নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের যা নিয়ে লিখতে ভালো লাগে তাই নিয়ে লেখি

ছদ্মবেশী ভূত

ছদ্মবেশী ভূত › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর প্রধান ধর্মবিশ্বাসগুলো- পর্ব ০১

১০ ই মার্চ, ২০২০ রাত ১০:১৮


কয়েকটি পর্বে পৃথিবীর প্রধান ধর্মগুলো নিয়ে আলোচনা করবো। তার আগে বলে নেই ধর্ম শব্দের অর্থ কি? ইংরেজিতে যেটাকে রিলিজিয়ন নামে আমরা চিনি বাংলায় ধর্ম বলতে কিন্তু সেই শব্দটিকে বুঝায় না। ইংরেজিতে 'Religion' বলতে প্রাতিষ্ঠানিক রূপ আছে এমন ঈশ্বরকেন্দ্রীক বিশ্বাসকে বুঝায়। বাংলায় ধর্ম বলতে যা ধারণ করা হয় তাকে বুঝায়। যেমনঃ আগুনের ধর্ম পোড়ানো। এইসব পার্থক্য নিয়ে আমাদের মাথাব্যথা নেই, দুটিই এখন একই অর্থে ব্যবহার করা হয় তাই আমরাও ধর্ম শব্দটিকে রিলিজিয়ন অর্থেই ব্যবহার করবো।

প্রধান বিশ্বাসগুলো
আমরা প্রধান বলছি অনুসারী সংখ্যা বিবেচনায়। অনুসারী সংখ্যা বিবেচনায় নিলে প্রধান চারটি ধর্ম হচ্ছে-

খ্রিস্ট ধর্ম
ইসলাম ধর্ম
হিন্দু ধর্ম
বৌদ্ধ ধর্ম


এছাড়া ভারতীয় উপমহাদেশে প্রচলিত অন্যান্য ধর্মবিশ্বাস গুলো হচ্ছে-

জৈন ধর্ম
শিখ ধর্ম
আজীবিক ধর্ম ইত্যাদি(হিন্দু আর বৌদ্ধ ধর্ম এর আওতায় পড়ে)


দূর প্রাচ্যে প্রচলিত বিশ্বাসগুলো হচ্ছে-

শিন্টো ধর্ম
তাও ধর্ম
দূর প্রাচ্যের বৌদ্ধ দর্শন
কনফুসিয়ানিজম ইত্যাদি


মধ্যপ্রাচ্যের ধর্মগুলো হচ্ছে-

ইহুদি ধর্ম
খ্রিস্ট ধর্ম
ইসলাম ধর্ম
বাহাই ধর্ম
ইয়াজিদি ইত্যাদি

এছাড়া এর বাইরে আছে-

মর্মনিজম
জরুথ্রুস্টীয়
রাস্তাফারি ইত্যাদি

আজকে না হয় এই পর্যন্তই থাক। আপনাদের আগ্রহ থাকলে পর্যায়ক্রমে বিভিন্ন ধর্মকে আমার জ্ঞান, ইন্টারনেটের তথ্য আর নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে উপস্থাপন করা যাবে।


তথ্যসূত্রঃ
ধর্ম- লেখক ডট মি
Religion-Wikipedia

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০২০ রাত ১০:৩০

মাহমুদুর রহমান বলেছেন: বেশ।চালিয়ে যান ......

২| ১১ ই মার্চ, ২০২০ রাত ১:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পৃথিবীর ১০টি বৃহৎ ধর্ম
সম্পর্কে আমি একটা লেখা প্রকাশ
করতে আগ্রহী যদি আপনার আপত্তি
না থাকে।

১১ ই মার্চ, ২০২০ সকাল ১১:৩৪

ছদ্মবেশী ভূত বলেছেন: আপনি লিখলে আমি আপত্তি করার কে? আমি পড়তে চাই। আপনি লিখুন

৩| ১১ ই মার্চ, ২০২০ রাত ১:৫০

হাসান কালবৈশাখী বলেছেন:
ধর্ম সত্য হলে পৃথিবীতে একটিই ধর্ম থাকতো।

শতকোটি, প্রায় ৫শ কোটি বছর আগে পৃথিবী নামক গ্রহে প্রানের আবির্ভাব
প্রথমে এমাইনো এসিড+পানি
তারপর জীবানু সদৃস্য প্রান
এককোষি জীব
এরপর এমিবা
তারপর স্পঞ্জ আকৃতির সামুদ্রিক ... জীব
এরপর গিরিগিটির মত হয়ে ডাঙ্গায় উঠা
তারপর আরো কোটিকোটি বছর পর স্তন্যপায়ী জীব
এরপর বহুকটি বছর বিবর্তিত হয়ে বিভিন্ন প্রজাতিতে ভাগহয়ে এসেছে। কিছু টিকে আছে। অধিকাংশই বিলুপ্ত হয়ে গেছে।
৫০ কোটি বছর আগে ডাইনাশোর জাতীয় প্রানী রাজত্ত্ব করে ১২ কোটি বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে, খাদ্যাভাবে।
মানুষ জাতীয় প্রানীর আবির্ভাব মাত্র আড়াই কোটি বছর আগে। বহুভাগে বিভক্ত বিলুপ্ত হয়ে .. একটি প্রজাতি প্রায় ২০ লাখ বছর আগে হোমোসেপিয়েন্সের মত প্রানীর আবির্ভাব। ধর্মহীন সমাজহীন ভাবেই বনে পাহাড়ে গুহায়...

