![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুকের অনন্য গুহা থেকে বাঘ বেরিয়ে যায়
জঙ্গলে কখনও আগুন,কখনও ফাগুন।
গাছ-পাখি লুকোচুরি, ঝরণার জলে।
প্রতিটি নিঃশ্বাস সবুজ হয়
শান্তির শেকড় বাড়ে সবুজের উন্মেষে,
বিশ্বাসের গভীর-অগভীর সুখে
মনের জলছাপ।
নদীর তীরে পাখি,
তির খোঁজে লক্ষ্যভেদ।
নারী খোঁজে নিজস্ব সংসার।
কর্তৃত্বের কার্তুজ জীবনকে স্বেচ্ছাচারী করে।
বুকের গোপন গুহার বাঘ হালুম-হুলুম করতে করতে
বন ছেড়ে চলে যায়।
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩
তুষার আহাসান বলেছেন: ধন্যবাদ স্বপনবাজ ভাই,ভাল থাকবেন সবসময়।
২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
রাইসুল নয়ন বলেছেন: কবিতায় +
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
স্বপনবাজ বলেছেন: ভালো লাগলো !