নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাওহীদ হাসানের ব্লগ

বিএসসি প্রকৌশলী ও এক সময়ের তুখড় টিভি সাংবাদিক

তাওহীদ হাসান

বিএসসি প্রকৌশলী ও একসময়ের তুখড় টিভি সাংবাদিক

তাওহীদ হাসান › বিস্তারিত পোস্টঃ

লাইভ শো নিয়ে, আলোড়ন

১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

লাইভ শো, মিডিয়া পাড়ায় আলোড়ন সৃষ্টি করেছে।

গেল 'ক দিনের লাইভ শো নিয়ে টিভি পল্লীতে হৈচৈ পড়ে গেছে।



'ক দিন আগে একটি বেসরকারি টিভি চ্যানেল থেকে, একজন মেয়র প্রার্থী ওয়াকআউট করে বেড়িয়ে যান। শোনা গেছে সময় নিয়ে পক্ষপাত করার অভিযোগে তার এই ওয়াকআউট। হেফাজত ইসলাম ইস্যুতে ওই একই টিভি চ্যানেলের অন্য লাইভ অনুষ্ঠান থেকে আরেক সিটি কর্পোরেশনের একজন মেয়র প্রার্থী ওয়াকআউট করেন। উদ্ভুত যেকোন পরিস্থিতিতে প্রার্থীদের ধরে না রাখতে পারাটকে অনেকেই উপস্থাপকদের ব্যর্থতা মনে করছে।



গতকাল রাতেও অন্য একটি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে একজন মেয়র প্রার্থী যোগই দেননি। পরে উপস্থাপক জানান, ওই প্রার্থী, অসিস্থতার জন্য আসেননি। অপর প্যানেলের মেয়র প্রার্থীও পুরো অনুষ্ঠান জুড়ে বলেছেন, ৩ জন প্রার্থীর একজন না আশায়, অনুষ্ঠানটি প্রাণহীন হয়েছে।



তাই মিডিয়া পাড়া সহ সাধারন মানুষের চোখ আজ (১১-০৫-২০১৩) রাত ১০:৪৫ মিনিটের এটিএন বাংলার লাইভ শো'তে। সাধারন মানুষও এই সময়ে টিভির পর্দা থেকে চোখ ফেরাতে নারাজ। টিভির প্রতিযোগিতার এই দিনে, যেখানে টিভির অস্থিত্ব টিকিয়ে রাখাই হিমশিম খাবার যোগার সেখানে, মিডিয়া ব্যক্তিরাই আজকের অনুষ্ঠান নিয়ে বেশ উদ্বিগ্ন।



তারপরও আজকের এটিএন বাংলার লাইভ শো টি উপস্থাপনা করবেন, জনপ্রিয় টিভি সাংবাদিক, কেরমত উল্লাহ বিল্পব। এরমাঝেই কেরামত উল্লাহ বিপ্লব তার কর্মনিষ্ঠা ও আকর্ষনীয় কন্ঠ দিয়ে জনপ্রিয়তা শীর্ষে অবস্থানরত টিভি সাংবাদিকের মাঝে একজন, হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাই সবার নজর আজ টিভির দিকে থাকেছে বলে ধারনা করা যায়।



গতকাল রাতে, এটিএন এর প্রধান প্রতিবেদক মানশ ঘোষের উপস্থানায় লাইভ শো'তে একজন প্রার্থী অনুপস্থিত না থাকায়, অনুষ্ঠানটি কিছুটা প্রাণবন্ততা হাড়িয়েছে। তবে, উপস্থাপক, যথেষ্ট চেষ্টা করেছেন।



আগামিকাল একই টিভি চ্যানেলের হেড অব নিউজ জ ই মামুনের লাইভ শো, খুলনা নির্বাচন নিয়ে। আকাশ ছোঁয়া জনপ্রিয় এই সাংবাদিকের অনুষ্ঠান নিয়ে তার ভক্তরা এক মাঝেই সরব হয়ে উঠেছেন। তারা আছেন আগামীকালের অপেক্ষায়।



তবে টিভি ব্যক্তিরা আজকেও লাইভ শো নিয়েই বেশ মাথা ঘামাচ্ছেন। সিলেটের নির্বাচন সব সময়ে গুরুত্ব বহন করে। তারপর জনপ্রিয় এক সাংবাদিকের উপস্থাপনা।



এই অনুষ্টানে সিলেটবাসী তাদের কথা তুলে ধরবেন। জনপ্রতিনিধিরা তাদের কথা সবার সামনে তুলে ধরবেন। আলোচনা হবে তাদের উৎকর্ষ আর উন্নতি নিয়ে। প্রার্থীগণ তাদের কথা জানাবেন। জাতি তা অবলোকন করবে।



অনেকেই আশা কেরামত উল্লাহ বিপ্লব, আজ তাঁর অনুষ্ঠানের মাঝে তার বাচন ভঙ্গি দিয়ে দর্শক আটকে রাখবেন। যারা টিভি মিডিয়াতে নতুন তাদের জন্যও থাকবে জ্ঞানের ভান্ডার। মিডিয়া পারসন গণ প্রতিযোগিতার এই সময়ে অনুষ্ঠানটিকে দেখার জন্য আছেন অধিক আগ্রহে।



এর মাঝে সিলেট নির্ভানা ইন হোটেলে সেটের সকল কাজ সম্পন্ন হয়েছে। টানটান উত্তেজনার এই অনুষ্ঠান নিয়ে তাই সব মহলেই আছে, আগ্রহ।



আপনিও চোখ রাখুনঃ



এটিএন বাংলায়ঃ

আজ (১১-০৬-২০১৩), রাত ১০:৪০ মিনিটে


----

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

তাওহীদ হাসান বলেছেন: উপস্থাপনা মানুষকে কিভাবে ধরে রাখে, তা দেখার অপেক্ষায় আছি। দেখবো আশা রাখি।

২| ১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

হেডস্যার বলেছেন:
তাওহীদ হাসান
বিএসসি প্রকৌশলী ও একসময়ের তুখোড় টিভি সাংবাদিক



কস্কি মমিন :-B

১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

তাওহীদ হাসান বলেছেন: হেডস্যার: মন্তব্যের জন্য ধন্যবাদ।
সাথে থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.