নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

tuhintuhin98

আমি কিছুই পারিনা, শুধু গেম খেলতে পারি :D

শাহিনুর রশিদ তুহিন

শাহিনুর রশিদ তুহিন › বিস্তারিত পোস্টঃ

Odesk এ ৫০০ ঘণ্টা

১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪

ওডেস্কে প্রথম কাজ পেয়েছিলাম জুনের ২১ তারিখ, ২০১২। তারপর ছোট বড় অনেক কাজ করে ফেলছি। ৭ মাসের মাথায় ৫০০ ওডেস্ক ঘণ্টা কাজও করা হইছে। কাজ কাজ করতে করতে সিজিপিএ মাটির নিচে চলে গেছে :( হারিকেন দিয়া খুইজা পাইতেসিনা :(



যাই হোক, ওডেস্ক এ কাজ যারা করেন তারা একটু আওয়াজ দেন তো! দেখি আপনাদের সিজিপিএ কেমন ? ;) সুখ দুঃখের কথা বলি।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২

মোজাইক বলেছেন: ২.৭ :(

১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২

শাহিনুর রশিদ তুহিন বলেছেন: জোশ :D হাসেন মিয়া, মুখ বাকা কেন! তিন ঘণ্টা তো হয়েই গেছে প্রায় :D

২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫

পথহারা সৈকত বলেছেন: ৩.৭৬

১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২

শাহিনুর রশিদ তুহিন বলেছেন: অসাম :D প্রায় ৪ ঘণ্টা !!

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

সমকালের গান বলেছেন: চালিয়ে যান, তবে পড়াশুনাটাও গুরুত্ব দিতে হবে। জীবনেতো বারবার গ্র্যাজুয়েশন করবেন না। শুভ কামনা রইল।

১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

শাহিনুর রশিদ তুহিন বলেছেন: হ্যাঁ ভাই, ঠিক বলছেন :( এইবার ভালো করার চেষ্টা করবো

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯

আন্ধার রাত বলেছেন:
প্রায় ১ বছরের কাছাকাছি হয়ে গেছে একটা কাজও জুটলোনা, অবশ্য গত ৬ মাস থেকে চুপ আছি।

১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭

শাহিনুর রশিদ তুহিন বলেছেন: চেষ্টা করতে থাকেন ভাই, পেয়ে যাবেন

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

মুক্তকণ্ঠ বলেছেন: ৩.৫৪

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩

শাহিনুর রশিদ তুহিন বলেছেন: আপনাদের সবার তো ভালো অবস্থা :)

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

ঝটিকা বলেছেন: আপনারটাই তো দিলেন না। যাই হোক, ৩ এর নিচে কোন ভাবেই যেতে দিয়েন না।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩

শাহিনুর রশিদ তুহিন বলেছেন: হাহা, আমার ভয়াবহ অবস্থা। ২.৫২ :)

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪

কালোপরী বলেছেন: :) :) ফ্রিল্যান্সারদের গল্প পড়লে ভালই লাগে :)

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১০

শাহিনুর রশিদ তুহিন বলেছেন: আসলেই :)

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫

তামিম ইবনে আমান বলেছেন:
আপনি কোনটা করেন?

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১১

শাহিনুর রশিদ তুহিন বলেছেন: গ্রাফিক্স ডিজাইন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.