![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েক মুহূর্তের জন্য
মনে কর তুমি হারিয়েগিয়েছ,
অমাবস্যার গভীর অন্ধকার, আর
তোমার তিন ব্যাটারির টর্চটা
ফেলে এসেছ বাড়ীতে,
একটা জোনাকি-
একটা জোনাকি তোমাকে
পথ দেখাচ্ছে । অন্ধকারের কালো
চাদর ছিঁড়ে একটা আলোর বিন্দু ।
নিস্তব্ধ রাত, জমাট আন্ধকার আর
তোমার কালো চোখ । আমি জোনাকি-
অন্ধকারের কলঙ্ক মেখে দুজনে
একে অপরকে জিভ দিয়ে চেটে নেওয়া
ঘর্মাক্ত নোনতা স্বাদ । সমুদ্রের নোনা জল-
বাক স্বাধীনতা । হারিয়ে যাওয়া শব্দের
সমুদ্রে । একে অপরের ঘাড়ে নিঃশ্বাস –
মাঝ রাতের নিস্তব্ধতা ভেঙে কাল
পেঁচাটার করুন আর্তনাদ
খালি পেট । শরীর জুড়ে শুধুই রক্ত শূন্যতা
ভাঙা পাঁজর নিয়ে আবার উঠে দাঁড়ান –
প্রতিবাদ । গাল ভরা কথা । তবু
আমি তোমার বুকেই সুপ্ত । মোমবাতি ।
আজ মেকী মোমবাতি জ্বেলো না । আজ
একটা জোনাকিই হোক –
বাক স্বাধীনতা । হোক প্রতিবাদ । ।
©somewhere in net ltd.