৩৬৫ › বিস্তারিত পোস্টঃ

দেশ কি বাড়বে না সম্মুখপানে ?

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:২৪

সামনে নির্বাচন...এই সময় আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য দলগুলো নির্বাচনের প্রস্তুতিতে আত্মনিয়োগ করার কথা...বাংলাদেশের সকল মিডিয়া সরকারের কিংবা বিরোধীদলের সাফল্য-ব্যর্থতা তুলে ধরার কথা ছিল...জনগনও কাকে পরবর্তী ক্ষমতায় দেখা যাবে সে নিয়ে গবেষনা করার কথা ছিল...কিন্তু একি কান্ড...সবাই নির্বাচন ফেলে রেখে মৃত্যুর এক মহ উতসবে যোগ দিল...সরকার তার দেশ চালানো বাদ দিয়ে বিরোধীদের দমনে উঠে পড়ে লেগেছে...বিরোধীদল নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে ব্যস্ত হয়ে পড়েছে...মিডিয়াগুলো সরকারের/বিরোধীদলের পোস্টমর্টেম না করে একপেশে সংবাদ পরিবেশন শুরু করেছে...জনগন ভয়ে আতংকে দিন যাপন করছে...যদি রাজনীতি করতাম-লজ্জায় রাজনীতি ছেড়ে দিতাম জনগনের কাছে ভোট চাওয়ার আগে...যে দেশের মানুষের জন্য,দেশের জন্য কিছু না করে শুধু শোষন করার উদ্দ্যেশে জনগনের দোরগরায় ভোটের ভিক্ষার ঝুলি নিয়ে দাড়ায়....তাকে আর যাই হোক আমি রাজনীতিবিদ না বলে আমি রাজনীতি ব্যবসায়ীই বলব...এখন আর টিভি-পত্রিকা খুলতে ইচ্ছে হয় না...টিভি-পত্রিকা খুললেই জামাত-শিবিরের তান্ডব,পুলিশের হত্যা,শাহবাগের আন্দোলন এছাড়া দেশে যেন আর কিছু নেই...সবাই একটা চাকুরী পেয়েছে...এই চাকুরী ছাড়া যেন দেশে আর কিছু নেই...প্রগতিশীল বুদ্ধিজীবিরাও এতে আক্রান্ত...জনগন এদের কাছে জিম্মি হয়ে গেছে...কোনঠাঁসা হয়ে গেছে...দেশ কি তবে এখানে শেষ হয়ে যাচ্ছে ??? আর কি বাড়বে না সম্মুখপানে দেশ-হৃদয়ের অন্তীতে জাগে প্রশ্নমালা.....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.