![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিএসসি প্রকৌশলী ও একসময়ের তুখড় টিভি সাংবাদিক
ধুমপায়ীদের কাছে, এই ধুম টানার চেয়ে প্রিয় আর কিছু নাই।
তারা যে কি পরিমান ক্ষতি করছেন, ধুমপান করার সময় তা অনুধাবনও করতে পারছেন না !
তাদের বুঝানো সাধ্য কাআর আছে ?
ধূমপানের ক্ষতিকর প্রভাবঃ
• তামাকের ধোয়া থেকে ক্যান্সার সৃষ্টি হয়।
• আপনার হার্ট বিট ও রক্তচাপ বৃদ্ধি পায়।
• ধুম্পানে হার্ট এটাক ও স্ট্রোক হতে পারে।
• ধূমপান থেকে ফুসফুসের ক্যান্সার হয়।
• ধূমপায়ী পুরুষদের অ-ধূমপায়ীদের চেয়ে দশ গুণ ফুসফুসের ক্যান্সার হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে।
• হৃদরোগ এবং স্ট্রোক অধূমপায়ীদের চেয়ে ধূমপায়ীদের মধ্যে আরো বেশি দেখা যায়।
• ধূমপান হার্ট অ্যাটাক ঘটায়, রক্তপ্রবাহ সংকীর্ণ করে এবং হার্ট ব্লকে সহায়তা করে।
• ধূমপানের ফলে প্রতি পাঁচজনের মধ্যে একজন লোক হৃদরোগ হয়ে মারা যায়।
• মৃত শিশুদের চারজনের মাঝে তিন জনই ধূমপানের জনিত কারনে মৃত্যু বরন করে ......
১১ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৩
তাওহীদ হাসান বলেছেন: ধন্যবাদঃ
ডর না ভাই, সচেতন করছি।
আপনিও ধুম-পায়ী হলে, অভ্যাসটা ছেড়ে দিবেন আশা করি।
২| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৪
দি সুফি বলেছেন: সবাই জানে ধুমপান ক্ষতিকর। কিন্তু জেনেও ধুমপান ত্যাগ করে না
সচেতনতামূলক পোষ্টের জন্য ধন্যবাদ।
১১ ই মে, ২০১৩ দুপুর ১:০০
তাওহীদ হাসান বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
সবাই বোঝে তা ঠিক। কিন্তু ক্ষতিকর দিকের কথা হয়তো তাদের মাথাতেই ঢোকে না।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৮
ফাহিম আহমদ বলেছেন: সচেতন মুলক পোস্ট....
কিন্তু আন্নে মানুষ ভালা না ডর দেহান কিল্লাই