![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবকিছু হাসির বিষয় নয়-১৪৬
(১)
স্বামীঃ আজ আমাদের ২৫তম বিবাহবার্ষিকী,কত আনন্দেই কেটেছে
বছরগুলো,কী-গো কাটেনি?
স্ত্রীঃ হ্যাঁ, কেটেছে।
স্বামীঃ আমি তোমাকে কেমন আনন্দ দিয়েছি গো?
স্ত্রীঃ সত্যি বলব?
স্বামীঃ হ্যাঁ,বল,আজ সত্যি বলার দিন,আমি তোমাকে কেমন আনন্দ
দিয়েছি?
স্ত্রীঃ সার্কাসের জোকারের মত।
(২)
পিচ্চিঃ মা,তুমি কি লাভ ম্যারেজ করেছিলে।
মাঃ হ্যাঁ,সোনামণি।
পিচ্চিঃ আমি তোমাদের ভালবাসার ফসল।
মাঃ হ্যাঁ,বাবা,হ্যাঁ।
পিচ্চিঃ তারমানে আমার জন্মানো তোমাদের ক্ষেত্রে জরুরী ছিল।
মাঃ হ্যাঁ,তা ছিল।কিন্তু এসব কথা এখন কেন।কি হয়েছে বল,আমি
তোকে সব বুঝিয়ে বলব।
পিচ্চিঃ আমাকে বোঝানোর দরকার নাই,আমার স্কুলের ম্যাডাম কে
বোঝাও তো একটু,সে আমার নামে রেপ কেস করতে থানা যাচ্ছে।
(৩)
বরঃবিয়ে হল একটা বন্ধন।
বউঃ তা আর বলতে,দড়ি দিয়ে বাধাঁর মত।
বরঃতাই-তো সংসার-ধর্ম এত সুখের।
বউঃ হ্যাঁ,সুখের হয় তখনই যখন দড়িটার একপ্রান্ত তোমার গলায়
আর অন্য প্রান্ত আমার হাতে থাকে।
০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
তুষার আহাসান বলেছেন: ধইনা পাতা নেন।
২| ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
লাভ ভাই বলেছেন: আমার স্কুলের ম্যাডাম কে
বোঝাও তো একটু,সে আমার নামে রেপ কেস করতে থানা যাচ্ছে।
০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
তুষার আহাসান বলেছেন: হুম,তাই তো বলছে!!!!!!!!!!!!!!
ধইনা পাতা নেন।
৩| ০৯ ই জুন, ২০১৩ রাত ৯:১৩
আকাশ_পাগলা বলেছেন:
অনেকদিন পরে দেখলাম। কেমন আছেন?
০৯ ই জুন, ২০১৩ রাত ৯:১৯
তুষার আহাসান বলেছেন: আমি তো এখন নিয়মিত আসি আকাশ পাগলা ভাই,
আছি ভালই,আপনি?
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১২
ভুল্কিস বলেছেন: "সার্কাসের জোকারের মত "