| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিজানুর রহমান তুহিন
তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ,রংপুর জেলা শাখা। এছাড়াও রংপুর জেলায় স্থানীয় সুপরিচিতি রয়েছে। লেখক ও ছড়াকার হিসেবে স্থানীয় পরিচিতি আছে।
.
কৃষি ডিপ্লোমা কোর্সের সাথে কৃষি মন্ত্রণালয়ের অনৈতিক শিক্ষা নিতি পরিবর্তন আবশ্যক ।
সরকারি কৃষি ইন্সটিটিউটে নেই বিষয় ভিত্তক অভিজ্ঞ শিক্ষক, সমস্ত শিক্ষক উপজেলা কৃষি অফিসার তথা কৃষি সম্প্রসারনের বৃদ্ধ কর্মকর্তা বৃন্দ চাকরির শেষ বয়সে আরাম আয়েশ করতে আসেন এই ইন্সটিটিউট গুলিতে ,এবং ৫/৬ মাসের মধ্যে অবসরে/ পদোন্নতি/বদলি হয়ে যায় ।
কৃষি সম্প্রসারণের বক্তব্য:
এই কোর্স আমাদের কৃষি মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কোর্স তাই আমাদের অফিসারগণই থাকবেন।
কারিগরি শিক্ষাবোর্ডের বক্তব্য :
কৃষি ডিপ্লোমা কোর্সের কারিকুলাম কৃষি মন্ত্রণালয়ের নীতিতে চলে ,এই বোর্ডে তাদের ভাড়ায় একটি দপ্তর আছে ,এটি পূর্ণাঙ্গ আমাদের অন্তর্ভুক্ত শিক্ষা কোর্স নয়,আমাদের কোন স্টাফ ইন্সটিটিউট গুলিতে নেই ।
তাহলে কথা হচ্ছে যদি কৃষি মন্ত্রণালয়ধীনই হবে তাহলে বে-সরকরি ভুরি ভুরি কলেজ অনুমোদন দিচ্ছেন কেন ? যেখানে একজনও কৃষি মন্ত্রণালয়ের একজন অফিসার/স্টাফও নাই ।
হাজার হাজার ছাত্র /ছাত্রী পাশ করে বেকার হচ্ছে,কোন উচ্চ শিক্ষার সুযোগ নেই , নেই পর্যাপ্ত সরকারি /বে-সরকারি চাকরি ,নেই এ সার্টিফিকেটের গ্রাজুয়েট সম্মানের মান ।
আগামী প্রজন্ম এই শিক্ষা অর্জন করে শিক্ষিত জাতি হতে পারবে না,সে ক্ষেত্রে এই শিক্ষা কোর্সের নাম কৃষি ডিপ্লোমা না বলে কৃষক প্রশিক্ষণ নাম করুন ,নয়তো আর কোন মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা জীবন নষ্ট না করে নিম্নোক্ত ৫টি দাবী মেনে নিয়ে দেশকে কৃষিতে আরো সম্মৃদ্ধ করুন ।
০১. কৃষি ডিপ্লোমা কে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আলাদা করে শিক্ষা মন্ত্রনালয়ধীন করতে হবে ।
০২. বিষয় ভিত্তিক ক্যাডার শিক্ষক নিয়োগ দিতে হবে।
০৩. কৃষি ডিপ্লোমা সার্টিফিকেট গ্রাজুয়েট (সম্মান) অথবা সতন্ত্র ভাবে কৃষি ডিপ্লোমা পোষ্ট গ্রাজুয়েট কোর্স চালু করতে হবে ।
০৪.প্রয়োজনীয় অবকাঠামো বিহীন এবং অমানসম্পন্ন বে-সরকারি কলেজে কৃষি ডিপ্লোমা কোর্স বন্ধ করতে হবে ।
০৫. সরকারি/বে-সরকারি সকল পর্যায়ের নিয়োগে গ্রাজুয়েট পোষ্টে আবেদনের সুযোগ দিতে হবে ।
অন্যথায় এই কোর্সের সকল কার্যক্রম বন্ধ করুন, অনুরোধ করছি আর নতুন করে একজনও মেধাবী তরুন শিক্ষার্থীর শিক্ষা জীবনের ছন্দ পতন করবেন না ।
(লেখক- মিজানুর রহমান তুহিন)
[email protected] [img|http://s3.amazonaws.com/somewherein/pictures/tuhin7bd/tuhin7bd-1469280670 
