নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য

তোমার দখিনা হাওয়া

আমি অতি সাধারণ মানুষ ভালোবাসি মানুষকে

তোমার দখিনা হাওয়া › বিস্তারিত পোস্টঃ

চলার শেষ কোথায়

০১ লা আগস্ট, ২০২২ দুপুর ২:২৪


সেই চলছি মাতৃগর্ভ থেকে বেরিয়ে
চলছিতো চলছিই চলার শেষতো জানিনা
আবহমানকাল চেয়ে চেয়ে নিরুদ্দেশ যাত্রার প্রতিধ্বনি শুনি
ফেলে যেতে হবে সব স্ত্রীপুত্র পরিজন আত্মীয়স্বজন।
আমরাতো কেবলি খেলে যাই প্রভুর দুনিয়ায়
যেমনি খেলে যায় আমাদের শিশু গুলো পুতুল খেলা
বউ সাজায় বর আসে মাটির পোলাও চা কত কিছুর আপ্যায়ন
বর আসে বর বিদায় তারপর বেলাশেষে বাবা যখন ডাক দেয়
নিমিশেই সব ছুড়ে ছুটে যেতে হয়।
সেই ডাক একদিন আমাদেরও আসবে
দুনিয়ার খেলা ঘর ছেড়ে যেমন করে খেলছি
কেউ নিয়মে কেউ অনিয়মে কেউ নানা বিচিত্রতায়।
কেউ কিছুটা কেউ পুরোটায় নির্ভয়ে প্রভুর সমীপে করছি নিবেদিত প্রাণ
কেউ আবার স্পর্শ করছি দু:সাহসিকতায় নভোনীল আসমান।
কেউ ভাবিনা নিজেকে নিয়ে আর ভাববো কিসে
ভাবনার রাজ্যেতো অহর্নিশি বিচরণ করে ইবলিশে
রক্তের শিরায় শিরায় রক্তের কনিকায় যার আদ্যোপান্ত বিচরণ
প্রতিটি সেকেন্ডে যে করে মস্তিষ্কহরণ।
প্রভু! শিশুর কি সাধ্য যে হালাল হারাম বুঝে!
অবুঝের কি সাধ্য যে প্রতিকুলতার মাঝে তোমাকে খুঁজে।
ন্যায় অন্যায় পথ সহজ সরল পথ যদি সে না পায়
সাধনা আরাধনা পুণ্য প্রার্থনা সালাত সিয়াম হক বেহক এসবের
কি করে বুঝে শিশু অবুঝ মনে সেতো নিরোপায়

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৪

অক্পটে বলেছেন: সুন্দর। আত্মসমালোচনা। এসেছি আবার একদিন হারিয়ে যাব গোলক ধাধায়। আমার আসা এবং আমার যাওয়ার মাঝে দিন শেষে কোন অবদান রেখে যেতে পারলামনা। কেউ আমাকে মনেও রাখবেনা।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৪

তোমার দখিনা হাওয়া বলেছেন: কৃতজ্ঞতা জানাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.