নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৃত্যুকে তুচ্ছ করে ছুটে চল — সাফল্য তোমার সুনিশ্চিত।

নির্ভীক কান্ডারি

জীবনের বন্ধুর পথে কখনো সাফল্য কখনো ব্যর্থতা,তাই বলে কি বন্ধ হবে পথ চলা?? সকল প্রতিবন্ধকতাকে তুচ্ছ করে ছুটে চলি আমি,মৃত্যু কে মুঠিতলে নিয়ে কন্টক পথে আমার অগ্রযাত্রা— আমি থেমে থাকার নই ,আমি যে নির্ভীক কান্ডারি

নির্ভীক কান্ডারি › বিস্তারিত পোস্টঃ

ছিনিয়ে নেওয়া অনুভূতি

০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৫

আবার ফিরে যেতে চাই সেই স্লোগান মুখর

ফেব্রুয়ারিতে,,

ফিরে পেতে চাই লক্ষপ্রানের মিলন মেলা।

হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে বলতে চাই

"তুমি কে আমি কে? বাঙালী বাঙালী "

কি বৃদ্ধ, কি তরুন চোখেছিল তার দৃপ্ত

অংগীকার,খুনির রক্তে খেলবে হলি, পবিত্র

করবে বাংলার জমিন।

কিন্তু হায়,এতো আমি চাইনি?

আমিতো করিনি কোন প্রতিষ্ঠান বন্ধের

দাবি,,

আমি তো আমার আবেগ

তুলে দেইনি কোনো অজ্ঞের হাতে,

তবে কেন আমার প্রানের আন্দোলন

ছিনিয়ে নিল?

একের পর এক ভুলে সৃষ্টি করলো বিভাজন??

জানি উত্তর পাবোনা,

তবুও স্বপ্ন দেখি, একদিন কোন ,জাতির

কোন এক ক্রান্তিলগ্নে লক্ষ প্রান আবার

গড়ে তুলবে প্রতিরোধ।

ভেঙে দিবে দেশদ্রোহীর সব চক্রান্ত,

রক্তঘামা জাতি সেদিন করবে বিজয় উল্লাস,

জানি জয় আমাদের হবেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.