![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের বন্ধুর পথে কখনো সাফল্য কখনো ব্যর্থতা,তাই বলে কি বন্ধ হবে পথ চলা?? সকল প্রতিবন্ধকতাকে তুচ্ছ করে ছুটে চলি আমি,মৃত্যু কে মুঠিতলে নিয়ে কন্টক পথে আমার অগ্রযাত্রা— আমি থেমে থাকার নই ,আমি যে নির্ভীক কান্ডারি
ইভেন্টের নামঃ ছোট ছোট বালুকণা , বিন্দু বিন্দু জল ।
স্থানঃ সমগ্র বাংলাদেশ ।
সময়ঃ পনেরো সেপ্টেম্বর ।
এই ইভেন্টের উদ্দেশ্য হল আমরা প্রতিদিন বাহিরে বের হই । কোন খাবার পণ্য কিনলে বা অন্য কিছু কিনে টা গ্রহণের পর বাহিরের মোড়কটি ফেলে দেই যত্রতত্র । এই জিনিসটা আর করতে চাচ্ছি না । আজ থেকে পনেরো দিন পর থেকে এর ফল দেখতে চাই আমরা সবাই । আপনি যদি দিনে পাঁচবার বাহিরে বের হয়ে পাঁচটি জিনিস ফেলে থাকেন তবে এই পনেরো দিন সময়ে চেষ্টা করুন একটি করে কমিয়ে পনেরো দিন পর তা শুন্যের কোটায় আনতে । ব্যস । আপনার কাজ শেষ ।
সরকারের উপর পরিষ্কারের দায়িত্ব খালি না চাপিয়ে নোংরা না করার প্রতিজ্ঞা আর কর্মটা তো আমরা সবাই ই করতে পারি নাকি ?
আর এই ইভেন্টে কতজন ' গোয়িং ' দিচ্ছে , কে ' ডিক্লাইন ' দিচ্ছে এইগুলো না দেখে একটা কাজ করেন শুধু খবরটা পৌঁছে দিন যে সবাই কাজটা করছে । বাংলাদেশের সকল ' ফেসবুক ইউইজাররা 'যেন খবরটা পায় ।
দেখেন একজন রাস্তায় একটা চিপসের প্যাকেট ফেলে গেলো সে মাথায় রাখে আরে সামনেই তো আরেকজন ফেলে গেছে জা নোংরা হবার টা হয়েছেই আমারটার কারণে আর কিছু হবে না । পরের জন এসে তা না সরিয়ে যে ফেলেছে তাকে আর তাদের মতো সবাইকে এক চোট গেলে দেয়া । 'বাংলাদেশকে দিয়ে কিচ্ছু হবে না ' টাইপ চিন্তা মাথায় রেখে আরেকটু সামনে গিয়ে মাথা ঠাণ্ডা করার জন্য কোক খেয়ে সেই কোকের বোতল রাস্তায় ফেলে সামনে অগ্রসরিত হওয়া ।
কাউকেই খারাপ বলতে পারি না । কারণ তারাই আমরা । আমরাই তারা । আমরা সবাই মিলে আমরা । তাই কুকেই একদলে ফেলে বাদ দিতে চাচ্ছি না ।
বিদেশ পরিষ্কার এই জাতীয় চিন্তা করে মনে দুঃখ না বাড়িয়ে দেশকে পরিষ্কার রাখার কাজটা করতেই পারি । কাউকেই শাবল , টুকরি নিয়ে মাঠে নামতে হবে না । শুধু রাস্তায় কিছু ফেলবেন না । দেখবেন একদিন কোন ময়লা নেই । সবাই এক পণে আগালে দেখবেন কাজটা অনেক সহজ আর একদিন দেখবেন সব নতুন নতুন লাগবে ।
' কেউ এই কথা শুনবে না , কিচ্ছু হবে না । ' এই জাতীয় কথা না বলে আপনি ময়লা ফেলাটা বন্ধ করে দিন শুধু । নিজেরটুকু সম্পর্কে শুধু প্রতিশ্রুতিটা চাচ্ছি শুধু ।
জানি না কি ধরনের সাড়া পাই । তবে জিনিসটা অনেক দরকার । এমনেই ঢাকা বসবাসের অযোগ্য একটা শহর । এই শহরটা পরিষ্কার রাখা দরকার । ইভেন্টটা কিন্তু পুরো বাংলাদেশের জন্য । ঢাকার যে অবস্থা তা যেন পুরো বাংলাদেশের না হয় ।
