![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ ক্রিকের উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান তাতে কোন সন্দেহ নেই। সে ছাড়া বাংলা ক্রিকেট একেবারে অচল তা নয়, কিন্তু তার শাস্তিটা একটু বেশী হয়ে গেলো না?
আমাদের বিসিবি'তে কি শুধু এই সাকিবই এমন করছে, আসলে সে কি প্রকৃতপক্ষেই দোষী? কিন্তু কতটুকু আর তার জন্য দায়ী কে????????? আমাদের বিসিবি'ই কি নয়?
আসলে আমাদের বিসিবি'তে নোংরা রাজনৈতি'র উপস্থিতি বোঝা যাছে, নয়লে অনেক ভালো খেলার পরও দলে জায়গা হয় না আর কেই ডাবল ডাবল ডাব্বা মারার পরও অবলিলায় খেলে চলে যাচ্ছে-------------ও মা, এটা কেমন অদৃশ্য শক্তি।
এ সব লিখে কোন লাভ নেই কারন বিসিবি এবং আমাদের প্লেয়ারদের ভেতরের কোন খবর আমরা জানিনা, আমাদের দেশের পত্রিকাগুলো'র সততা নিয়ে অনন্ত আমি সন্দেহ হয়।
মা, চাচা, খালু থেকে ক্রিকেটকে রক্ষা করুন।
২| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪০
নিজাম বলেছেন: শাকিবের আচরণ পরিবর্তন করতে হবে।
৩| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫৫
স্বজনহারা পাখি বলেছেন: দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল অনেক ভাল
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: সাকিবের শাস্তি যথার্থ?
সাকিব আল হাসানকে ছয় মাস ক্রিকেটে নিষিদ্ধ করে এর পক্ষে যুক্তি দেখিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, ক্রিকেটাররা শৃঙ্খলা ভঙ্গ করতে করতে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল বলে এই শাস্তি দিতে হয়েছে। তার সঙ্গে আপনি কি একমত?
হ্যাঁ - 73%
না - 27%
মোট ভোট সংখ্যাঃ 1809
Click This Link