নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পদসঞ্চার

তুষার আহাসান

ফেসবুকে পদসঞ্চার নামে দুটি গ্রুপ চালাই। সম্পাদক পদসঞ্চার পত্রিকা ও ব্লগজিন।

তুষার আহাসান › বিস্তারিত পোস্টঃ

কবিতা:সুখ-অসুখে দীর্ঘশ্বাসের রঙ ছুঁয়ে যায় ঘরদোর

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭



নদীর কুয়াশা ভাঙে স্রোতের আলোয়। জড়-মেঘ



ছুঁয়ে যায় পালের হাওয়া।ঘাস জাগে সবুজ



সৈকতে।ঋতু-শিশির ছিঁড়ে ফেলে অবুঝ



শালিখ। উড়ানেই আঁকা হয় মূক-উদ্বেগ।











কোন এক ঘুমের প্রহরে কিশোরীর চোখমুখ



চেনা স্বপ্ন দেখে।নৌকো হাল-ভাঙা জল-উচ্ছাস



গায়ে মাখে দীর্ঘশ্বাসের রঙ।কুঁড়ি-কান্ডে সৌরভ উন্মুখ



উতলার নদী।ঘরদোর নিকিয়ে হয় পরম আবাস।

মন্তব্য ২৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

টোকাই সিকদার বলেছেন: আহসান ভাই ভাল?

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

তুষার আহাসান বলেছেন: হ্যাঁ, ভাই ভাল। নতুন বছরের শুভেচ্ছা।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগসে। শেষে আইসা হঠাৎ ইমোটা দেয়ার কারণ কী? :||

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

তুষার আহাসান বলেছেন: কোন কবিতায় দিই না ,এটাই দিলাম,ছবি দিতে পারি না তো.তাই।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬

তুষার আহাসান বলেছেন: হাসান মাহবুব ভাই, দেখুন আর ইমো নাই।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১

টুটুল২০০৮ বলেছেন: ভালো লেখা । শিরোনামটা আরও ভালো।

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৬

তুষার আহাসান বলেছেন: ধন্যবাদ টুটুল ভাই,ভাল থাকবেন সবসময়।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬

ঘুড্ডির পাইলট বলেছেন:
এখন আর পাখিরা কবিতা লেখে না
এখন সুর্য্য রংধনুর রংয়ে খেলে না
চাদের আলো ম্লান হয়ে গেছে কত কাল আগে
মনের ভেতর সেই পুরানো বেহালার সুর বাজে ।

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮

তুষার আহাসান বলেছেন: আরে বাস,এটা তো দেখি দারুণ একটা কবিতা,
ধন্যবাদ ভাই,ভাল থাকবেন সবসময়।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো লাগলো।

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৫

তুষার আহাসান বলেছেন: ধন্যবাদ ভাই,ভাল থাকবেন সবসময়।

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

সান্তনু অাহেমদ বলেছেন: অনেক ভালোলাগা কবি।++++

শুভ কামনা।

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

তুষার আহাসান বলেছেন: অনেক ভালোলাগা আমারো,ধন্যবাদ ভাই,ভাল থাকবেন সবসময়।

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

মিঠেল রোদ বলেছেন: দারুন ভাল লাগা।
শুভ কামনা রইল।

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩০

তুষার আহাসান বলেছেন: অনেক ভালোলাগা আমারো,ধন্যবাদ ভাই,ভাল থাকবেন সবসময়।

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

অপূর্ণ রায়হান বলেছেন: ৬ষ্ঠ ভালোলাগা ভ্রাতা :)

ভালো লাগলো ++++++

কেমন আছেন ?

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

তুষার আহাসান বলেছেন: আপনার মন্তব্য না পাওয়া পর্যন্ত ভাল থাকি না ভ্রাত,
অনেক ভালোলাগা আমারো,ধন্যবাদ ভাই,ভাল থাকবেন সবসময়।

১০| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৫

এহসান সাবির বলেছেন: সুন্দর কবিতা।

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫

তুষার আহাসান বলেছেন: অনেক ভালোলাগা আমারো,ধন্যবাদ ভাই,ভাল থাকবেন সবসময়।

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

মাইনাসমামা বলেছেন: +

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

তুষার আহাসান বলেছেন: ধন্যবাদ ,ভাল থাকবেন সবসময়।

১২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১

তুষার আহাসান বলেছেন: হুম

১৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১

তুষার আহাসান বলেছেন: ৭টা ভাল লাগা তবু নির্বাচিত নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.