| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় পরী।
ভালো আছো নিশ্চয়। এখন তোমার দেশে অনেক রাত। কি কর? তোমার দেশের বরফ শীতল আবহাওয়ায় হয়তো লেপ তোষকের উষ্ণতাকে আঁকড়ে ধরে গভীর ঘুমে নিমগ্ন, নয়তো রাতের নিরবতায় কোন প্রিয় শিল্পীর আবেগী কন্ঠে রবীন্দ্র শুনছো, অথবা তোমার কোন প্রিয় কবির কোন প্রিয় কবিতা প্রিয় বাচিক শিল্পীর দরাজ কন্ঠে আবৃত্তি শুনছো ; নাহলে অতীতে জীবনের কোন এক বাঁকে ঘটে যাওয়া সুখ স্মৃতি রোমন্থন করছো মনের অলিন্দে।
অথচ দেখ আমার দেশে এখন বৈশাখের তপ্ত দুপুর। সোনালী রোদের উজ্জলতা আর উত্তপ্ততায় আবহাওয়া একেবারে ওষ্টাগত প্রাণ। বাইরের আবহাওয়া উজ্জ্বল হলেও মনের আকাশ একরাশ অন্ধকার চেয়ে আছে জীবনের অনেক ব্যর্থতাকে আঁকড়ে ধরে। তবুও তোমার দিপ্ত প্রেরণায় সাহস করে জানালার পাশে বসে লিখছি তোমার উদ্দেশ্য এই খোলা চিঠি। আর মনের মাঝে বিশ্বাসের ক্যানভাসে আবেগের তুলিতে এঁকে রাখছি সুন্দর এক আগামীর স্বপ্ন। যে আগামীর আধারগুলু কাটবে বন্ধুত্বের শুদ্ধ ভালোবাসায়। দুঃখ গুলু মুচে যাবে বন্ধুত্বের অবেগে অনুরাগের প্রবল প্লাবনে।
মায়াপরী তুমি কি আমার বন্ধু হবে!!
সুন্দরের মাঝে সুন্দর হয়ে থাকো ভালো থেকো সবসময়।
শুভ কামনায়।
"তপু"
©somewhere in net ltd.