![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি গানের ভূমিকা:
আমার এক শিক্ষক বন্ধুর এখনও বিয়ে হয়নি।
মনের মত বউ খুঁজে পাচ্ছে না,বেচারা।
তার সঙ্গে গল্পের ছলে,একটা কবিতা টাইপের কিছু
একটা তৈরী করে ফেললাম।কবিতা,ছড়া নয় হয়তো,
গান কিনা বুঝতে পারছি না।
দেখি ব্লগার বন্ধুরা কে কি বলছেন।
নিচে সেই সুরালাপ:
নিঃশ্বাসে বিশ্বাসে
ছুটে চলি ইতিহাসে
বিকেলের সুবাসে যদি সে
চলে আসে।
এ হেন আষাঢ় মাসে
বৃষ্টির উল্লাসে
ভিজে যায়
দুজনায়
যদি সে ভালবাসে।
০৭ ই জুন, ২০১৩ রাত ৯:৩২
তুষার আহাসান বলেছেন: পড়েছেন তাতেই আমি ধন্য, হামা ভাই।
২| ০৭ ই জুন, ২০১৩ রাত ৯:৫৫
অবাধ্য সৈনিক বলেছেন: আমিও পড়েছি
০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
তুষার আহাসান বলেছেন: আপনাকেও ধইনা।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৩ রাত ৯:৫৮
হাসান মাহবুব বলেছেন: আজাইরা।