![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সূচনা মানেই শূন্যতার কাছে যাওয়া
সমাপ্তি মানেও শূন্যতার কাছে যাওয়া
লেখচিত্রে জীবন অবিনাশী
পাখির পালক ছেঁড়ে বাতাসের আঁশ
নদীর স্রোত ছেঁড়ে ইলিশ-সাঁতার
দুঃখ-সুখ ছুঁয়ে যায় সবুজের হাসি
শিশির-কণায় চাতক-রেখা
বৃষ্টি-শুরুর গল্প লেখা
দিনলিপি আঁকা থাকে ছবির বিলাসে
সৃষ্টি-সুখের দর্পিত পাহাড়
ঝরণা-সম্ভোগের তৃষিত বাহার
সর্পিনী-বিজলী হয় পূর্ণ-প্রতিভাসে।
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭
তুষার আহাসান বলেছেন: ধন্যবাদ কায়রো ভাই,ভাল থাকবেন সবসময়@};-@};-
২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা জানাই।
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৮
তুষার আহাসান বলেছেন: ধন্যবাদ হামা ভাই,ভাল থাকবেন সবসময়।
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩
ফরিদ আলম বলেছেন: সুন্দর।
আলো ব্লগে শেয়ার করেন না কেন ?
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০
তুষার আহাসান বলেছেন: ধন্যবাদ দার্শনিক ভাই,ভাল থাকবেন সবসময় ।
এটা আলোতেও শেয়ার করলাম।
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৬
ঘুড্ডির পাইলট বলেছেন: ভালো জানাতে ভুল করবো না।
১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০০
তুষার আহাসান বলেছেন: শুভ সকাল পাইলট ভাই,ভাল থাকবেন সবসময়।
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৮
তারছেড়া লিমন বলেছেন: সেইরাম হইছে...........
১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০১
তুষার আহাসান বলেছেন: শুভ সকাল লিমন ভাই,ভাল থাকবেন সবসময়।
৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++++++
১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০২
তুষার আহাসান বলেছেন: শুভ সকাল অপূর্ণ ভাই,ভাল থাকবেন সবসময়।
৭| ১৩ ই জুন, ২০১৩ রাত ১১:০২
বোকামন বলেছেন:
খুব সুন্দর !
ভালোলাগা জানাই।
[সাধারন পাঠক আপনার অনুরোধ রাখার চেষ্টা করলো]
ভালো থাকবেন।
১৩ ই জুন, ২০১৩ রাত ১১:২৭
তুষার আহাসান বলেছেন: ধন্যবাদ বোকামন ভাই,
ভাল থাকবেন সবসময়।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩০
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ভালই হয়েছে।