![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমরে একুশে..............\nআমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি............\nএকাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। প্রজন্মের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। “রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধ অনিঃশেষ” সাঈদী/জব্বার সহ অন্যান্য সকল মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি। জয়বাংলা।
অনেকে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে গলা ফাটাচ্ছে। দেখেন আবার গলা দিয়ে রক্ত না বের হয়, সাবধান থাকবেন।অনেকে বিপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে গলা ফাটাচ্ছে। দেখেন আবার গলা দিয়ে রক্ত না বের হয়, সাবধান থাকবেন। যে কথা বলছি, অনেকের নাকি লজ্জা লাগে...........! কেন লজ্জা লাগে? হিন্দি গান পরিবেশন হয়েছে বিদেশী শিল্পী এসেছে তাই। আপনাদের জানা দরকার বিপিএল-এর কারিগরি সহযোগিতায় কে আছে? গেম অন, গেমঅন বাংলাদেশী কোন কোম্পানী নয়। বাংলাদেশী কোন কোম্পানী এগিয়ে আসতে পারত আসেনি, আসেনি কেন? টাকার জন্য দেশ প্রেমের জন্য। বাংলাদেশী কোম্পানী হলে হয়তো আমার আপনার অনেকের মনবাসনা পূর্ণ হতো কিন্তু হয়নি আমাদের দেশ প্রেমের জন্য। টাকা কামানোর জন্য ওরা অনুষ্ঠানের চমক ঢমক বাড়াবে এতে আর কি? বাঙ্গালীর দেশী পন্যের চেয়ে বিদেশী পন্যের প্রতি যে আগ্রহ বেশী এ কথা কম-বেশী সবাই জানে।বাংলাদেশ ক্রিকেট দলের স্পনসর সাহারা পবার পরও এই ধরণের কথা বার্তা শুরু হয়েছিল কিন্তু ওদের মতো টাকা দিয়েতো কোন বাঙ্গালী এগিয়ে এলোনা। শুধু দেশ প্রেম থাকলেই চলবেনা ক্রিকেট উন্নয়নের জন্য টাকারও প্রয়োজন।সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ফুটবল ফেডাশেনের সভাপতি বলেছেন ভালো স্পনসর পেলে প্রত্যেক খেলোয়ার মাসে দুই লাখ করে বেতন দেব।আছে কি ভাল কোন স্পনসর বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নাকি শুধু কথার ফুলঝুরিই আছে শুধু। ভালো কাজে জন্য টাকা লাগে। সাম্প্রতিক সময়ে আরও একটি ভয়াবহ ব্যাপার অবিভাবকদের চিন্তায় ফেলে দিয়েছে এমনকি সন্তানকে ডাক্তারের শরণাপর্ণ হয়েছেন ডোরেমন ভয়ে ভিত হয়ে। কারণ সন্তান তার বাংলায় কথা না বলে বলছে হিন্দিতে। ডোরেমন মুলত চায়নিজ ভাষার জনপ্রিয় একটি কার্টুন সিরিয়াল যে ভারতীয় চ্যানেল হিন্দি ভাষায় ডাবিং করে দেখাচ্ছে। বাংলাদেশী চ্যানেলগুলোর নাকি ডাবিং করার মত খরচ বহন করার মত স্পনসর নেই। আর সেই বাঙ্গালী দেশ প্রেমিকরা ভারতীয় স্টার জলসা চ্যানেলে প্রচারিত কেয়ার করিনা অনুষ্টানের স্পনসরশিপ হয় প্রাণ, এইতো বাঙ্গালীর দেশ প্রেম। ভারতীয় চ্যানেল এদেশে প্রচার বন্ধের কথা আর নাই বলি, জনৈক ভারতীয় টিভি সাংবাদিকতো হুমকি দিয়ে দিয়েছেন ভারতীয় চ্যানেল বন্ধ করে দেখুন দেশে হরতাল হয়ে যাবে। ভাবুন আমাদের দেশ প্রেমের কি ধারণায় ওরা পেয়েছে।এখানে অনেকে বলতেই পারেন ব্যবসার মুলধনের কথা তাহলে গেমঅন কেন নিজের ব্যবসার কথা ভাববেনা নিজের দেশের উপস্থাপিকা অনবেনা। ওদের দোষ কোথায়। অনেকে বলছে এবারের বিপিএল আয়োজন সফল হবেনা কেন সফল হবেনা পাকিস্থানী খেলোয়ার না আসার কারণে মাঠে দর্শক যাবেনা। আগেই বলেছি বাঙ্গালী বিদেশী পন্যে অভস্থ্য দেশী পন্যে নয়। বাঙ্গালী নাকি লজ্জা ঢাকতে পারছেনা, লজ্জা ঢাকতে গেলেতো বিপত্তি দেখা দেবে বন্ধু। লজ্জা ডাকতে গেলে যে ধুতি লাগবে।ধুতি পরলে অনেকে হিন্দু বলে ডাকা শুরু করবে। কিন্তু বাঙ্গালীর পোশাক যে ধুতি পান্জাবী। আমার কথায় কেউ আঘাত পেলে নিজ গুনে ক্ষমা করে দেবেন।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪০
