![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়েদের চুল নিয়ে সাহিত্য গান তো আর কম হয় নি। মেয়েদের চুল তার সৌন্দর্যকে অনেকাংশ বাড়িয়ে দেয় বৈকি। এখন শুধু মেয়েরাই নয় এখন তো চুলের স্বাস্থ্য নিয়ে সচেতন পুরুষমহলও মাথা। কিন্তু আমাদের মনে এখনও থেকে গিয়েছে চুল সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা। কী সেই ভুল ধারণা? সত্যিটাই বা কী? জেনে নিন।
ভুল ধারণা ১: বেশিক্ষণ এসি ঘরে থাকলে চুল পড়া বেড়ে যায়। সত্যিটা কি? এসি-তে বেশিক্ষণ থাকলে চুলের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হয়ে যায়। তবে চুল পড়া বেড়ে যায় কি না তা নিয়ে নির্দিষ্ট কোনও প্রমাণ নেই।
ভুল ধারণা ২: প্রতিদিন চুল পড়া মানেই মাথায় টাক পড়তে শুরু করবে। সত্যিটা কি? প্রতিদিন ১০০টা করে চুল পড়া স্বাভাবিক। তবে যদি তার থেকে বেশি হয় তাহলে নিশ্চয়ই চিন্তার ব্যাপার। তার মানে এই নয়, আপনি সারাদিন ধরে গুনতে থাকবেন আপনার কটা চুল পড়ল। মাথায় হাত দিলেই বা আঁচড়ালেই যদি মুঠো মুঠো চুল উঠতে থাকে, তাহলে চর্মরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নেওয়াই ভাল।
ভুল ধারণা ৩: স্ট্রেটনিং করালে চুল পড়া বেড়ে যায়। সত্যিটা কি? সাধারণত ভাল কোম্পানির হেয়ার কেয়ার প্রোডাক্ট ব্যবহার করলে চিন্তার কোনও কারণ থাকে না। তবে নিয়মিত স্ট্রেটনার বা হেয়ার ড্রায়ার অথবা হেয়ার স্টাইলিং প্রডাক্ট ব্যবহার করলে চুল রুক্ষ হয়ে যায়। সেই সময়ে সঠিক যত্ন না নিলে চুল পড়া বেড়ে যেতে পারে।
ভুল ধারণা ৪: স্ক্যাল্প মাসাজ করলে চুল পড়া বন্ধ হয়। সত্যিটা কি? খুব জোরে জোরে স্ক্যাল্প ঘষলে চুলের গোড়ায় ফ্রিকশন হয়। ফলে চুল পড়া বেড়ে যেতে পারে।
ভুল ধারণা ৫: বার বার চুল কাটলে চুলের স্বাস্থ্য ভাল হয়, গোড়া মোটা হয়। সত্যিটা কি? বার বার চুল কাটার সঙ্গে চুলের স্বাস্থ্য ভাল হওয়ার কোনও সম্পর্ক নেই। সাধারণত চুলের গোড়া সবার মোটা হয়। ফলে চুল ছোট করে কাটলে গোছ বেশি লাগে।
ভুল ধারণা ৬: ব্লো ড্রাই করলে চুল পড়ে। সত্যিটা কি? ব্লো ড্রাই করলে অবশ্যই সাময়িক ক্ষতি হয়। তবে সঠিক যত্ন নিলে খুব তাড়াতাড়িই চুলের স্বাস্থ্য ফিরে আসে।
ভুল ধারণা ৭: চুল পড়ার কোনও প্রতিকার নেই। সত্যিটা কি? সব থেকে বড় ভুল ধারণা। এখন বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে চুলের যে কোনও সমস্যা এমনকি হেয়ার ট্রান্সপ্লান্টও খুব সহজেই সম্ভব।
লিখাটি এখান থেকে নিয়েছি-http://www.timesworld24.com/cat-news-details.php?id=17691#.UXE2LUp67IU
২| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০০
আরজু পনি বলেছেন:
পড়লাম।
আমার আজকে হঠাৎ করেই মনে হলো আমার মাথার চুল বেশিই লম্বা হয়ে গেছে, পিঠ ছাড়িয়ে যাচ্ছে, এবং এই কারণেই মাথাব্যাথা থামছে না। যদিও জানি এটা মানসিক সমস্যা কিন্তু এই ভাবনাতেই মাথাব্যাথা থামছে না, চুল কেটে একেবারে ঘাড়ের উপরে না তোলা পর্যন্ত মনে হচ্ছে মাথাব্যাথা থামবে না
৩| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেকদিন পর পোষ্ট দিলেন।
৪| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার এসব নিয়ে চিন্তা হয় না কেন?
