নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পদসঞ্চার

তুষার আহাসান

ফেসবুকে পদসঞ্চার নামে দুটি গ্রুপ চালাই। সম্পাদক পদসঞ্চার পত্রিকা ও ব্লগজিন।

তুষার আহাসান › বিস্তারিত পোস্টঃ

সবকিছু হাসির বিষয় নয়-১৪৫

০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৭

সবকিছু হাসির বিষয় নয়-১৪৫

:)

(১)

৫০ তম বিবাহ বার্ষিকীর রাতে ফুলশয্যায় শুয়ে স্বামী বললঃ

এতগুলো বছর তোমাকে আনন্দ দিয়েছি কিন্তু একটা প্রশ্ন

আমার মনে খচখচ করে,বলো সত্যি বলবে।

বউঃ আজ যা বলব,সত্যিই বলব।

স্বামীঃ আমাদের সাত সন্তানের মধ্যে ছোটজনের চেহারা

একেবারেই আলাদা,সত্যি করে বলো ওর বাবা অন্য কেউ?

বউঃ হ্যাঁ।

স্বামীঃ কে সেই শয়তান?

বউঃ তুমি।



:((

(২)



:D



বাবাঃ বাড়ি ফিরতে রাত দুটো হলো কেন?

ছেলেঃ নাটকের রিহ্যাসাল ছিল বাবা।

বাবাঃ কোন রোল করছিস?

ছেলেঃ শাহজাহানের সেনাপতি।

বাবাঃ সেনাপতি বলেই রাত দুটো,শাহাজাহানের রোল নিলে নিশ্চয় বাড়িই

ফিরতি না।

(৩)

স্বামীঃ আমি যদি লটারীতে টাকা পাই,তুমি কি করবে।

স্ত্রীঃ অর্ধেক টাকা নিয়ে পালাব।

স্বামীঃ সত্যি?

স্ত্রীঃসত্যি!সত্যি!সত্যি!

স্বামীঃ লটারীতে ৫০ টাকা পেয়েছি,এই নাও ২৫ টাকা,আর আমার

চোখের সামনে থেকে বিদেয় হও।

(৪)

B-)

সেলসম্যানঃ আরশোলার পাউডার নেবেন বউদি?

গিন্নীঃ না,দরকার নাই।

সেলসম্যানঃ নিন না বউদি,এটা খুব দরকারী।

গিন্নীঃ না,আজ পাউডার দিলে কাল লিপিস্টিক চাইবে,আমরা

আরশোলাদের অত ভালবাসি না।

:P

মন্তব্য ১৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১২

খেয়া ঘাট বলেছেন: বেশ মজার।

০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

তুষার আহাসান বলেছেন: ধইনা পাতা নেন।

২| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

তুষার আহাসান বলেছেন: মন্তব্য ২টি, + ৩টি, বেশ মজার তো!

০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

তুষার আহাসান বলেছেন: ৮টি মন্তব্য, ৪টি +,

৩| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

ঢাকাবাসী বলেছেন: ভাল লেগেছে।

০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

তুষার আহাসান বলেছেন: ধইনা।

৪| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

খাটাস বলেছেন: এক নাম্বার টা পুরান জোকস ঘুরায়ে দিয়ে বেশ মজা লেগেছে। ২ নং ভাল লাগে নি। ৩, ৪ নাম্বার টা ভাল লেগেছে। :) :)

০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

তুষার আহাসান বলেছেন: আপনার সুচিন্তিত মন্তব্য আমার ভাল লেগেছে,ধইনা পাতা নেন।

৫| ০৮ ই জুন, ২০১৩ রাত ৯:৩৭

অনন্ত জীবন বলেছেন: ৪নং টা বুঝতেই পারছি না। ৩নং টা বেশি ভালো লেগেছে, বাকিগুলোও

০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৫

তুষার আহাসান বলেছেন: সেলসম্যান আরশোলা তাড়ানোর পাউডার এনেছে,গিন্নি ভাবছেন,
আরশোলাকে মাখানোর।
ধন্যবাদ,ভাল থাকবেন সবসময়।

৬| ০৮ ই জুন, ২০১৩ রাত ১০:০০

লাভ ভাই বলেছেন: ভাল লিখছে.... +++

০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৬

তুষার আহাসান বলেছেন:
ধন্যবাদ লাভ ভাই,ভাল থাকবেন সবসময়।

৭| ০৮ ই জুন, ২০১৩ রাত ১১:২০

ময়না বলেছেন: ভাল লাগলো...

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১২:০০

তুষার আহাসান বলেছেন: ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে।

ধন্যবাদ,ভাল থাকবেন সবসময়।

৮| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:২৭

হাসান মাহবুব বলেছেন: শেষটা বেশ মজার।

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:৩২

তুষার আহাসান বলেছেন: ধইনা হামা ভাই, অনেকক্ষণ থেকে আপনার মন্তব্য আশা করসিলাম।

৯| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৪

অপর্ণা মম্ময় বলেছেন: বাহ ! মজার তো জোকস গুলো

০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩১

তুষার আহাসান বলেছেন: আগের গুলো পড়ার অনুরোধ রইল। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.