নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাওহীদ হাসানের ব্লগ

বিএসসি প্রকৌশলী ও এক সময়ের তুখড় টিভি সাংবাদিক

তাওহীদ হাসান

বিএসসি প্রকৌশলী ও একসময়ের তুখড় টিভি সাংবাদিক

তাওহীদ হাসান › বিস্তারিত পোস্টঃ

কে এই দুই জন ?

১১ ই মে, ২০১৩ দুপুর ১২:৩৮

ফেস বুকে নিজের ছবি দেখলেও বিশ্বাস করতে ইতঃস্বত লাগে, ছবিটা ফেক কিনা !!!



তবে এই ছবটি ফেস বুকে দেখে আর মনকে মানাতে পারলাম না। সামুতে আপনাদের সাথে শেয়ার করলাম।



অর্থনীতি আমি কখনই বুঝি না। তবে এ ধরনের পথ শিশুদের জন্য কি কিছুই করা সম্ভব নয় ??

কিছু এনজিও কাজ করে এদের জন্য।

সরকারের পক্ষ থেকে এদের জন্য কি আরো কার্যকর কোন স্কীম নেয়া সম্ভব ??



বিত্তশালীদের কি এদিকে সামান্য খেয়াল করার সময় হবে ?



আর উদ্যোক্তারা কি একবার চিন্তা করবেন ?

সমাজ কর্মীদের, সমাজকে সেবা করার মত আরেকটি অপশন বাড়িয়ে দিলাম।



আর এমন অনেক দেশি-বিদেশি-বহুজাতিক কম্পামী আমি চিনি যাদের টাকা খরচ করার মত যথযথ জায়গাও কম।



দেশে এতো শিক্ষিত বেকার।



মনে হচ্ছে শুধু একটু সম্বনয়ের অভাব, বকি সব ঠিকই আছে।



ছবিটি সুত্রঃ মোঃ আদনান সিকদার

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৩ দুপুর ১২:৫০

তাওহীদ হাসান বলেছেন: অবাক পৃথিবী তাকিয়ে রয় ..

২| ১১ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৮

দায়িত্ববান নাগরিক বলেছেন: খুব খারাপ লাগলো দেখে। কিছু মানুষ এমন কষ্টে আছ !

১১ ই মে, ২০১৩ দুপুর ২:২৪

তাওহীদ হাসান বলেছেন: এই কষ্টের মাত্রা মনে হয় কিছুই না।

৩| ১১ ই মে, ২০১৩ দুপুর ২:০৩

বিপদেআছি বলেছেন: এত কষ্ট এই দেশে

১১ ই মে, ২০১৩ দুপুর ২:০৬

তাওহীদ হাসান বলেছেন: বলেছেন: সম্ভবনাও কিন্তু কম না।
ভালো কিছু করার সুযোগ আছে মন্দ কি,
আসুন এগিয়ে যাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.