৫| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৭
টুনটুনি সুখি বলেছেন: আরমান ভাইয়া আপনাকে ধন্যবাদ কাজে না লাগলেও আমার ব্লগ পরার জন্য
৬| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৯
টুনটুনি সুখি বলেছেন: আরজুপনি আমার ব্লগে আপনাকে স্বাগতম
৭| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৩
টুনটুনি সুখি বলেছেন: হিম কাল্পনিক ভাইয়া অনেক দিন পরই পোষ্টা দিলাম । কেমন লাগল জানাবেন ?
৮| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৭
টুনটুনি সুখি বলেছেন: হ্যালো স্বর্ণা আপু কেমন আছেন ?
৯| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৭
আমি বাঁধনহারা বলেছেন:
অনেক কিছু জানা হল।আমার নয়,আপনার ভাবির কাজে লাগতে পারে।
শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
১০| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫১
শিপু ভাই বলেছেন:
নতুন করে চুল গজানোর কোন ওষুধ দুনিয়াতে নাই!!!
১১| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার আম্মু ও পরিবার ও আত্মীয় স্বজনের অভিযোগ, আমি কেন নিজের কোন যত্ন নেই না। আমিও ব্যাপারটা নিয়ে ভাবছি
১২| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৩
টুনটুনি সুখি বলেছেন: ও আচ্ছা তাই বুঝি ধন্যবাদ বাঁধনহারা ভাইয়া আপনাকেও ।লেখাটা শিয়ার করার জন্য
১৩| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৫
টুনটুনি সুখি বলেছেন: শিপু ভাই আপনার মাথায় কি একটি ও চুল নাই ?
১৪| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩২
টুনটুনি সুখি বলেছেন: স্বর্ণা আপু আমিও বলছি কেন নিজের যত্ন করেন না ।যত্ন করিলে রত্ন মিলে নিশ্চয়ই জানেন ।
আপু আপনার জন্য শুভ কামনা
রইল
ভাল থাকুন
সুস্থ থাকুন
১৫| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৬
লিন্কিন পার্ক বলেছেন:
আমার ভবিষ্যতে হেয়ার ট্রান্সপ্লান্ট করা লাগবে মনে হয় !! -__-
১৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০১
শায়মা বলেছেন: চুলে লাগাতে হবে হরতকী, আমলা, ঘৃতকুমারী + ++++++
তাহলেই নো চুল পড়া!!!!
১৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৪
টুনটুনি সুখি বলেছেন: আরে সায়মা আপুনি যে আমার ব্লগে আপনাকে স্বাগতম ।আপনাকে অসংখ্য ধন্যবাদ প্লাস দেয়ার জন্য ।
ভাল থাকুন
সুস্থ থাকুন
আপনার জন্য শুভ কামনা রইল
১৮| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
তাসজিদ বলেছেন: এ পরামর্শ কাকে দেই। কেও ত নেই।
১৯| ২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
টুনটুনি সুখি বলেছেন: জেনে রাখুন ভবিষ্যতে কাজে লাগতে পারে , ভাইয়া
২০| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪০
শায়মা বলেছেন: টুনটুনি আপু কি হলো ???
তুমি কি চুলের যত্ন করতে গিয়ে চুল হারিয়ে শেষে নিজেই হারিয়ে গেলে????
২১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮
স্বস্তি২০১৩ বলেছেন: কাজের পোষ্ট। +++
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৪
একজন আরমান বলেছেন:
আমার কাজে লাগবে না।