![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদা রঙ ভাল ছিল
মনে ছিল ইচ্ছা,
কালো রঙে লেখা হয়
যত সব কেচ্ছা।
ফুলকলি ভাল ছিল
ডানা মেলা পাপড়ি,
হু-হু ঝড়ে উড়ে গেল
মন কাড়া পাগড়ি।
যেথা দেখি গালাগালি
ভিড় জমে সেখানে,
কোলাকুলি ভাল ছিল
সেয়ানে-সেয়ানে।
প্রেম-ট্রেম ভাল ছিল
এখন তো ফ্রেন্ডশিপ,
ফেসবুকে মিছেকথা
ঠোঁট খোঁজে লোভী লিপ।
(ফটো নেট থেকে নেওয়া)
১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৪
তুষার আহাসান বলেছেন: ধইনা।
২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২
ফরিদ আলম বলেছেন: দারুন
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮
তুষার আহাসান বলেছেন: ধন্যবাদ দার্শনিক
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪
হাসান মাহবুব বলেছেন: ++
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯
তুষার আহাসান বলেছেন: ধন্যবাদ হামা ভাই।
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১
শায়মা বলেছেন: বাপরে!!
মজার ছড়া ভাইয়া।
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯
তুষার আহাসান বলেছেন: ধন্যবাদ শায়মাপু।
৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৩
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ছড়া ভালো পাইলাম।++++
আপনার উপন্যাসের পরের পর্বের অপেক্ষায় রইলাম।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩
তুষার আহাসান বলেছেন: ধন্যবাদ ভাই,ভাল থাকবেন সবসময়।
৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬
ঘুড্ডির পাইলট বলেছেন: কবিতা ভালো হইছে ।
ভাইরে আমার বাড়ি কি আপ্নার বাড়ি থিকা বেশি দুরে ?
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫
তুষার আহাসান বলেছেন: আর লজ্জা দিয়েন না ভাই,এবার থেকে নিয়মিত যাব আপনার ব্লগে
৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭
অদৃশ্য বলেছেন:
আহাসান ভাই
ছড়াটি বেশ ভালো লাগলো আমার.... আপনার এখানে আসতে ভুলে যাই... ইদানিং ব্লগে বেশি আশছি, আশাকরি আপনার লিখগুলোও নিয়মিত পড়বার সুযোগ হবে...
শুভকামনা...
২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
তুষার আহাসান বলেছেন: ধন্যবাদ অদৃশ্য ভাই, আপনি এসেছেন এতেই আমি খুশি।
৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫১
চেয়ারম্যান০০৭ বলেছেন: সুন্দর লিখেছেন।+
২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
তুষার আহাসান বলেছেন: আরে চেয়ারম্যান ভাই যে, খুব খুশি হয়েছি,আপনার এখানে আসায়।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৬
মাইনাসমামা বলেছেন: ভাল হইছে রে!