নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পদসঞ্চার

তুষার আহাসান

ফেসবুকে পদসঞ্চার নামে দুটি গ্রুপ চালাই। সম্পাদক পদসঞ্চার পত্রিকা ও ব্লগজিন।

তুষার আহাসান › বিস্তারিত পোস্টঃ

মেঘের কোলে রোদ—২০ (ধারাবাহিক উপন্যাস)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯

মেঘের কোলে রোদ-১৯

---আপনার নাম?

---ওয়াশিম হায়দার।

---আপনি কি করেন?

---সমাজসেবা।

---মিথ্যে কথা,আপনি আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছেন,আপনি

একজন খুনি।পয়সা নিয়ে মানুষ খুন করা আপনার পেশা।

---হবে হয়ত,আসলে কি জানেন,আমার কিছুই মনে থাকে না,জেগে

আছি না ঘুমিয়ে আছি বুঝতে পারি না।

---আপনি তো শুনছি ভাল অভিনয় করেন,তা এখন কি আপনি

পাগলের রোল করছেন।

---কি জানি মনে পড়ছে না।

---পড়বে,পড়বে,সব মনে পড়বে,পুলিশের ডান্ডা পিঠে পড়লে সব

মনে পড়বে।

---মারুন তাহলে ডান্তা,আমি চাইছি,আমার সব মনে পড়ুক,পুরোন

ভুল শোধরানোর তো আর উপায় নাই,তবু স্মৃতি হাঁতড়ে দেখি।

---পুরোন ভুল,তা পুরোন ভুল থেকে একটু বলুন তো আপনার

সেই জাদু –বাক্সের রহস্যটা কি,কোথায় আছে সেটা?

---জাদু-বাক্স,কোথায় আছে সেটা,আমি জানি না,যদি জানতাম

তবে আমি ওখান থেকে গোছা-গোছা টাকা তুলে গরীব-দুঃখীদের

মাঝে বিলিয়ে দিতাম।তাতে হয়ত পৃথিবী থেকে কষ্ট দূর হত না,তবে

অর্থ-কষ্ট দূর হতো।

---বাহ,খুব সুন্দর ডায়লগ তো,কোন নাটকের বলুন তো?নাটক টা

কি আপনার লেখা?

---নাটক,হ্যাঁ,অনেক নাটক লিখেছিলাম আমি,কোথায় গেল আমার

নাটকগুলো?

---আপনিই তো বলেছেন,যেখানে যত খুন করেছেন তা নিয়ে একটা

নাটক লিখেছেন আপনি,সেই নাটক যে রাতে মঞ্চস্থ হয়েছে,সেই রাতে

আরো একটা নাটক লিখেছেন।

---না,না,এটা আপনাদের ভুল হচ্ছে খুনের নাটক কখনই লিখিনি আমি।

আমি লিখেছি সামাজিক নাটক,সমাজ পরিবর্তনের নাটক।দীন-দরিদ্র

মানুষের জীবনযাপন যাতে উন্নত হয়,তারা যেন লেখাপড়া শিখে

সচেতন হয়,নারী যেন তার অধিকার পায়,তার কথায় লিখেছি আমি।

---মিথ্যে কথা,নারী শুধু উপভোগের বস্তু বলে আপনি মনে করেন,

তাই একাধিক ধর্ষণ করেছেন আপনি।

---মিথ্যে কথা,শৈশবে আমার মা মারা গেছেন,তাই সব নারীর মুখে

আমি মায়ের মুখ খুঁজি।

---তারমানে আপনি কোন মেয়ের প্রেমে পড়েননি?

---না।

---মিথ্যে কথা।

---বেশ তাহলে সত্যি কথাটা কি আপনি বলুন।

---আপনি ঘন-ঘন প্রেমে পড়েন।জামা-কাপড়ের মত প্রেমিকা বদল

করেন।

---একেবারে বাজে কথা,জীবনে একবার একটি মেয়ের প্রতি আমি

দূর্বল হয়েছি,তবে মেয়ে দূর আকাশের নক্ষত্রের মত,যাকে দেখা যায়,

ছোঁয়া যায় না।

---কে সেই সুন্দরী।

---রোমিলা,সম্ভবত তার নাম রোমিলা,ওকে দেখে আমি খুব দূর্বল হয়ে

পড়েছিলাম,পরে অবশ্য নিজেকে চাবুক মেরে ওই দূর্বলতা কাটিয়েছি।

---এই ছোঁড়া ওঠ,শালারা দিনের বেলা ঘুমায়,ওঠ।

চোখ কচলে ওয়াশিম বলল,কেন?

---এক দিদিমণি তোকে দেখা করতে এসেছে।

---দিদিমণি?

---হ্যাঁ,দিদিমণি,নামটা কি যেন বলল,রোমিলা না প্রমিলা!

(পরের কথা আগামী পর্বে )

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২২

শূন্য পথিক বলেছেন: :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫

তুষার আহাসান বলেছেন: ধন্যবাদ,আমরা সবাই শূন্য পথিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.