![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(১)
পরীক্ষার হলে গন টোকাটুকি চলছে।
একজন ছাত্র লিখেছে, সম্রাট আকবর দুঃসময়ে ভাঙিয়া পড়িতেন না।
পেছনের বেঞ্চের ছাত্র তা টুকতে গিয়ে লিখল,সম্রাট আকবর দুঃসময়ে জাঙিয়া পরিতেন না।
(২)
বউঃ এই জানো আমি তোমার বাচ্চার মা হতে চলেছি।
স্বামীঃ তা কি করে হয়,আমি তো তখন দিল্লীতে ছিলাম।
বউঃ তোমার ফটো ছিল আমার কাছে।
স্বামীঃ আমাকে গাধা পেয়েছ,ফটোটা তো শুধু কোমর পর্যন্ত।
(৩)
বিচারকঃ ফাঁসীর আগে তুমি শেষবারের মত কাকে দেখতে চাও।
আসামীঃ আমার বউকে।
বিচারকঃকেন,বাবা-মা নয় কেন?
আসামীঃ পুনর্জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তো বাবা-মা পেয়ে যাব কিন্তু
বউ পেতে আবার ২১ মিনিমাম বছর অপেক্ষা।
(৪)
ছেলে মাঝরাতে মাতাল হয়ে বাড়ি ফিরল।
বাবা যেন কিছু বুঝতে না পারে তাই ল্যাপটপ খুলে বসল।
বাবাঃ তুমি কি মদ খেয়ে এসেছো?
ছেলেঃ না, বাবা।
বাবাঃ তাহলে ওরকম আচরণ করছো কেন?
ছেলেঃ যা বাব্বা, আমি আ-আবার কি করলাম আমি ল্যাপটপ খুলে
বসেছি।
বাবাঃ ইডিয়ট,ওটা আমার অ্যাটাচি কেস।
৩১ শে মে, ২০১৩ বিকাল ৫:০৩
তুষার আহাসান বলেছেন: এই ব্লগের অধিকাংশ কৌতুকী আমার নিজের তৈরী করা,
আগের গুলো পড়ার অনুরোধ রইল।
প্লাসের জন্য ধইনা পাতা নেন।
২| ৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
ঢাকাবাসী বলেছেন: খুব মজা পেলুম।
৩১ শে মে, ২০১৩ বিকাল ৫:০৫
তুষার আহাসান বলেছেন: তাতেই আমি খুশি।
৩| ৩০ শে মে, ২০১৩ রাত ৯:৪৮
সায়েম মুন বলেছেন: বেশ মজা পেলাম ভাই।
৩১ শে মে, ২০১৩ বিকাল ৫:০৬
তুষার আহাসান বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখলাম সায়েম মুন ভাই,ভাল থাকবেন।
৪| ৩১ শে মে, ২০১৩ রাত ৯:৩৫
হাসান মাহবুব বলেছেন: বেড়ে হয়েচে দাদা।
৩১ শে মে, ২০১৩ রাত ৯:৫২
তুষার আহাসান বলেছেন: অশেষ ধন্যবাদ হামা ভাই,ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
খাটাস বলেছেন: সবগুলো কি আপনার রচিত? সবগুলতেই মজা পেলাম। ২ নাম্বারে নির্মল বিনোদন পেয়ে গেলাম। :!> :!>
প্লাস দিলাম।