![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘের কোলে রোদ-১৬
---আপনার নাম?
---ওয়াশিম হায়দার।
---কি করেন?
---কিছুই করি না।
---মিথ্যে কথা,আপনি অনেক কিছুই করেন,লোকে যাকে
সমাজসেবা বলে।আসলে আপনি লোক ঠকান।
---কি জানি,আমার কিছু মনে পড়ছে না।
---মনে না পড়ারই কথা,তবে আমি আপনাকে মনে পাড়িয়ে দিচ্ছি।
আপনি প্রায় শ-খানেক মেয়ের বিয়েতে সাহায্য করেছেন?
---ওই একটু-আধটু।
---একটু আধটু নয় অনেকখানি,আমার কাছে খবর আছে,দশ
বিশ হাজারের কমে আপনি কাউকে দেননি,কোথা থেকে পান
অত টাকা?
---আমার বাক্স থেকে।
---বাক্সটা জাদু-বাক্স নাকি?
---জাদু-বাক্স কিনা জানি না,ওই বাক্সে আমার বাবার ব্যবহৃত
জিনিষপত্র থাকে।তাঁর সোনার বোতাম,চেন,আংটি আমি বন্ধক
দিয়ে টাকা পাই।
---বন্ধক দেওয়া জিনিষ ছাড়ান কি করে?
---ওটা আমার কাছেও রহস্য।হঠাৎ একদিন দেখি জিনিষগুলো
যেখানকার সেখানেই আছে।
---হাসালেন মশাই হাসালেন,একবিংশ শতাব্দীতে এসে ওসব
আজগুবি কথা আমাকে বিশ্বাস করতে বলেন? সত্যি বলুন তো
আপনার সোর্স অফ ইনকাম কি।
---বিশ্বাস করুন আমি এক পয়সাও ইনকাম করি না।বাবা-মা
মারা গেছেন কোন ছোটবেলায়।বিধবা খালার দয়ায় দুটো খেতে
পায়,সেই খালাও আবার পাগল,না চাইতেই দু-হাজার দেয়,
আবার কখনও লাথি-ঝাঁটা মারে।
---এই কথা গুলো আগেও শুনেছি,এখন নতুন কিছু বলুন।সত্যি
করে বলুন তো আপনি একজন সুপারি-কিলার কিনা।আমাদের
কাছে যা সব তথ্য আসছে,তাতে মনে হচ্ছে খুন-জখম করেই
আপনি পয়সা ইনকাম করেন।
---বিশ্বাস করুন,আমি মানুষ তো দূরের কথা কুকুরও মারিনি
কোনদিন।
---মেরেছেন,একটা মানুষ আর একটা প্রভুভক্ত কুকুরকে মার্ডার
করেছেন বলে আপনাকে এখানে রাখা হয়েছে।
---বেশ,তাহলে আমাকে ফাঁসীতে ঝোলানোর ব্যবস্থা করুন।
---এই তো আপনার অসুখ,আসল কথায় এসে রিভলভিং
চেয়ারের মত ঘুরে যাচ্ছেন।আচ্ছা বলুন তো আপনি কুকুরকে
ভয় করেন?
---হ্যাঁ, করি।
---কেন করেন?
---আমার খালার একটা কুকুর আছে,খালার মাথাখারাপ হলে
সে-ও ক্ষেপে যায়,আমাকে কামড়াতে আসে।তাই কুকুর দেখলেই
আমার ভয় হয়।
---তাই আগে কুকুর পরে তার মালিককে মারলেন?
---কে বলেছে?
---অতসী নামের একটি মেয়ে আপনার বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছে।তার
বান্ধবী রোমিলা বলেছে আপনার কুকুরভীতির কথা।
---রোমিলা,সেই কলকাতা থেকে আসা আলট্রা-মর্ডান মেয়েটা,
হামিদ সাহেবের মৃত্যুর দিন ওকে আমি শিশিরের সঙ্গে গল্প
করতে দেখেছিলাম।
---জানেন,উনি একজন মানবাধিকার কর্মী।একটু আগে এখানে
এসেছিলেন।
---বাবার পয়সা আছে তাই মানবাধিকার-মানবাধিকার বলে ছুটে
বেড়ায়,আচ্ছা উনার সুপারিশে আপনারা আমাকে মারধোর বন্ধ
করলেন নাকি? তা যদি করে থাকেন,ভুল করছেন।অমন মেয়ের
সুপারিশে বাঁচার চেয়ে ফাঁসীকাঠে ঝুলে যাওয়া আমার কাছে
আনন্দের।
বলে দু-হাতে মুখ ঢাকল ওয়াশিম।হাঁউহাঁউ করে কাঁদতে শুরু
করল।
---বেশ তাহলে আপনি এখানে স্বীকারোক্তি লিখুন,যে আপনি
শিশির আর তার কুকুরকে ইচ্ছাকৃত খুন করেছেন।
(পরের কথা আগামী পর্বে)
১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
তুষার আহাসান বলেছেন: ধন্যবাদ ভাই,ভাল থাকবেন সবসময়।
২| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২
সিডির দোকান বলেছেন: ভালা অইছে রে......
১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪
তুষার আহাসান বলেছেন: kos ki momin!!!!!!!!!!!!!!!!!
১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
তুষার আহাসান বলেছেন: ধন্যবাদ ভাই,ভাল থাকবেন সবসময়।
৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
ঘুড্ডির পাইলট বলেছেন: রহস্য ঘনিভুত হইতাছে ।
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮
তুষার আহাসান বলেছেন: হ্যাঁ, ভাই, দোয়া করবেন যেন সবকিছুর সহজ সমাধান করতে পারি।
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১০
অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++
চোখ বুলিয়ে গেলাম ভাই , সময় করে পুরোটা আবার পড়তে হবে , কাহিনী ভুলে গেছি , আপাদত + নেন
১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৫
তুষার আহাসান বলেছেন: শুভ সকাল ভাই,ভাল থাকবেন সবসময়।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আজকেই প্রথম আপ্নার ধারাবাহিক গল্পটির দেখা পেলাম। যা হউক পাঠক হিসেবে ঘুড্ডির পাইলটকে দেখছি। আমিও সময় করে আপনার সবগুলো লেখা পড়ে দেখব। চালিয়ে যান।+++
আর হ্যাঁ প্রত্যেকটা পোস্ট শেষে আগের কয়েকটা পর্বের লিংক জুড়ে দিয়েন। এতে পড়তে পাঠকদের সুবিধা হবে। এই পোস্টটা প্রিয়তে নিয়ে রাখলাম। বাকিগুলো পড়ার জন্যে।
ভালো থাকবেন।