কেউ যদি মনে করেন পৃথিবীতে তো তাও একটা পজিশন আসছে নাকি ? ভাই একটা পুরস্কার দেয়া হয় কোন দেশে ঠিক মনে নাই । সব চেয়ে খারাপ মুভি বা খারাপ বই যে বানাইছে বা লেখছে তাকে দেয়া হয় । কিন্তু সে কিন্তু পুরস্কারতা নিতে আসে না । কোনটা সম্মানের আর কোনটা অসম্মানের সেইটা দেখতে হবে ।
আপনি এগিয়ে এসে কাজটা করুন দেখবেন আপনার সাথে আরও কয়েকজন এগিয়ে এসেছে । তখন যে ভালো লাগাটা টা আপনি কোনদিন ভুলবেন না ।
দেশটা তো আমাদেরই নাকি ?
ভালো কাজগুলো ভাগাভাগি করে করতে আলাদা একটা আনন্দ আছে । আপনিও আসুন তার ভাগিদার হতে ।
নামের কারণ বলি এইটা যদি সফল হয় তবে পরে এই ধরনের আরও কিছু কাজ করা যাবে । এইটা একটা যে কবিতা এর অংশ টা সবাই জানেন সেই কবিতার সারমর্মও সবাই জানেন । দেশটাকে সবাই মিলে গুছিয়ে ফেলি । যেন আমরা এখন যেমন আমদের আগের লোকদের দোষ দেই তারা কেন এমন করলো না কেন তেমন করলো না ?
এই কথাগুলো একদিন আমদেরও শুনতে হবে । শুনতে কিন্তু ভালো লাগবে না । সুযোগ থাকতে শুধরে নিতে সমস্যা কই ?
স্বপ্ন নিয়ে বেঁচে থাকা সুখের এবং কষ্টের । স্বপ্নের বাস্তবায়ন ঘটানোর পর সুখের অন্ত থাকে না । আর স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পাওয়ার পর তা কাজে না লাগালে সেই কষ্ট সহ্য করা যায় না ।
আপনাদের সকলের অংশগ্রহণ কাম্য রইলো ।
'' মানুষ বাঁচে আশায় , দেশ বাঁচে ভালোবাসায় ''
ফেসবুকে ইভেন্টের লিঙ্ক - Click This http//www.facebook.com/events/503861153023556?_rd
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৩
নির্ভীক কান্ডারি বলেছেন: http//www.facebook.com/events/503861153023556?_rdr
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৭
নির্ভীক কান্ডারি বলেছেন: দু:খিত লিংক টি দেওয়া যাচ্ছে না।প্লিজ কপিপেস্ট করে সার্চ দিন
Click This Link
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৮
নির্ভীক কান্ডারি বলেছেন: ৩য় কমেন্টে লিংক
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ ভাবনা আমাদের চেতনা রাখা চাই
শুভকামনা তাই +
৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪
নির্ভীক কান্ডারি বলেছেন: ধন্যবাদ।সম্ভব হলে ইভেন্টেজয়েন করুন এবং আপনার বন্ধুদের আমন্ত্রন জানান
৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬
অজানাবন্ধু বলেছেন: ইনশাল্লাহ সাথে আছি।
পোষ্টটি স্টিকি করা হোক।
সবার অংশ গ্রহন আশা করছি।
৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯
নির্ভীক কান্ডারি বলেছেন: ধন্যবাদ
৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
মশিকুর বলেছেন:
সুন্দর, গনসচেতনা মূলক পোস্ট +
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭
নির্ভীক কান্ডারি বলেছেন: http//www.facebook.com/events/503861153023556?_ৃ