নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যপ্রীতি

এনলাভ৩৬৫

এনলাভ৩৬৫ › বিস্তারিত পোস্টঃ

শাহবাগের আন্দোলনের যৌক্তিকতা কোথায় ?

০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৩১

একটা দেশ কিভাবে চলবে তা সরকার দেখে । আর সে সরকার গনতান্ত্রিক প্রক্রিয়ায় অথবা অগনতান্ত্রিক প্রক্রিয়ায় ( সামরিক শাসক ) তার শাসন ভার চালানোর জন্য একটা কর্ম পরিষদ ( মন্ত্রী পরিষদ ) গঠন করে । দাপ্তরিক কাজ কর্ম মূলত: এই মন্ত্রী পরিষদই দেখা শুনা করে এবং প্রধানমন্ত্রীর কাছে তাদের কাজের জবাব দেন । এবং প্রধানমন্ত্রী সংসদের কাছে তার পরিষদের কাজের হিসাব দেন । কিন্তু বর্তমানে শাহবাগে চলমান আন্দোলন যে কাজ বা দাবী নিয়ে আন্দোলন করছে তার জবাব তারা কার কাছে দেয় ? যেভাবে তারা নিজেদের সরকারের চেয়ে ক্ষমতাবান মনে করে তাতে কি দেশদ্রোহীতার পরিচয় পাওয়া যায় না ? কোথায় মসজিদ, মন্দির -গীর্জা পাহারা দিবে তা তারা ঠিক করে দিবে । কোথায় কোন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করবে, জাতীয় সংগীত গাইবে তা তারা ঠিক করে দিবে । কাকে বাজেয়াপ্ত করতে হবে তা তারা ঠিক করে দিবে । এই যে সরকারের না হয়েও যে তারা এত কিছু করছে তাতে কি মনে হয় ? মনে হয় না তারা একটা পৃথক সরকার পরিচালনা করছে । আর তারা যদি সঠিক হয় তবে বাংলাদেশে আপাত দৃষ্টিতে সরকার অকার্যকর হয়ে পড়েছে কিংবা সরকারের আদৌ কোন প্রয়োজন নেই । এতদিন ধরে তারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তা কার সমর্থনে তা কিন্তু দেখার সময় এসেছে । ঢাকা শহরের এমনিতেই রাস্তা-ঘাটের অপ্রতুলতা রয়েছে । সেখানে দিনের পর দিন এভাবে রাস্তা-ঘাট বন্ধ করে আন্দোলন চালিয়ে যাওয়ার যৌক্তিকতা কোথায় ? মহানগরের পুলিশি আইনেও একে অর্থাত বিনানুমতিতে সভা - সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । শাহবাগ একটা গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত ।যার চারপাশে হাসপাতাল,যাদুঘর,বিশ্ববিদ্যালয় শিশু পার্ক রয়েছে । জনবিঘ্নতা সৃষ্টিকারী এই সমাবেশতো নাগরিক অধিকারও হরণ করছে । আজ শুনলাম সুপ্রীম কোর্টের একজন আইনজীবি সরকার,পুলিশ ও সংশ্লিষ্টদের উকিল নোটিশ দিয়েছেন । দেখা যাক সরকার বা সংশ্লিষ্টরা এ ব্যপারে কি একশন নেন । এটা গেলো একটা দিক- আরেকটা দিক হলো এখান থেকে উচ্চারিত বক্তব্য সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে যেভাবে হামলার শিকার হলো । হুকুমদাতা হিসাবেও কি তারা ফৌজদারী অপরাধ করেননি ? যেই আন্দোলনে বিশেষ রাজনৈতিক দলের নেতারা নেতৃত্ব দিচ্ছেন তাতে আর যাই হোক একে গনমানুষের আন্দোলন বলে না । অরাজকতা ছাড়া আর কি বলারই আছে - শাহবাগের আন্দোলনকে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.