নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যপ্রীতি

এনলাভ৩৬৫

এনলাভ৩৬৫ › বিস্তারিত পোস্টঃ

হরতালের বিকল্প কি - অসহযোগ আন্দোলন হতে পারে না ???

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১:১৯

দেশের ক্রমবর্ধমান জনগনের স্বার্থের নামে হোক অথবা নিজের স্বার্থের জন্য হোক অথবা দলীয় স্বার্থের জন্য হোক...হরতাল হাল আমলের এক ফ্যাশনে পরিণত হয়েছে...দাবী আদায়ের এই কৌশল বর্তমানে কেই আর পছন্দ করছে না...বারবার বিভিন্ন আঙ্গিকে এর বন্ধের কথা বলা হলেও সরকার বা বিরোধী দল কেউই বন্ধের পক্ষপাতি নয়...



একদিন হরতাল হলে দেশে প্রায় হাজার কোটি টাকার উপরে ক্ষতি হয়..সেই সাথে জানের ক্ষতি তো আছে...আছে পঙ্গুত্ব বরণের অনেক নজির এবং জেল জরিমানা...বর্তমানে হরতাল আমাদের দেশের উন্নতির প্রধান অন্তরায়...



আওয়ামী লীগ প্রায় এক তৃতীয়াংশেরও বেশী ম্যান্ডেট নিয়ে ক্ষমতায়...তারা ইচ্ছা করলে চলতি অধিবেশনে আইন করে একে বন্ধ করতে পারে...কিন্তু তারা তা করবে না কারণ ক্ষমতার পালা বদলে তাদের হরতাল হাতিয়ার হাত ছাড়া হয়ে যাবে...বিরোধী জোটের তো প্রশ্নই আসে না তারা তত্তাবধায়ক ইস্যুতে এই হরতাল দিয়ে দাবী আদায় করার চেষ্টা করবে...



তাহলে আমাদের মত আমজনতার কি হবে ? এই অভিশাপ নিয়েই কি আমাদের চলতে হবে নিয়ত ?



স্বাধীনতার পূর্বকালেও হরতাল হয়েছে কিন্তু আজকের মত এত হয়নি...তখন “অসহযোগ আন্দোলন“ নামে একটা যুগপত আন্দোলন হয়েছে...আমি হরতালের বিকল্প হিসাবে সেই আন্দোলনের প্রস্তাব করছি ...দেশ অন্তত অনেক ক্ষতির থেকে বেঁচে যাবে...আমরাও বেঁচে যাব অনেক অনেক ক্ষতির থেকে...আমাদের এই প্রিয় দেশ এগিয়ে যাবে উন্নতির দিকে...।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.