![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিউক্লিয়াস চিনেন?? হ্যা কোষের ভেতরে যে সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গাণুটি থাকে যাকে কোষের প্রাণ কেন্দ্র বলা সেই নিউক্লিয়াসের কথায় বলছি।
রিয়াল মাদ্রিদেরও একটা নিউক্লিয়াস আছে। আমি মনে করি সেই নিউক্লিয়াসটি আমাদের লিটল ম্যাজিশিয়ান লুকা মদ্রিচ।
আনসাং হিরো শুনেছেন কখনো বিষয়টা সম্পর্কে??
আনসাং বলতে যে সব সময় প্রদ্বীপের নিচেই রয়ে যায়। যে সব সময়ই অন্যের সাফল্যের নিচে চাপা পড়ে যায়।
কিন্তু চাঁদের নিজেস্ব আলো নেই বলে তার সৌন্দর্যটা চাপা পড়ে থাকেনি তেমনই অনেকে আছে যে প্রদীপের আলোতে আসতে না পারলেও আলোটা ঠিকই ছড়িয়ে দিয়েছে।
মনে হয় ২০১২ সালে টটেনহাম হটস্পার্স থেকে লুকা মদ্রিচকে রিয়াল মাদ্রিদে নিয়ে আসেন তৎকালীন কোচ হোসে মোরিনহো। কিন্তু ঐ মৌসুমেই সব থেকে ফ্লপ সাইনিং হিসেবে ঘোষিত হয় লুকা মদ্রিচ। এমনটা হওয়ার পেছনে ছিল তার নিজেস্ব পজিশনে খেলতে না পারা নতুন দলের সাথে মানিয়ে নিতে না পারা এবং নতুন কন্ডিশনে নতুন লীগে নিজেকে মানিয়ে নিতে না পারা।
এই সমস্ত কারণেই সে বছর সব থেকে বাজে সাইনিং বলে গণ্য হয়েছিল রিয়াল মাদ্রিদের এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার।
এরপরেই হাওয়া বদল হতে শুরু করলো। রিয়াল মাদ্রিদের কোচিং স্টাফে আসলো অনেক পরিবর্তন। হোসে মোরিনহোর বদলে আসলেন মাস্টার মাইন্ড কার্লো এনচেলোত্তি এবং মদ্রিচকে দিলেন তার পজিশন এবং মদ্রিচের পাশেই তখন ছিল মিডফিল্ড জেনারেল জাবি আলোন্সো। দুইজন মিলে গড়ে তুললেন মিডফিল্ড নামে এক দুর্গ। হয়তো ২০১৩-২০১৪ মৌসুমে রিয়াল মাদ্রিদের মিডফিল্ড বিশ্বের সব থেকে অসাধারণ মিডফিল্ড। আর এই অসাধারণ হয়ে ওঠার পেছনে সব থেকে বেশি ভূমিকা পালন করেছিল এই লিটল ম্যাজিশিয়ান লুকা মদ্রিচই।
মনে আছে ২০১৪ এর শেষে এসে আমরা একটানা ২২ ম্যাচ জয়ী হয়েছিল সেখানেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিল এই লুকা মদ্রিচই। তখন আমি একটা কথা বলেছিলাম ঐ সময়ে রিয়াল মাদ্রিদের সেরা খেলয়ার ছিল লুকা মদ্রিচ ক্রিস্তিয়ানো রোনালদো নয়। তখন আমাকে সবাই ক্রিটিসাইজ করেছিল। সবাই তখন বুঝতে পারলো যখন মদ্রিচ ইঞ্জুরিতে পড়লো এবং আমাদের টানা জয়ের রেকর্ডটাও দ্রুতই থেমে গেল। তখন সবাই বুঝতে পারলো লুকা মদ্রিচ রিয়ালের কতটা গুরুত্বপূর্ণ খেলয়ার।
সবাই রামোসের ৯২:৪৮ এর গোল্ডেন হেডের কথা মনে রেখেছে কিন্তু কয়জন মনে রেখেছে সে গোলের বলের জোগান দাতা কে ছিল? কয়জন মনে রেখেছে সেই কর্নারটা কে করেছিল?
কয়জন মনে করে কত ম্যাচে এই লুকা মদ্রিচই আমাদের ম্যাচ জয়ের জন্য প্লাটফর্ম তৈরী করে দিয়েছে? ১৯ নাম্বার জার্সিটিকে লেজান্ডারি জার্সি করে দিল এই লুকা মদ্রিচই। যার জাদুকরী খেলায় মুগ্ধ সকল মাদ্রিদিস্তারা।
আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কোন দলের সমর্থক আমি বলি রিয়াল মাদ্রিদ তখন সবাই বলে রোনালদোর ভক্ত নাকি?? আমি বলি সেটা তো অবশ্যই তবে রিয়াল মাদ্রিদে আমার প্রিয় খেলয়ার লুকা মদ্রিচ। দ্যা আনসাং হিরো।
এক সময় রাউলের জন্য রিয়াল মাদ্রিদকে রাউল মাদ্রিদ বলে ডাকতো আর আমি এখন লুকা মদ্রিচের জন্য প্রায়ই লুকা মাদ্রিদ বলে ডাকি।
লুকা মাদ্রিদ দ্যা নিউক্লিয়াস অফ রিয়াল মাদ্রিদ।
দ্যা আনসাং হিরো। এ লেজেন্ড। উই আর থ্যাংক ফুল টু টটেনহাম ফর লুকা। এবং আমরা খুব বেশিই ভাগ্যবান যে লুকার মত ডেডিকেটেড একজন ম্যাজিশিয়ান আমরা পেয়েছি।
©somewhere in net ltd.