আর মাত্র ১০ হাজার বছর আগে মানুষ কিছুটা সভ্য হতে সুরু করে,
ছোট ছোট সমাজ গঠন করে, টেক্সটাইল, পাথরাস্ত্র, আগুন জালাতে শিখে। প্রাকৃতিক বিপর্যয়ে ভয় পায়, ভাবে কেউ কিছু করছে কিনা। সমাজ পতি শৃষ্টি হয়, কিছু চতুর নেতাপদ দখলে নিতে বুজুর্গি দেখায়। কিছু সমাজপ্রধান মুলত নেতৃত ও শৃক্ষলা বজায় রাখতেই ঈশ্বর বা অশরিরির কিছু ভয় দেখায়।মুর্তি বানায়।
ক্ষমতা কুক্ষিগত করতে স্বর্গ-নরকের স্বপ্ন দেখিয়ে কিছু দুর্বল মানুষকে মানুষকে দাস বানায়। এরপর সমাজ গোত্র বড় হয়, গোত্রের মাস্তান চতুররা নিজেকে ঈশ্বররের প্রতিনিধি দাবি করে, একজন তো নিজেকে ঈশ্বরপুত্র পর্যন্ত দাবি করে বসে!
কিছু চতুর বুজুর্গি শহর থেকে বিতারিত হয়ে প্রথমে ডাকাত দল গঠিন করে। ডাকাতির অর্থে অস্ত্র ও দল ভারি করে, শহর দখল করে। এভাবেই মুলত মানব মননে ঈশ্বরের আবির্ভাব।

বড় ধর্মগুলোর উদ্ভব আরো অনেক পরে সুরু হয় ৬ হাজার বছর আগে হিন্দুইজম, ইহুদিজম, ভিন্ন স্থানে কনফুসিয়াসসিজম, চালু হয়। এরপর বৌধ্যিজম। দুহাজার বছর আগে জিসাস খ্রাইস্টের খ্রীষ্টান।
ইসলাম আসে মাত্র সেদিন, দেড় হাজার বছর আগে।

তবে এটা সত্য যে সভ্যতা ও সমাজগঠনের সুরুতে ধর্মের একটা ভুমিকা ছিল, দরকার ছিল। ধর্মের প্রয়জনিয়তা এখনো আছে। থাকবে।
কোন বিভেদ হাঙ্গামা বিশৃক্ষলা না করে যার যার ধর্ম নিরবে পালন করে যাওয়া উচিত।

৪| ১১ ই মার্চ, ২০২০ সকাল ৮:২৩

নেওয়াজ আলি বলেছেন: পরিপক্ব লেখা

৫| ১১ ই মার্চ, ২০২০ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: ধর্ম হইলো আফিম।
আফিম থেকে দূরে থাকাই ভালো।

৬| ১১ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৩১

রাােসল বলেছেন: Welcome. If your writings contain the reason (background, why people believe on religion) of religion that will be most welcome.

৭| ১১ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৩৩

রাােসল বলেছেন: Most welcome Mr Noor Mohammad for expression of interest to write on religion.

৮| ১১ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৩৬

নতুন বলেছেন: উপরে হাসানভাই ধমের ইতিহাস মোটামুটি সহী করেছেন বলেই আমার ধারনা।

যখন সকল ধম`গুলি একসাথে দেখতে থাকবেন তখন এই রকমের ধারনাই পাবেনা।

বিশ্বাসীরা তাদের ধম`ই সেরা মনে করে তাই সম্পূন ছবিটা তারা দেখতে পারেনা।

আশাকরি আপনি ধমে`র সম্পূন` ছবিটা দেখার চেস্টা করবেন।

বেশ কয়েকটা ডকুমেন্টরি আছে ধমের ইতিহাস এবং খোদা নিয়ে , ইউটিউবে খুজে দেখতে পারেন। আপনার লেখাতে আরো সাহাজ্য করবে।

৯| ১১ ই মার্চ, ২০২০ বিকাল ৪:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার অনাপত্তিতে আমার লেখাঃ
ধর্ম বিশ্বাস, বিশ্বে জনসংখ্যা অনুযায়ী পৃথিবীর বৃহৎ ১০ ধর্মঃ সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম। (১ম পর্ব)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.