![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘের কোলে রোদ-২০
---কেমন আছেন ওয়াশিম?
---ভাল,খুব ভাল।
---ভাল,এর নাম ভাল থাকা,আপনার মাথায় ব্যান্ডেজ,ঠোঁটের কষ দিয়ে রক্ত
পড়ছে,তবু বলছেন ভাল আছি!
---হ্যাঁ,ভাল আছি,একটা মানুষ যতটুকু ভাল থাকতে পারে ততটাই ভাল আছি।
---অমন ভাল তো কুকুর-বেড়ালও তো থাকে।
---হ্যাঁ,তাই তো থাকে অনেক মানুষ,কুকুর-বেড়ালের মত বাঁচে,মরে।ওদের
জন্যে আমি কিছুই করতে পারিনি।এমনকি একটা নাটকও লিখতে পারিনি।
---তাহলে কী নিয়ে লিখেছেন?
---আমি লিখেছি প্যানপ্যানে প্রেমের গল্প,যা না লিখলেও কিছু লাভক্ষতি হয়
না সমাজের।
---বেশ করেছেন লিখেছেন,এখন নিজেকে বাঁচানোর চেষ্টা করুন।
---কী লাভ হবে বেঁচে থেকে,মরে গেলেই-বা কী এমন ক্ষতি হবে?
---আপনার মত মানুষেরও দরকার আছে সমাজের।
---কোন দরকার নাই,কলকাতার এক দিদিমণি এসেছিল আমাকে বাঁচাতে,
নিজের উপর রাগ হল খুব ---!
ওয়াশিমকে কথা শেষ করতে না দিয়ে রোমিলা বলল,চিনতে পারবেন
তাকে?
---কেন চিনব না বলুন তো,অমন সুন্দর চেহারার শয়তানকে কী সহজে
কী ভোলা যায়?
দীর্ঘশ্বাস ফেলল রোমিলা,কী এমন শয়তানী করেছিল সে আপনার সাথে?
পাগলের মত হাসল ওয়াশিম।বলল,কোন মেয়ে যা করেনি,আমার বুকের
ভেতরটা ঝাঁজরা করে দিয়েছে?
---তেমন কোন কথা হয়েছিল কী আপনার সাথে ?
আবার হাসল ওয়াশিম,বলল---আরে না, না,কথা হলে তো সমস্যাই ছিল
না।
---তাহলে সমস্যাটা কোথায়,কেন আপনি সুইসাইড করতে যাচ্ছেন?
---আমার আর বাঁচতে ভাল লাগছে না,মনে হচ্ছে,এই পৃথিবীকে দেওয়ার
মত আমার আর কিছুই নাই,তাই প্রাণটাই দিয়ে যাব।
---সেই ভাল,নিজেকে বাঁচানোর কোন পথ খোলা রাখনি তুমি,মর,মর তুমি
ছটফট করে মরে।
বলে ঘর ছেড়ে বেরিয়ে গেল রোমিলা।
থানার বাইরের বারান্দায় দাঁড়িয়ে ছিল গনেশ।সে রোমিলাকে কাঁদতে-কাঁদতে
বেরিয়ে আসতে দেখে বলল,কী হয়েছে ,দাদা কী আপনাকে খুব খারাপ কিছু
বলেছে?
ওড়নায় চোখ মুছতে-মুছতে রোমিলা বলল,হ্যাঁ,গনেশ,অমন খারাপ কথা
কেউ কখনও বলেনি আমাকে।
(পরের কথা আগামী পর্বে )
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
তুষার আহাসান বলেছেন: ধন্যবাদ, নেক্সাস ভাই,ভাল থাকবেন সবসময়।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৪
কালোপরী বলেছেন: সুন্দর। আগেরগুলো পড়ে আসি কেমন ??
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭
তুষার আহাসান বলেছেন: সব পর্বে যদি মতামত দেন তবে আরো ভাল হয়।
ভাল থাকবেন।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪০
টাইটান ১ বলেছেন: একটা টান আছে কাহিনীতে। চালিয়ে যান। পরের পর্বের অপেক্ষায় রইলাম।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫১
তুষার আহাসান বলেছেন: আপনাদের টানেই লিখসি ভাই,ভাল থাকবেন।
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৭
নীল-দর্পণ বলেছেন: পড়ে দেখতে হবে আগেরগুলো
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১২
তুষার আহাসান বলেছেন: অবশ্যই পড়বেন ভাই,মন্তব্য করবেন,তা হলে আমার লেখাটা
খুশি মনে চালিয়ে যাব।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২২
মাইনাসমামা বলেছেন: ভালা হইসে রে!
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
তুষার আহাসান বলেছেন: তাই নাকি??????????????????????????
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
নেক্সাস বলেছেন: সুন্দর এগুচ্ছে। পরের পর্বের অপেক্ষায়