নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৃত্যুকে তুচ্ছ করে ছুটে চল — সাফল্য তোমার সুনিশ্চিত।

নির্ভীক কান্ডারি

জীবনের বন্ধুর পথে কখনো সাফল্য কখনো ব্যর্থতা,তাই বলে কি বন্ধ হবে পথ চলা?? সকল প্রতিবন্ধকতাকে তুচ্ছ করে ছুটে চলি আমি,মৃত্যু কে মুঠিতলে নিয়ে কন্টক পথে আমার অগ্রযাত্রা— আমি থেমে থাকার নই ,আমি যে নির্ভীক কান্ডারি

নির্ভীক কান্ডারি › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি ভেজা আনন্দ

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২১

ঢাকার রাস্তায় ওয়াসার ম্যানহোল গুলির প্রধানত দুইটি কাজ,

১)ম্যান কে হোলে ঢুকানো ,আই মিন ডুবন্ত রাস্তায় মানুষ কে গর্তে ফেলা

২)কিছু মানুষ কে গভীর রাতে ম্যানহোলের ঢাকনার ছিদ্র পথ দিয়ে অব্যর্থভাবে প্রাকৃতিক ডাক সারানোর সুযোগ দেওয়া।।



তবে মাঝে মাঝে মনে হয় এই ম্যানহোল গুলোই এই যান্ত্রিক ঢাকার কিছু মধ্যবিত্তের আনন্দের উপলক্ষ হয়ে উঠে।



এইতো, ,ঈদের পর সম্পুর্ন রুপে নতুন করে বসানো জিগাতলা নতুন রাস্তার ম্যানহোল গুলি আজই প্রথম বৃষ্টির দেখা পেল।।

৫ মিনিট বৃষ্টির পানি হজম করতে না করতেই দেখি উলটা বমি করা শুরু করছে।।মানে, ম্যানহোল থেকে পানি উলটা রাস্তায় উঠে আসছে।।।লিলিপুট টাইপের মানুষের জন্যতো রীতিমত ভয়ানক অবস্থা  ।

তবে বাঙালী যে রসিক জাতি আবার প্রমাণ পেলাম,আসলে সকল ধরনের বিব্রতকর মূহুর্তকেই উপভোগ্য করে তোলার ক্ষমতা আমাদের আছে।

যেখানে আমরা পায়ে পানি না লাগিয়ে হাওয়ায় হেটে যাওয়ার চেষ্টা করছিলাম সেখানে কয়েকটা ছোট বাচ্চাকে দেখিপানির মধ্যে লাফালাফি করছে।নর্দমার ময়লা যুক্ত পানি যেন তাদের কাছে ওয়াটার কিংডোম।



হঠাৎ একজন চিৎকার দিয়ে উঠলো""ওই আমার হাফপ্যান্ট লইয়া গেছে কোন্ডারে???""

ঘটনার তাৎক্ষণিকতায় চারদিকে কেমন যেন নীরবতা পড়ে গেলো।

কিন্তু ক্ষণিকেই সে বুঝলো এটা তার সঙ্গীদের কাজ নয়,খেলার ফাঁকে হতচ্ছারা পানি যে কখন তার প্যান্ট ভাসিয়ে নিল তা বোঝার ক্ষমতা হয়তো তার ছিলনা। 

ভাবলাম,পিচ্চি দিক বিদিক শূণ্য হয়ে দৌঁড় লাগাবে,ওমা সে দেখি দিগম্বর অবস্থায় আরো কয়েক রকমের অঙ্গভঙ্গি নিয়ে নতুম উদ্যমে নৃত্য শুরু করলো।।



জীবনের ছোট খাট আনন্দগুলো আছে বলেই জীবন এত সুন্দর,আর সুন্দর মূহুর্ত গুলো উপভোগের ক্ষমতাই যেন সব চেয়ে বড় রহস্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.