কৃষি ডিপ্লোমা কোর্সের সাথে কৃষি মন্ত্রণালয়ের অনৈতিক শিক্ষা নিতি পরিবর্ত।
সরকারি কৃষি ইন্সটিটিউটে নেই বিষয় ভিত্তক অভিজ্ঞ শিক্ষক, সমস্ত শিক্ষক উপজেলা কৃষি অফিসার তথা কৃষি সম্প্রসারনের বৃদ্ধ কর্মকর্তা চাকুরীর শেষ বয়সে আরাম আয়েশ করতে আসেন এই ইন্সটিটিউট গুলিতে ,এবং ৫/৬ মাসের মধ্যে অবসরে/ পদোন্নতি/বদলি হয়ে যায় ।
কৃষি সম্প্রসারণের বক্তব্য:
এই কোর্স আমাদের কৃষি মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কোর্স তাই আমাদের অফিসারগণই থাকবেন।
কারিগরি শিক্ষাবোর্ডের বক্তব্য :
কৃষি ডিপ্লোমা কোর্সের কারিকুলাম কৃষি মন্ত্রণালয়ের নীতিতে চলে ,এই বোর্ডে তাদের ভাড়ায় একটি দপ্তর আছে ,এটি পূর্ণাঙ্গ আমাদের অন্তর্ভুক্ত শিক্ষা কোর্স নয়,আমাদের কোন স্টাফ ইন্সটিটিউট গুলিতে নেই ।
তাহলে কথা হচ্ছে যদি কৃষি মন্ত্রণালয়ধীনই হবে তাহলে বে-সরকরি ভুরি ভুরি কলেজ অনুমোদন দিচ্ছেন কেন ? যেখানে একজনও কৃষি মন্ত্রণালয়ের একজন অফিসার/স্টাফও নাই ।
হাজার হাজার ছাত্র /ছাত্রী পাশ করে বেকার হচ্ছে,কোন উচ্চ শিক্ষার সুযোগ নেই , নেই পর্যাপ্ত সরকারি /বে-সরকারি চাকরি ,নেই এ সার্টিফিকেটের গ্রাজুয়েট সম্মানের মান ।
আগামী প্রজন্ম এই শিক্ষা অর্জন করে শিক্ষিত জাতি হতে পারবে না,সে ক্ষেত্রে এই শিক্ষা কোর্সের নাম কৃষি ডিপ্লোমা না বলে কৃষক প্রশিক্ষণ নাম করুন ,নয়তো আর কোন মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা জীবন নষ্ট না করে নিম্নোক্ত ৫টি দাবী মেনে নিয়ে দেশকে কৃষিতে আরো সম্মৃদ্ধ করুন ।
০১. কৃষি ডিপ্লোমা কে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আলাদা করে শিক্ষা মন্ত্রনালয়ধীন করতে হবে ।
০২. বিষয় ভিত্তিক ক্যাডার শিক্ষক নিয়োগ দিতে হবে।
০৩. কৃষি ডিপ্লোমা সার্টিফিকেট গ্রাজুয়েট (সম্মান) অথবা সতন্ত্র ভাবে কৃষি ডিপ্লোমা পোষ্ট গ্রাজুয়েট কোর্স চালু করতে হবে ।
০৪.প্রয়োজনীয় অবকাঠামো বিহীন এবং অমানসম্পন্ন বে-সরকারি কলেজে কৃষি ডিপ্লোমা কোর্স বন্ধ করতে হবে ।
০৫. সরকারি/বে-সরকারি সকল পর্যায়ের নিয়োগে গ্রাজুয়েট পোষ্টে আবেদনের সুযোগ দিতে হবে ।
অন্যথায় এই কোর্সের সকল কার্যক্রম বন্ধ করুন, অনুরোধ করছি আর নতুন করে একজনও মেধাবী তরুন শিক্ষার্থীর শিক্ষা জীবনের ছন্দ পতন করবেন না ।
(লেখক- মিজানুর রহমান তুহিন)
[email protected] [img|http://s3.amazonaws.com/somewherein/pictures/tuhin7bd/tuhin7bd-1469280670 
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
চাঁদগাজী বলেছেন:
ব্লগার হিসেবে আপনার সব দাবীর সমর্থন জানালাম।
কিন্তু এসব দাবী কোন কাজের কিনা, এগুলো মেনে নিলে কোনভাবে আপনি উপকৃত হবেন?
নাকি বরং আপনি ছাত্র রাজনীতিতে যোগ দিলে ভালো করবেন? যা করেন না কেন, আমার সাপোর্ট আছে।