মাসরুর প্রধান বলেছেন: ভারতীয় চেনেল মহিলাদের প্রিয়। প্রধানমন্ত্রী, বিরোধীদলের নেত্রী দুজনই. তো মহিলা।
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫০
স্তব্ধতা' বলেছেন: হাতি ঘোড়া গেলো তল, মশা বলে কত জল....বলতে দেন, করতে দেন।কয়েক বছর আগেও দেখতাম বাংলা গান শোনারও লোক নাই, গাওয়ারও লোক নাই।আর এখন বাংলা মিউজিক রকস। অনেক হাগা-মুতা বাইর হৈছে কিন্তু এইটাও সত্যি অনেক কোয়ালিটিও আমরা রিসেণ্ট সময়ে পাইছি।হিন্দি গান এখন কয়জনে পয়সা দিয়ে শোনে আমাদের দেশে? অথচ, কয়েক বছর আগেও এটা একটা বিরাট মার্কেট ছিলো । তাই ধৈর্য্য ধরেন, প্রতিবাদ চালায় যান, লিখা লিখে যান, কিন্তু এতো বড় বাংলা সমাজে বাংলাই আসবে, একশ পঞ্চাশ মিলিয়ন বাাংগালীরে চাইলেই হিন্দী খাওয়ানো এতো সহজ না।খালি সময়টা আসতে দেন, হিন্দী ভাষার ডরিমন, আর ওই গেম অন কই পালাইবো, দিশা পাইতোনা।নতুনরা অলরেডী মধ্য তিরিশে যারা তাগো ধাক্কা দিতাছে, আর মধ্য ত্রিশে যারা তার মধ্য পঞ্চাশরে ধাক্কা দিয়া জায়গা কইরা নিতেছে। লক্ষ লক্ষ নতুন মাথা আসতেছে, নতুন চিন্তা, নতুন ট্যালেণ্ট। খালি কয়টা বছর যাউক, মেলা বাংলা-গেম-অন আইলো বইলা। ওয়েট এণ্ড সী। আই ক্যান সী এ্যান অসাম বাংলাদেশ+++++
১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৯
তুহিন সরকার বলেছেন: ভাই আপনার মুখে ফুল চন্দন পড়ুক।
আশায় বুক বেঁধেছি ধৈর্য্য হারা হবনা।
ভাল থাকবেন, শুভকামনা রইল।
৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৮
আশিক মাসুম বলেছেন: স্তব্ধতা' বলেছেন: হাতি ঘোড়া গেলো তল, মশা বলে কত জল....বলতে দেন, করতে দেন।কয়েক বছর আগেও দেখতাম বাংলা গান শোনারও লোক নাই, গাওয়ারও লোক নাই।আর এখন বাংলা মিউজিক রকস। অনেক হাগা-মুতা বাইর হৈছে কিন্তু এইটাও সত্যি অনেক কোয়ালিটিও আমরা রিসেণ্ট সময়ে পাইছি।হিন্দি গান এখন কয়জনে পয়সা দিয়ে শোনে আমাদের দেশে? অথচ, কয়েক বছর আগেও এটা একটা বিরাট মার্কেট ছিলো । তাই ধৈর্য্য ধরেন, প্রতিবাদ চালায় যান, লিখা লিখে যান, কিন্তু এতো বড় বাংলা সমাজে বাংলাই আসবে, একশ পঞ্চাশ মিলিয়ন বাাংগালীরে চাইলেই হিন্দী খাওয়ানো এতো সহজ না।খালি সময়টা আসতে দেন, হিন্দী ভাষার ডরিমন, আর ওই গেম অন কই পালাইবো, দিশা পাইতোনা।নতুনরা অলরেডী মধ্য তিরিশে যারা তাগো ধাক্কা দিতাছে, আর মধ্য ত্রিশে যারা তার মধ্য পঞ্চাশরে ধাক্কা দিয়া জায়গা কইরা নিতেছে। লক্ষ লক্ষ নতুন মাথা আসতেছে, নতুন চিন্তা, নতুন ট্যালেণ্ট। খালি কয়টা বছর যাউক, মেলা বাংলা-গেম-অন আইলো বইলা। ওয়েট এণ্ড সী। আই ক্যান সী এ্যান অসাম বাংলাদেশ+++++
সহমত
লেখক এবং স্তব্ধতা দুজনের সাথেই।
১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২০
তুহিন সরকার বলেছেন: ধন্যবাদ মাসুম সাহেব।
৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৬
রোদেলা দুপুর বলেছেন: আসলে আমাদের সবকিছু মুখে মুখে কাজের বেলায় কিছুই করি না। প্রতিবাদের সময় প্রতিবাদ করলেও একটু পরেই পরিবারের অন্ন সবার সাথে বসে ঠিক ই ওই চ্যানেল গুলাই দেখি
২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৪
তুহিন সরকার বলেছেন: ঠিকই বলেছেন।শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৯
বিডি ফুল বলেছেন: হিন্দি কি ভাষা না? উর্দু খারাপ লাগে হিন্দি মজা লাগে !! হায়রে জাতি!!