![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবির মানুষটা ফ্লোরিন্তিনো পেরেজ। যাকে আমরা মাদ্রিদিস্তারা হয়তো দুচোখে দেখতে পারি না। আবার হয়তো অনেকে তার প্রতি গ্রেটফুল কারণ তিনি এই শতাব্দীর সব থেকে বড় তারকাদের উপবার দিয়েছেন সাদা জার্সিতে।
তাকে ঘৃণা করার কারণ গুলো আমাদের সামনে অনেক বেশি ভেসে বেড়ায়।
★ তাকে আমি ঘৃণা করি কারণ এই মানুষটা শুধু ব্যবসায় বোঝে। সে রিয়াল মাদ্রিদকে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মত বানিয়ে ফেলেছে।
★ আমি এই মানুষটাকে ঘৃণা করি কারণ এই মানুষটা আমাদের ব্যালেন্সড হওয়া স্কোয়াডকে ভেঙে নতুন করে সাজায়।
★আমি এই মানুষটাকে ঘৃণা করি কারণ সে প্রতি ট্রান্সফার উইন্ডোতে এক একটা বড় স্টার আনবেই। সেটা দলের প্রয়োজন হোক বা না হোক।
★ আমি এই মানুষটাকে ঘৃণা করি কারণ তার হাতে সুযোগ থাকা স্বত্ত্বেও রোনালদিনহোকে দলে ভেড়াননি।
★আমি এই মানুষটিকে ঘৃণা করি কারণ সে রোবেনকে এক সিজন রেখেই বিক্রি করে দিয়েছিল।
★ আমি এই মানুষটাকে ঘৃণা করি কারণ এই মানুষটা ওজিলকে বিক্রি করেছিল।
আমি এই মানুষটাকে ঘৃণা করি কারণ সে ডি মারিয়াকে বিক্রি করে দিয়েছিল।
ঘৃণা করি কারণ ইকারকে একটা সম্মান জনক ফেয়ারওয়েল দিতে পারেননি।
ঘৃণা করি কারণ জাবি আলোন্সোকে বিক্রি করেছিল।
ঘৃণা করি কারণ মধ্যমাঠে এত এত স্টার থাকা স্বত্ত্বেও অপ্রয়োজনীয় খেলয়াড় কিনতেই থাকেন কিনতেই থাকেন।
এই মানুষটা কার্লো দাদুকে একটু সুযোগ দেয়নি। যে কিনা ১২ বছর পর চ্যাম্পিয়নস লীগে এনে দেয় বার্নাব্যুতে।
এই মানুষটা রিয়াল মাদ্রিদের সাফল্যের থেকে ব্যবসাকে গুরুত্ব দিয়েছেন।
আর এই মানুষটাকে আমি অনেক বেশি ভালবাসি যার পেছনে আছে হাজারটা কারণ।
★ এই মানুষটাকে আমি অনেক ভালবাসি কারণ ইতিহাসের সেরাদের সাথে বার্নাব্যু বাসী সহ কোটি কোটি মাদ্রিদিস্তার পরিচয় করিয়ে দিয়েছেন।
★ এই মানুষটাকে ভালবাসি কারণ ফুটবল ইতিহাসের সেরা খেলয়াড়দের ভেতরের নক্ষত্রদের এনেছেন আর পরিয়েছেন রিয়াল মাদ্রিদের টি শার্ট।
ফুটবল গ্রেট লুইস ফিগোকে পরিয়েছেন রিয়ালের সম্মানজনক ১০ নাম্বার জার্সি।
সাদা জার্সি পরিয়েছেন ফুটবল ইতিহাসের সেরা স্ট্রাইকার রোনালদোকে।
সাদা জার্সি তুলে দিয়েছেন গ্রেটদের গ্রেট জিনেদিন জিদানের গায়ে।
সাদা জার্সি পরিয়েছেন ইতিহাস সেরা লেফট ব্যাক রবার্তো কার্লো।
ফুটবল ইতিহাসের সেরা ফ্রিকিক টেকারদের একজন এবং যার জন্য মেয়েরা ফুটবল দেখা শুরু করেছিল সেই বেকহামকে।
আর এই দশকে এনেছেন নক্ষত্র ক্রিস্তিয়ানো রোনালদোকে, গ্যারেথ বেলকে সাথে আছেন কিছু ট্যালেন্টেড খেলয়াড় হামেস ওজিল রামোস ডি মারিয়া সহ আরও অনেকে।
এই পেরেজের হাত ধরেই এসেছে ৪টা চ্যাম্পিয়নস লীগ।(মেবি তিনটাও হতে পারে)
আর রিয়াল মাদ্রিদকে করেছেন বিশ্বের সব থেকে ধনী ক্লাবের তালিকায় শীর্ষ।
অনেকে বলে থাকেন যদিদি পেরেজ রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট না হত তাহলে রিয়াল মাদ্রিদের অবস্থাটাতাও হয়তো এসি মিলান বা লিভারপুলের মত হয়ে যেত। বিভিন্ন সমস্যায় জর্জরিত হতে পারতো।
তবে পেরেজ যদি এই ব্যবসায়ী মানষিকতা নিয়ে না এগিয়ে আসতো তাহলে হয়তো আমরা এত এত তারকাপুঞ্জ একসাথে রিয়াল মাদ্রিদের এই সাদা জার্সিতে দেখতে পেতাম না। তখন হয়তো আমরা রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্টকে গালি দিতাম যে একে কিনতে পারলো না ওকে কিনতে পারতো না। বা যখন আমাদের জায়গায় অন্য কেউ শীর্ষ ধনী ক্লাব হত তখন আমরাই আফসোস করতাম।
পেরেজের রেকর্ড ব্রেকিং ট্রান্সফার গুলো না হলে হয়তো আমাদের অনেক আশায় আশা থেকে যেত।
তাই পেরেজকে আমি ওভার অল ঘৃণা করার থেকে ভাল বেশি বাসি। মেবি এটা ৫১%/৪৯%
পেরেজ যতই গালি দেই না কেন তোমাকে অনেক বেশি ভালও বাসি। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদও দিতে চাই।
©somewhere in net ltd.