নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পদসঞ্চার

তুষার আহাসান

ফেসবুকে পদসঞ্চার নামে দুটি গ্রুপ চালাই। সম্পাদক পদসঞ্চার পত্রিকা ও ব্লগজিন।

তুষার আহাসান › বিস্তারিত পোস্টঃ

সবকিছু হাসির বিষয় নয়-১৪৩

০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:৪০

:)



(১)



মাঝবয়সী এক চাষী পা ভেঙে ডাক্তারের কাছে এসেছে।

ডাক্তার বললেনঃ কি করে ভাঙল?

চাষীঃ বিশ বছর আগে---।

ডাক্তারঃ বিশ বছর আগে কি হয়েছিল তা শুনে আমি কি করব।আমার কাজ বর্তমান

নিয়ে,পা কি করে ভাঙল তাই বলুন।

চাষীঃ আমি যখন প্রথম চাষ শুরু করি এটা তখন কার ঘটনা।

ডাক্তারঃ ইনটারেস্টিং, বিশ বছর আগের ভাঙা পা নিয়ে আপনি এখানে,বেশ বলুন

আপনার গল্প আমি মন দিয়ে শুনছি।

চাষীঃ আমি রাতে শুয়ে আছি তখন জমি মালিকের মেয়ে এসে আমাকে জিজ্ঞেস

করল,আমার কি কিছু দরকার আছে? আমি বললাম,না।তখন সে আবার জিজ্ঞেস

করল,তুমি ভেবে বলছো তো?

আমি বললাম হ্যাঁ।

ডাক্তারঃ এই গল্পের সঙ্গে তোমার পায়ের কি সম্পর্ক?

চাষীঃ বিশ বছর পর আমি আজ সকালে বুঝতে পেরেছি,মেয়েটি কি বলতে চেয়েছিল,

এটা বুঝতে পেরেই ছাদ থেকে পড়ে গেছি।

:D



(২)

রাস্তার এক সুন্দরী তরুণীকে দেখিয়ে

হরেন বললঃ মেয়েটা বোধহয় কানে কম শোনে।

নরেনঃ কি করে বুঝলি?

হরেনঃ আমি বললাম,তোমায় ভালবাসি।মেয়েটা বলল,আমার

চপ্পলটা নতুন।



B-)

(৩)

স্বামীঃ তুমি যদি রান্না করতে পারতে তা হলে রাঁধুনিকে ছাড়িয়ে দিতাম।

বউঃ তুমি যদি কাজের কাজটা করতে পারতে তাহলে ড্রাইভারকে ছাড়িয়ে

দিতাম।

:P

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:৪৪

নাঈমুল ইসলাম প্রজন্ম ’৭১ বলেছেন: শেষটাই সবচেয়ে কম হাসির!

০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:৫৬

তুষার আহাসান বলেছেন: কম-বেশি হাসি নিয়েই তো এই সিরিজ,সব কিছু হাসির বিষয় নয়।
ধন্যবাদ।

২| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১২:৩৬

অপ্‌সরা বলেছেন: হা হা


চপ্পলের গল্পটা বেশি মজার।:)

০৩ রা জুন, ২০১৩ দুপুর ১২:৫২

তুষার আহাসান বলেছেন: আমি তো ভেবেই পাই না,মেয়েরা চপ্পলের গল্প বলে ক্যান??????

ধন্যবাদ আপা,ভাল থাকবেন।

৩| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১২:৪৭

ব্লগার সুফি বলেছেন: তবে হাসির মাত্রাটা বেশী হয়ে গেল।


Free Movies Downloads - Direct Links http://freefilmsdownloads.blogspot.com/

০৩ রা জুন, ২০১৩ দুপুর ১২:৫৩

তুষার আহাসান বলেছেন: একে কি বলব মাত্রাছাড়া হাসি?????
ধন্যবাদ ভাই,ভাল থাকবেন.

৪| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১২:৪৮

হাসান মাহবুব বলেছেন: শেষটা আগেই শুনসি।

০৩ রা জুন, ২০১৩ দুপুর ১২:৫৪

তুষার আহাসান বলেছেন: কার কাছে হামা ভাই?????????????????

ভাল থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.